বাবার পছন্দ করা দাঁড়িওয়ালা (প্র্যাকটিসিং মুসলিম যুবক) ছেলেটিকে ভার্সিটি পড়ুয়া উচ্চ শিক্ষিতা মেয়ের মোটেই পছন্দ হয়নি! বরং মেয়ে তো বাবার উপর রীতিমত ক্ষিপ্ত হয়ে বলল-
“বাবা, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তোমার নেই। আমারও তো একটা পছন্দ আছে, একটা সিদ্ধান্ত আছে, একটা মত আছে। আমার সে মতের কোন মূল্য কি তোমার কাছে নেই?”
বাবা নরম গলায় বলল- “মা, আমি অবশ্যই তোর ভাল চাই। দেখ, ছেলেটা ধার্মিক, নিয়মিত নামাজ-রোজা করে, স্বভাব-চরিত্রেও ভাল।”
মেয়ে অগ্নিশর্মা হয়ে বলল- “ওরকম একটা ব্যাকডেটেড, দাঁড়িওয়ালা হুজুর টাইপের, আনস্মার্ট ছেলেকেই তুমি আমার জন্য উপযুক্ত ভাবলে কি করে, বাবা? Have you gone mad??………
ভার্সিটি পড়ুয়া আধুনিক মেয়ের মুখের উপর অসহায় বাবার আর কিছুই বলার থাকলো না। অবশেষে, মেয়ের পছন্দ অনুযায়ী আধুনিক ও স্মার্ট ছেলের সাথেই মেয়েকে বিয়ে দিতে বাধ্য হলেন বাবা!
বিয়ের কিছুদিন পর দেখা গেলো……
মেয়েটার ওই স্মার্ট বর প্রায়ই গভীর রাতে অফিস পার্টির নাম করে বিভিন্ন নাইট ক্লাবে আসা যাওয়া করে, মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে বাসায় আসে। স্বাভাবিকভাবেই মেয়েটি প্রতিবাদস্বরূপ বলল যে- “বিয়ের আগে মদ খেতে, এখনো খাও?” উত্তরে তার স্বামী বলল যে এসব তার আধুনিকতা ও স্মার্টনেসের অংশ! মেয়েটি আবারো প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করলো!

অন্যদিকে ওই ব্যাকডেটেড, আনস্মার্ট, ধার্মিক দাঁড়িওয়ালা ছেলেটাও অন্য একজনকে বিয়ে করে নিল।
হে আধুনিক মেয়ে,
তোমার নিজের পছন্দ করা স্মার্ট ও আধুনিক বর যখন রাতের বেলা মদের বোতল হাতে ঢুলতে ঢুলতে ঘরে ঢুকছে, তোমার উপর অন্যায়ভাবে নির্যাতন করছে। খোঁজ নিয়ে দেখো, তখন তোমার বাবার পছন্দ করা সেই গেয়ো আর আনস্মার্ট, দাঁড়িওয়ালা ছেলেটা স্ত্রীর জন্য “পর্দার বিধান” জাতীয় বই হাতে ঘরে ফিরছে। ঐ ছেলেটা শেষ রাতে নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাচ্ছে একসাথে তাহাজ্জুদ পড়ার জন্য!
আসলেই ওই ব্যাকডেটেড, দাঁড়িওয়ালা, আনস্মার্ট ছেলেটা তোমার জন্য নয়।
“দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্যে; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্যে; সুচরিত্রা নারী সুচরিত্র পুরুষের জন্যে, এবং সুচরিত্র পুরুষ সুচরিত্রা নারীর জন্যে। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র; এদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রুযী।” [সূরা আন নূর, আয়াতঃ ২৬]
—– ধরে নিন এটা একটা কল্পিত গল্প। কিন্তু এখনকার আধুনিক সমাজে এ ধরণের ঘটনা অহরই ঘটছে। নিজের চোখ কান একটু খোলা রাখুন টের পাবেন! তবে, এ ধরণের ইস্যুতে কিছু কিছু বাবা-মা’রা বড্ড অসহায় ও নিরুপায় হয়ে পরেন অতি আধুনিকা মেয়ের কাছে! তবে, আলহামদুলিল্লাহ এর ব্যতিক্রমও আছে-অনেক মুসলিমাহ বোন দাঁড়িওয়ালা, প্র্যাকটিসিং মুসলিম যুবকদেরকেই বর হিসেবে পছন্দের তালিকায় রাখেন! mary



#Collected from fb Page: আধুনিকতা আসে সততা থেকে – অশ্লীলতা থেকে নয়



 

16 thoughts on "“আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোন অধিকার তোমার নেই” (- বাবাকে মেয়ে)"

  1. MD,Saifur Rahman Contributor says:
    Right 🙂 Tnx for share.
    1. Md Khalid Author Post Creator says:
      welcome
  2. Aray Khan Alif Contributor says:
    Osome.. Nice post
  3. Proloy Saha Contributor says:
    lol,,,,,,,,,,o_O
  4. MJ Mehedi Hasan Contributor says:
    লুল পোষ্ট
  5. tamal Contributor says:
    কিন্তু সব দারিওয়ালাই কি ভালো?
    1. Md Khalid Author Post Creator says:
      nah, dari muslim er lebel ba chinno, army der poshak jemon tader chinno, kintu keu army na hoye army der dress porlei take army bola jayna, temni namaj, roja , hajj jakat na kore, manusher sathe valo babohar na kore dari rakhle take muslim e bola jayna, jodi se ai kaj jene sune bujhe kore thake
  6. mobidul Contributor says:
    tnx.brother
    1. Md Khalid Author Post Creator says:
      welcome
    1. Md Khalid Author Post Creator says:
      but hot
  7. AMBITIOUS Contributor says:
    লেখার ভাব-ভংগি সেই রকম
    1. Md Khalid Author Post Creator says:
      ja ghote…………

Leave a Reply