Be a Trainer! Share your knowledge.
Home » Gp free net » [স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ। 

[স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ। 

আসসালামু আলাইকুম। 
কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজকে থেকে শুরু করলাম দেশ বিদেশি স্ক্যাম হওয়া নিয়ে আমার এই স্ক্যাম পর্ব৷

টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কি নিয়ে আপনাদের বলবো। গত ৩ দিন আগে গ্রামীণ ফোন তাদের ফেসবুক তাদের নতুন একটি প্যাকেজ সম্পর্কে আমাদের পরিচয় করে দেয়। যে প্যাকেজটির নাম তারা রেখেছে “Limitless Internet”

নাম শুনে লিমিট লেস মনে হলেও, এটি পুরপুরি একটি স্ক্যাম ও প্রতারণা।  যা প্রতিদিন ই এই সব নামী দামি কোম্পানি আমাদেত সাথে করে আসতেছে। ঠিক গ্রামীণ ফোন এই প্যাকেজ ও এর ব্যাতিক্রম নয়। তারা “Limitless Internet ” এর নাম দিয়ে আপনার সাথে করছে বিশাল প্রতারণা। 

আপনি হয়তো ভাববেন, বাহ কত সুন্দর একটি উদ্যোগে। আগে কখনো এটি দেখি নাই। আমাদের পাশের দেশে এই ব্যবস্থা দেখেছি। কিন্তু আমাদের দেশে এটি নতুন।  কিন্তু এই নতুন দেখার জন্য যেই আপনি পা দিবেন। আপিনার টাকা শুধু শুধু জলে চলে যাবে।

কেনো বলছি এট্টু পরেই বুঝতে পারবেন।।

শুরুতে তাদের প্যাকেজ গুলোর পরিচয় সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করছি।
১. সীমাহীন ইন্টারনেট (১৫ Mbps পর্যন্ত)
মূল্য: ৯৯৮ টাকা
মেয়াদ: ৩০ দিন

২. সীমাহীন ইন্টারনেট (১০ Mbps পর্যন্ত)

মূল্য: ৮৯৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

৩. সীমাহীন ইন্টারনেট (৫ Mbps পর্যন্ত)
মূল্য: ৭৪৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

৪. সীমাহীন ইন্টারনেট (১০ Mbps পর্যন্ত)
মূল্য: ২৬৯ টাকা
মেয়াদ: ৭ দিন

৫. সীমাহীন ইন্টারনেট (২ Mbps পর্যন্ত)
মূল্য: ৫৪৯ টাকা
মেয়াদ: ৩০ দিন

*সীমাহীন ইন্টারনেট (Limitless Internet)
প্যাকেজ লিস্ট

মোট ৫টি প্যাকেট এর ইনফরমেশন আমি এখানে দিলাম। যা Mygp থেকে আমি হুবহু তুলে ধরেছি। হয়তো তারা এই পরিবর্তন চেঞ্জ আনতে পারে।

যাই হোক, আপনি যদি এই প্যাকেজ গুলোর যদি ভাবেন একটি কিনে, পরিবার এর সবাই Wifi বা Hotspot দিয়ে শেয়ার করে ব্যবহার করবেন।  তাহলে আপনার ধারণা একদম ভুল। এটি মোটেও করতে পারবেন না। কারণ এর মধ্যে তারা লাগিয়েছে কিছু term and condition এর মার প্যাচ।

যেখানে তারা স্পষ্ট করে বলে দিছে, এটি শুধু একটি DEVICE এর জন্য allow. যা আপনি hotspot দিয়ে শেয়ার করতে পারবেন।

এছাড়া আপনি যদি ভেবে থাকেন। আচ্ছা ঠিক আছে আমি hotspot ব্যবহার করবো না। মুভি ডাউনলোড করবো।
তাহলেও আপনি ভুল, তারা মুভি ও বড় ফাইল ডাউনলোড করার উপর দিয়েছে নিষেধাজ্ঞা।  ফলে দিন শেষে আপনি এই প্যাকেজ দিয়ে ডেইলি কাজ ছাড়া কিছুই করতে পারছেন।
যা একটি বড় ধরণ এর স্ক্যাম ও প্রতারণার সামীল।

তাই আশা করি আপনারা এই বিষয় খেলা রেখে প্যাকেজ টি কিনবেন ও ব্যবহার করবেন।

তাদের প্যাকেজ এর Term and condition Link Go to and See Conditions

10 hours ago (Oct 12, 2024)

About Author (120)

Md. Omar Faruk
author

Never tell a lie Always respect other

Trickbd Official Telegram

3 responses to “[স্ক্যাম সিরিজ পর্ব ১] গ্রামীনফোন Limitless Internet প্যাকেজ। ”

  1. Khairul Islam Contributor says:

    Good.
    Next…. waiting

  2. Saiful Contributor says:

    বাক্য দেখে বুঝতেছি ‘না’ শব্দ বসবে। কিন্তু আপনি তা দেননি। লেখার সময় আরেকটু মনোযোগী হোন।

  3. Jubayer Contributor says:

    Carry on brother 🎉🎉🎉

Leave a Reply

Switch To Desktop Version