লিওনেল মেসি দাঁড়িয়ে ছিলেন
খুব কাছে। হঠাৎই তাঁর চোখে- মুখে
যন্ত্রণার ছাপ। যদিও বলের আশপাশে
নেই তিনি। কিন্তু সের্হিয়ো
বুশকেেজর অ্যাঙ্কেলে যে ভয়ংকর
ফাউল করেন এইবারের গোনসালো
এসকালেন্তে, এর মাত্রা অনুমান
করেই বিকৃত হয়ে যায় মেসির মুখ।
ঠিকই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে
হয় বুশকেত্জকে। বার্সেলোনা-
এইবার ম্যাচের মিনিট দশেক তখন
পেরিয়েছে মাত্র। ইনজুরির কারণে
আন্দ্রেস ইনিয়েস্তা নেই আগে
থেকেই। ম্যাচের শুরুতে
মিডফিল্ডের আরেক সেনানী
বুশকেত্জ মাঠ ছাড়ায় বার্সার
আতঙ্কিত হওয়ার কারণ ছিল যথেষ্ট।
পয়েন্ট হারানোর; লা লিগার
শিরোপা দৌড়ে আরো পিছিয়ে
পড়ার। কিন্তু তা জয় করে এইবারকে
৪-০ গোলে হারায় বার্সা। ১৯
ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রিয়াল
মাদ্রিদের ২ পয়েন্টের মধ্যে থাকল
লুইস এনরিকের দল। যদিও জিনেদিন
জিদানের শিষ্যরা ম্যাচ খেলেছে
একটি কম। আর টেবিলে দুই
চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে
যথারীতি সেভিয়া। পরশু
রোমাঞ্চকর আরেক দ্বৈরথে
ওসাসুনাকে ৪-৩ গোলে হারিয়ে
তাদের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৪২।
এইবারের বিপক্ষে ম্যাচের শুরুতে
বুশকেেজর ইনজুরিতে হোঁচট খায়
বার্সা। বদলি হিসেবে নামা
ডেনিস সুয়ারেসের গোলে
প্রথমার্ধ শেষের বিরতিতে যায়
তারা। ক্লাবের হয়ে ওই
মিডফিল্ডারের এটি প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বার্সার বড় জয়
নিশ্চিত হয় আরো তিন গোলে।
এবার গোলদাতাদের নাম অবশ্য
প্রত্যাশিত—এমএসএন ত্রয়ীর তিনজন
মেসি, লুইস সুয়ারেস ও নেইমার।
সমান ১৫ গোল নিয়ে ‘পিচিচি’
ট্রফির লড়াইয়ে যুগ্মভাবে শীর্ষেই

