আমি এখন হতে আপনাদের ব্লগিং এর কিছু টিপস দেয়ার চেষ্টা করব। মূলত মেইন টপিক, যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই এটি নিয়ে টিপস করতে গেলে এমন অনেক টিপস পাবেন যেগুলো ব্লগারেও বা অন্য প্লাটফর্মেও কাজে আসবে। পাশাপাশি এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি সম্পর্কে টিপসের মাধ্যমে আপনাদের জানাব। আশাকরি সাথে থাকবেন। আর লেখা ভাল লাগলে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে প্রথমেই একটা চালাকি টিপস শেয়া করছি আপনাদের সাথে। ভাল যদি না লাগে তাহলে সুইসাইড করব (মিথ্যা)।
আমার আগে হয়তো অনেকই এই trick টা শেয়ার করেছে but সবার site এ কাজ করেনি।কিন্তু এই ট্রিকটা ১০০% কাজ করবে
- প্রথমে এখান থেকে plugin টাdownload করুন
- তারপর আপনার সাইট এ upload করে install করুন
ব্যাস আপনার আর কিছু করতে হবে না। এখন Appearance > Themes এ গিয়ে দেহেন।
Demo:
7 thoughts on "আপনার WordPress এ ইন্সটল করা যেকোন থিম ডাউনলোড করুন খুব সহজেই"