জীবনের জন্য চরম সত্য কিছু কথা …
2) প্রেমিকের জীবনে এমন একটা সময়ও আসে, যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে।
3) কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এ আশাই তার শেষ সম্বল।
4) বাধা পেয়ে যে ফিরে আসে তার সব শেষ হয়ে যায়।
একজন মানুষ প্রথম পরাজিত হয় তার নিজের কাছে।
5) জীবনের লক্ষকে পরিষ্কার রাখুন। সবসময় মনে রাখুন বড় কিছু করার জন্য আপনি পৃথিবীতে এসেছেন।
6) দক্ষতা ছাড়া সততা শক্তিহীন।
7) যেকোন সমস্যাকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।
8) দুশ্চিন্তা ও উৎকন্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছ সৃষ্টি করতে পারেনি।
9) দেহ হচ্ছে আত্মার বহিরাবরণ। দেহের সীমাবদ্ধতা আছে;আত্মার কোন সীমাবদ্ধতা নেই। আত্মা হচ্ছে বিশুদ্ধ শক্তি। মনোগত দৃষ্টিভঙ্গির উপরই এর প্রকাশিত রূপ নির্ভর করে।
10) নিজের ভুল স্বীকার করার মতো সাহসী হোন।
11) পথে নামলে পথই পথ দেখায়।
12) পৃথবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে চিন্তা ও অনুভূতির দ্বারা তার জৈবিক অবস্থা বদলাতে পারে।
13) প্রতিটি জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন। তাহলেই আপনি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবেন।
14) প্রত্যেক প্রেমিকের জীবনে একটাই সত্য রয়েছে- প্রেমিকের দুঃখে কাঁদবার কেউ নেই; কিন্তু প্রেমিকের কীর্তিকথার বিদ্রুপের হাসি হাসতে সারা জগৎ প্রস্তুত হয়ে আছে।
My Facebook
মানুষের অভাব নেই।
কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি
ধরে টেনে তোলার মতো মানুষের
খুবই অভাব এই দুনিয়ায় ।