কেমন আছেন সবাই?
এখন থেকে আর পাসপোর্ট সাইজের ছবির জন্য স্টুডিও তে যেতে হবে না।
কারন,
আজ দেখাব কিভাবে আপনি নিজেই নিজের পাসপোর্ট সাইজের এবং স্টাম্প সাইজের ছবি বানিয়ে প্রিন্ট করবেন।
এই টিউটোরিয়াল টি দেখার পর আপনি নিজেই আপনার প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করতে পারবেন।
এর জন্য অবশ্যই আপনাকে টিউটোরিয়াল টি সম্পুর্ন ভাল করে মনযোগানো দিয়ে দেখতে হবে। এবং চেস্টা করতে হবে।
আর অবশ্যই আপনকে ফটোশপের বিভিন্ন টুল এর কাজ সম্প্রকে ধারনা থাকতে হবে।
তাহলে আর দেরি না করে টিউটোরিয়ালে মনযোগ দিন আর নিজে তৈরি করুনঃ
ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য আর আমার টিউটোরিয়াল দেখার জন্য।
আপনাদের যদি ফটোশপের টুল সম্পর্কে ধারনা না থাকে তাহলে কমেন্টে জানালে আমি সকল টুল নিয়ে একটা টিউটোরিয়াল বানাব।
আমার সাথে ফেইবুকে যোগদিন Shehab Editz
ভাল থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন….
ধন্যবাদ….
7 thoughts on "এবার নিজেই তৈরি করুন নিজের পাসপোর্ট এবং স্টাম্প সাইজের ছবি ও প্রিন্ট করুন কম খরচে"