Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » Windows এর সফটওয়ার Uninstall করার সেরা/শ্রেষ্ট পদ্ধতি + যে কারনে আমাদের কম্পিউটার স্লো হয় ও C ড্রাইভ ফুল হয়

Windows এর সফটওয়ার Uninstall করার সেরা/শ্রেষ্ট পদ্ধতি + যে কারনে আমাদের কম্পিউটার স্লো হয় ও C ড্রাইভ ফুল হয়

আসসালামুয়ালাইকুম

 

প্রতিদিন আমরা কম্পিউটারে নানান সফটওয়্যার ইনস্টল করি, কিন্তু সেগুলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে Uninstall করি। কিন্তু আমরা কেও ভালো করে জানিওনা যে কন্ট্রল প্যনেল থেকে আনিইন্সটলের পর বেশিরভাগ/অনেক ফাইল থেকে যায়। এই ফাইলগুলো সময়ের সাথে সাথে আমাদের কম্পিউটারকে ধীরগতির করে ফেলে সেই সাথে  C  ড্রাইভের যায়গা ভরাটতো আছেই।

উদাহরন হিসেবে বলা যায়, এডবি ফটোশপের ট্রায়াল ভার্সন শেষ করার পর কন্ট্রল প্যনেল থেকে আনইন্সটল করে ইন্সটল করলেও ট্রায়াল ভার্সন রিসেট হয় না। এর কারন কী

তাই, কম্পিউটারের এই সমস্যার সহজ কার্যকর সমাধান হলো রেভো আনইনস্টলার। এটি কম্পিউটার থেকে সফটওয়্যারগুলোকে সকল ফাইল রেজিস্ট্রিসহ সম্পূর্ণভাবে মুছে ফেলে।





 

রেভো আনইনস্টলারের অসাধারণ কিছু ফিচার/সুবিধা

. সম্পূর্ণ মুছে ফেলা

রেভো আনইনস্টলারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কেবল ইনস্টল করা সফটওয়্যারই মুছে দেয় না, বরং সেই সফটওয়্যারের সাথে যুক্ত যেকোনো অবাঞ্ছিত ফাইল, রেজিস্ট্রি এন্ট্রি এবং টেম্পোরারি ফাইলও সরিয়ে ফেলে।  সাধারণ আনইনস্টলারের তুলনায় এটি অনেক বেশি কার্যকর কারণ এটি ফাইলের গভীরে প্রবেশ করে এবং এমন অংশও খুঁজে বের করে যা সাধারণভাবে/ম্যানুয়ালি চোখে পড়ে না।

 

. হান্টার মোড

রেভো আনইনস্টলারের আরেকটি দারুণ ফিচার হলোহান্টার মোড’, যা ব্যবহারকারীকে কেবলমাত্র একটি সফটওয়্যারের আইকন বা উইন্ডো টার্গেট করেই সেই অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলার সুযোগ দেয়। আপনি যদি জানেন না কোন অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে সমস্যা তৈরি করছে, তবে হান্টার মোড ব্যবহার করে সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন। এটি একটি অসাধারণ ফিচার, বিশেষ করে যখন আপনি একটি নির্দিষ্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিয়ে সমস্যায় পড়ে থাকেন।

. অ্যাডভান্সড স্ক্যানিং/রেজিস্ট্রি ক্লিনিং

অন্য একটি দারুণ ফিচার হলো এর অ্যাডভান্সড স্ক্যানিং ক্ষমতা। সফটওয়্যার ইনস্টলেশনের পর তা কেবল ফাইল রেখে যায় না, রেজিস্ট্রিতে এন্ট্রি করে। রেভো আনইনস্টলার আপনার রেজিস্ট্রিও স্ক্যান করে এবং অবাঞ্ছিত এন্ট্রিগুলো মুছে দেয়। 

. ব্রাউজার ক্লিনার

এটি শুধু সফটওয়্যার মুছতেই নয়, এটি ব্রাউজারের ক্যাশে এবং অবাঞ্ছিত ডাটা মুছতে সাহায্য করে।

 

তো কিভাবে Revo Uninstaller ব্যবহা করবেন?

/ প্রথমে সফটওয়্যারটি নিচে দেয়া লিঙ্ক থেকে ডাওনলোড করুন। (ক্র্যাক ভার্সনেরও টেলিগ্রাম লিঙ্ক দেয়া আছে)

/ এরপর এটি ওপেন করলে আপনি আপনার পিসিতে ইন্সটল করা সমস্ত সফটওয়্যারগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। যে সফটওয়্যারটি মুছে ফেলতে চান, সেটি সিলেক্ট করে আনইনস্টল বাটনে ক্লিক করুন।

রেভো আপনাকে তিনটি অপশন দেবে: বিল্টইন, সেফ এবং অ্যাডভান্সড। অ্যাডভান্সড মোড বেছে নিলে এটি ডিপ স্ক্যান করে সমস্ত অবশিষ্ট ফাইল মুছে দেবে, তবে ডিফল্ট রাখাই ভালো/সেফ

 

 

ডাওনলোডঃ

Original

 

Crack/Pre-Activated

 

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিনফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

5 hours ago (Nov 08, 2024)

About Author (23)

Mohtasin Nur Raiyan
author

Passionate about Tech, Defending Internet freedom, Optimistic about the Rise of Muslim Influence, and Committed to Global Diplomacy & Defense for the Betterment of Earth.

Trickbd Official Telegram

One response to “Windows এর সফটওয়ার Uninstall করার সেরা/শ্রেষ্ট পদ্ধতি + যে কারনে আমাদের কম্পিউটার স্লো হয় ও C ড্রাইভ ফুল হয়”

  1. BIPLOB Contributor says:

    invalid download link

Leave a Reply

Switch To Desktop Version