• 1 কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি ।
  • 2 প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) ।
  • 3 একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
  • 4 মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে ।
  • 5 পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ |
  • 6 হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।
  • 7 গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে ।
  • 8 টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।
  • 9 মাছ চোখ খোলা রেখে ঘুমায় ।
  • 10 একমাএ পিঁপড়েই কোনদিন ঘুমায় না
  • 11 সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় । তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিতকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় ।
  • 12 সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
  • 13 অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে।
  • 14 কাচ আসলে বালু থেকে তৈরী।
  • 15 আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
  • 16 আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
  • 17 একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
  • 18 আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো।
  • 19 গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
  • 20 অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
  • 21চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।
  • 22 বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
  • 23 পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
  • 24 একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

14 thoughts on "জেনে নিন অবাক করা ২৪ টি তথ্য!"

  1. jibon mia Contributor says:
    GOOD BRO….TNX.
    1. Raj gh Author Post Creator says:
      Wc
  2. Bads Man Shakil Khan Author says:
    hmm 5 vager 4vag jani…tnx…fb page theke copy marchen naki?????1.kukurer ato ghran hole,se to laptin,prosab,torkari sob মিশ্রিতভাবে ghran nite pare.taile sudhu goster ghran kivabe pay..???16,18 ei 2ta bujhi nai.akhane bujhiye bolen…….
  3. Raj gh Author Post Creator says:
    16:৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে ta 1 cup coffee poron korta parba.18 num vol chelo
  4. Wrifat Contributor says:
    Via Shobguloy Jani.
    1. nabilMc Subscriber says:
      Tai ki tui janos tui guyamara de…ei post ta kora hoise jara jane na tader jonno
    2. Wrifat Contributor says:
      K R Hrmjd
    3. Wrifat Contributor says:
      Ki Re Haramjada
    1. Raj gh Author Post Creator says:
      Tnx vai
  5. Mohsin Hassan Munna Contributor says:
    Unlimited thanks…….
    1. Raj gh Author Post Creator says:
      Welcome vai

Leave a Reply