চাকরি খুঁজতে এখন আর বিভিন্ন
ওয়েবসাইট ঘুরতে হবে না
চাকরিপ্রার্থীদের। সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেইসবুকেই
পাওয়া যাবে চাকরির খবরা-খবর।
‘জবস’ নামে এমনি এক ফিচার আনতে
যাচ্ছে মার্ক জাকারবার্গের
প্রতিষ্ঠানটি। এই ফিচারটির
মাধ্যমে চাকরি খোঁজা ও
নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া
যাবে।
জবস নামের ফিচারটি ইতোমধ্যে
পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে
বিভিন্ন প্রতিষ্ঠানের ফেইসবুক
পেইজে। ইংরেজি সংবাদ মাধ্যম
টেকক্রাঞ্চ ফেইসবুকে পেইজে জবস
নামে ফিচারটির স্ক্রিনশর্টে
দেখা যায় ‘ক্রিয়েট জব’ নামে

ট্যাবে ক্লিক করে নিয়োগ
বিজ্ঞপ্তি দেওয়ার জন্য রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা
হলে ‘এপ্লাই’ নামক বাটনে ক্লিক
করে চাকরি’র জন্য আবদেন করা
যাবে। চাইলে অধিক মানুষের
কাছে যেন নিয়োগ
বিজ্ঞপ্তিতে পৌঁছে এর জন্য
রয়েছে বুস্ট অপশন।
তবে জবস ফিচারটি কবে নাগাদ সকল
ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা
হবেই সেই সম্পর্কে কোনো তথ্য
জানায়নি ফেইসবুক কর্তৃপক্ষ।
ফেইসবুকের এক কর্মকর্তা বলেন,
প্রতিনিয়ত ফেইসবুকের বিভিন্ন গ্রুপ
ও পেইজ চাকরি নিয়োগ
বিজ্ঞপ্তি চেয়ে পোস্ট করে
অনেকেই। তাই ব্যবহারকারীদের
ভিন্ন ও আরও সহজে এই সুবিধা দেয়ার
জন্য ফিচারটি আনছে ফেইসবুক।
ফেইসবুকের এই ফিচারটি সম্পূর্ণ রূপে
চালু হলে চাকরি খোঁজার জনপ্রিয়
মাধ্যম লিঙ্কডইন ক্ষতির মুখে পড়বে।
কেননা লিঙ্কডইন থেকে ফেইসবুকের
ব্যবহারকারী অনেক বেশি। তাই এই
সেবার জনপ্রিয়তায় এগিয়ে
থাকবে ফেইসবুকে তা বলার
অপেক্ষা রাখে না।
উল্লেখ্য চলতি বছর জুনে ২ হাজার
৬০২ কোটি ডলার দিয়ে
পেশাজীবীদের নেটওয়ার্কিং
ওয়েবসাইটটি কিনে ছিলো
মাইক্রোসফট।

8 thoughts on "চাকরি পাওয়া যাবে ফেইসবুকে দেখুন"

  1. Jhasif Contributor says:
    3day free page promote korbo kivave?
    1. Asif aqubal Contributor Post Creator says:
      উপরে ৩টা প্যকেজ অাছে যেকনো ১টা অর্ডার কোরলে ৩দিন ফ্রী
  2. SUPTO Author says:
    Post এর নিচে তথ্যসূত্রঃ প্রথম আলো লিখা উচিত…
    1. Asif aqubal Contributor Post Creator says:
      SUPTO ভাই ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য
  3. Ahsan Neel Author says:
    vi ami master card kevabe nibo??
  4. abir islam niloy Contributor says:
    ব্র promot সম্পরকে.. আমার একটু জানা প্রয়োজন.. বলেন.. বিস্তারিত..??

Leave a Reply