রইলেন প্রথম দুজন। তবে ম্যাচশেষে সব
ছাপিয়ে বার্সা কোচের সবচেয়ে
বড় স্বস্তি অন্যত্র, ‘বুশকেেজর ইনজুরি
যতটা খারাপ ভেবেছিলাম, ততটা
না। ’ আর গুরুত্বপূর্ণ ম্যাচে জয়
পাওয়ায়ও ভীষণ আনন্দিত এনরিকে,
‘শুরুর দিকে এইবার আমাদের ভীষণ
চাপে রাখে। তা সামলে উঠে
পরে আমরা সুযোগ তৈরি করি এবং
পাই গুরুত্বপূর্ণ জয়। এখানে এসে
খেলা সব সময় কঠিন, তবে ফল হয়তো
তা বলছে না। ’ এদিকে লা লিগার
এ মৌসুমের বিস্ময় সেভিয়া
পেয়েছে রোমাঞ্চকর জয়।
ওসাসুনাকে ৪-৩ গোলে হারায়
হোর্হে সাম্পাওলির দল। ফলে
পয়েন্ট তালিকায় রিয়াল-বার্সার
মাঝেই রইল তারা। সাম্প্রতিক
বছরগুলোয় ওই দুই পরাশক্তিকে
চোখরাঙানি দেওয়া
আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট
হারায় পরশুও। আথলেতিক
বিলবাওয়ের সঙ্গে ড্র করে ২-২
গোলে। কোকের গোলে এগিয়ে
গিয়েও পরে পিছিয়ে যায়
ডিয়েগো সিমিওনের দল। ৮০তম
মিনিটে আন্তোয়ান
গ্রিয়েজমানের দারুণ লক্ষ্যভেদে ১
পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে
পারে আতলেতিকো। ১৯ ম্যাচে ৩৫
পয়েন্ট নিয়ে লা লিগার
টেবিলের চার নম্বরে এখন দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে
যথারীতি চেলসি। পরশু হাল
সিটিকে ২-০ গোলে হারিয়ে
দ্বিতীয় স্থানে থাকা
আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট
এগিয়েই রইল তারা। ম্যাচ জয়ের
পাশাপাশি আন্তোনিও কন্তের
দলের আরেক স্বস্তি ডিয়েগো
কস্তা। কোচের সঙ্গে কথা
কাটাকাটিতে আগের ম্যাচে
খেলানো হয়নি এ স্ট্রাইকারকে।
পরশু একাদশে ফেরেন, আর তা
উদ্যাপন করেন গোলে। সঙ্গে
গ্যারি কাহিলের লক্ষ্যভেদে জয়
পায় চেলসি। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট
তাদের। আর্সেনালের পয়েন্ট ৪৭।
পরশু বার্নলিকে নাটকীয়ভাবে ২-১
গোলে হারায় তারা। ইনজুরি সময়ে
৯৭তম মিনিটে পেনাল্টি থেকে
নেওয়া আলেক্সিস সানচেসের
জয়সূচক গোলে। ইতালিয়ান সিরি
‘এ’তে পয়েন্ট টেবিলের চার নম্বরে
থাকা লাৎসিওকে ২-১ গোলে
হারিয়েছে জুভেন্টাস। পাউলো
দিবালা ও গনসালো হিগুয়েইনের
গোলের এই জয়ে ২০ ম্যাচে ৪৮
পয়েন্ট জুভদের। তাদের চেয়ে এক
ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম
রোমার; পরশু যারা এডিন জেকোর
গোলে ১-০ ব্যবধানে হারায়
ক্যালিয়ারিকে। মিলানের দুই
ক্লাবের মধ্যে এসি মিলান ১-২
গোলে হেরে গেছে নাপোলির
কাছে। আর ইন্টার মিলান ১-০
গোলে হারিয়েছে
পালেরমোকে। ফ্রেঞ্চ লিগ
ওয়ানে শীর্ষে জাঁকিয়ে বসেছে
মোনাকো। পরশু লঁরিয়েকে ৪-০
ব্যবধানে হারানোয় ২১ ম্যাচে ৪৮
পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলা
নিসের চেয়ে ১ এবং প্যারিস
সেন্ত জার্মেইর চেয়ে ৩ পয়েন্টে
এগিয়ে তারা। ২০ খেলায় ৩৭
পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে
লিঁও। পরশু তারা ৩-১ গোলে হারায়
মার্সেইকে। এই ম্যাচে লিঁওর হয়ে
অভিষেক হয় দিনকয়েক আগে
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে
নাম লেখানো মেমফিস
দেপাইয়ের। জার্মান বুন্দেসলিগায়
আরবি লিপজিগ ৩-০ গোলে হারায়
এইনট্রাখ্্ট ফ্রাংকফুর্টকে। ফলে
শীর্ষে থাকা বায়ার্নের ৩ পয়েন্ট
পেছনেই রইল লিপজিগ। আরেক
ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনকে ২-১
গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড।
এএফপি

4 thoughts on "বড় জয়ে বার্সার ছন্দে ফেরার ইঙ্গিত"

  1. Rakib Mollah Contributor says:
    এখানে এসব পোস্ট দেয়ার মানেটা কি ?
  2. WapmasterArif Contributor says:
    copy from here.
    : AgunBD.com

    /https://http-agunbd-com.0.freebasics.com/excitment-sports/বড়-জয়ে-বার্সার-ছন্দে-ফেরা/?iorg_service_id_internal=1334296809964031%3BAfr_e5J7MDJl19x0

  3. Atiquzzaman Redoy Author says:
    bro,,এটা সংবাদপত্র নই,,ট্রিকবিডি

Leave a Reply