##আজকে আপনাদের সামনে যে এপ নিয়ে হাজির হলাম তার নাম হল Advanced Power Menu+
##এটা দিয়ে Power Menu তে অনেক Option যোগ করতে পারবেন। এবং সাজাতে পারবেন নিজের মনের মত করে।
## নিচে সব ব্যাখা করা হল।

প্রয়োজনীয় বিষয়সমূহঃ


১) আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে।
২)Xposed Installer চালু থাকতে হবে।
৩)প্রথম বার চালু করতে নেট কানেকশন অন করতে হবে।
##Xposed Installer না থাকলে ডাওনলোড করে নিন।
Download From Here

সুবিধাসমূহঃ


##অন্য কোনো এপ ছাড়া Screenshot তুলতে পারবেন।
##Quick Dial করতে পারবেন। মানে আপনি যদি এখানে একজন পুলিশের নাম্বার সেভ করে রাখেন। এবং আপনি যদি কোনো বিপদে পরেন তাহলে আপনি শুধু Quick Dial বাটন এ ক্লিক করবেন কল চলে যাবে।
##Flashlight অপশন যোগ করতে পারবেন।
##Advanced Reboot অপশন যোগ করতে পারবেন। যেখানে থাকবে, Reboot, Soft Reboot, Recovery, Bootloader, ইত্যাদি।

কার্যপদ্ধতিঃ


##প্রথমে Advanced Power Menu+ Xposed Modules টা ডাওনলোড করুন।
Download From Here
##ইনস্টল করুন।
## Xposed Installer ওপেন করেন তারপর Modules এ গিয়ে Advanced Power Menu+ এ টিক দিন তারপর Framework এ যান এবং Install/Update এ ক্লিক করুন, Reboot দিন।
##রিবুট হলে Advanced Power Menu+ অপেন করুন।
## কিভাবে চালু করবেন তা ভাল ভাবে বুঝার জন্য স্কিনশট দিলাম।





## এভাবে করলে সবগুলো এড হয়ে যাবে।
আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলবেন।
আপনারা সবাই ভাল থাকবেন। এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।

Leave a Reply