আসসালামুয়ালাইকুম

 

প্রতিদিন আমরা কম্পিউটারে নানান সফটওয়্যার ইনস্টল করি, কিন্তু সেগুলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে Uninstall করি। কিন্তু আমরা কেও ভালো করে জানিওনা যে কন্ট্রল প্যনেল থেকে আনিইন্সটলের পর বেশিরভাগ/অনেক ফাইল থেকে যায়। এই ফাইলগুলো সময়ের সাথে সাথে আমাদের কম্পিউটারকে ধীরগতির করে ফেলে সেই সাথে  C  ড্রাইভের যায়গা ভরাটতো আছেই।

উদাহরন হিসেবে বলা যায়, এডবি ফটোশপের ট্রায়াল ভার্সন শেষ করার পর কন্ট্রল প্যনেল থেকে আনইন্সটল করে ইন্সটল করলেও ট্রায়াল ভার্সন রিসেট হয় না। এর কারন কী

তাই, কম্পিউটারের এই সমস্যার সহজ কার্যকর সমাধান হলো রেভো আনইনস্টলার। এটি কম্পিউটার থেকে সফটওয়্যারগুলোকে সকল ফাইল রেজিস্ট্রিসহ সম্পূর্ণভাবে মুছে ফেলে।





 

রেভো আনইনস্টলারের অসাধারণ কিছু ফিচার/সুবিধা

. সম্পূর্ণ মুছে ফেলা

রেভো আনইনস্টলারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কেবল ইনস্টল করা সফটওয়্যারই মুছে দেয় না, বরং সেই সফটওয়্যারের সাথে যুক্ত যেকোনো অবাঞ্ছিত ফাইল, রেজিস্ট্রি এন্ট্রি এবং টেম্পোরারি ফাইলও সরিয়ে ফেলে।  সাধারণ আনইনস্টলারের তুলনায় এটি অনেক বেশি কার্যকর কারণ এটি ফাইলের গভীরে প্রবেশ করে এবং এমন অংশও খুঁজে বের করে যা সাধারণভাবে/ম্যানুয়ালি চোখে পড়ে না।

 

. হান্টার মোড

রেভো আনইনস্টলারের আরেকটি দারুণ ফিচার হলোহান্টার মোড’, যা ব্যবহারকারীকে কেবলমাত্র একটি সফটওয়্যারের আইকন বা উইন্ডো টার্গেট করেই সেই অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলার সুযোগ দেয়। আপনি যদি জানেন না কোন অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে সমস্যা তৈরি করছে, তবে হান্টার মোড ব্যবহার করে সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন। এটি একটি অসাধারণ ফিচার, বিশেষ করে যখন আপনি একটি নির্দিষ্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিয়ে সমস্যায় পড়ে থাকেন।

. অ্যাডভান্সড স্ক্যানিং/রেজিস্ট্রি ক্লিনিং

অন্য একটি দারুণ ফিচার হলো এর অ্যাডভান্সড স্ক্যানিং ক্ষমতা। সফটওয়্যার ইনস্টলেশনের পর তা কেবল ফাইল রেখে যায় না, রেজিস্ট্রিতে এন্ট্রি করে। রেভো আনইনস্টলার আপনার রেজিস্ট্রিও স্ক্যান করে এবং অবাঞ্ছিত এন্ট্রিগুলো মুছে দেয়। 

. ব্রাউজার ক্লিনার

এটি শুধু সফটওয়্যার মুছতেই নয়, এটি ব্রাউজারের ক্যাশে এবং অবাঞ্ছিত ডাটা মুছতে সাহায্য করে।

 

তো কিভাবে Revo Uninstaller ব্যবহা করবেন?

/ প্রথমে সফটওয়্যারটি নিচে দেয়া লিঙ্ক থেকে ডাওনলোড করুন। (ক্র্যাক ভার্সনেরও টেলিগ্রাম লিঙ্ক দেয়া আছে)

/ এরপর এটি ওপেন করলে আপনি আপনার পিসিতে ইন্সটল করা সমস্ত সফটওয়্যারগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। যে সফটওয়্যারটি মুছে ফেলতে চান, সেটি সিলেক্ট করে আনইনস্টল বাটনে ক্লিক করুন।

রেভো আপনাকে তিনটি অপশন দেবে: বিল্টইন, সেফ এবং অ্যাডভান্সড। অ্যাডভান্সড মোড বেছে নিলে এটি ডিপ স্ক্যান করে সমস্ত অবশিষ্ট ফাইল মুছে দেবে, তবে ডিফল্ট রাখাই ভালো/সেফ

 

 

ডাওনলোডঃ

Original

 

Crack/Pre-Activated

 

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

25 thoughts on "Windows এর সফটওয়ার Uninstall করার সেরা/শ্রেষ্ট পদ্ধতি + যে কারনে আমাদের কম্পিউটার স্লো হয় ও C ড্রাইভ ফুল হয়"

  1. Avatar photo BIPLOB Contributor says:
    invalid download link
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      fixed
  2. Avatar photo KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    বেস্ট একটা Uninstall করার সফটওয়্যার। অনেক আগে থেকে ব্যবহার করি
  3. Avatar photo Ayon Da Contributor says:
    orginal tar link kaj kore na j?
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      Fixed

      Thanks for Notice

  4. Avatar photo Ayon Da Contributor says:
    passwerd ki?
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      raiyanmodspc…..deyai to ase
  5. Iobit Uninstaller টা বেস্ট আমার মতে। ইউজার ইন্টারফেসও অনেক সুন্দর।
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      Revo: Powerful + Easy + Hunter Mode + deep Scanning
  6. Avatar photo Abubokor Rio Contributor says:
    What do you think about iObit Uninstaller?
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      Revo: Powerful + Easy + Hunter Mode + Deep Scanning + Little Better Privacy than Iobit
  7. Avatar photo Saimum Raihan Author says:
    IObit uninstaller is more user friendly and powerful, which is #1 ranked uninstaller in the world…last 3 yr theke use korchi….majhkhane revo & wise use korechilam….kintu Iobit best…!!
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      For only Software Uninstallation: Revo: Powerful + Easy + Hunter Mode + Deep Scanning + Little Better Privacy than Iobit
    2. Avatar photo Mohammad Hasan Contributor says:
      IObit uninstaller ki free?
    3. Avatar photo Saimum Raihan Author says:
      Kokhonoi na…Revo kkhnoi better privacy na… Deep scanning beshi power ar privacy er dik theke always Iobit uninstaller shera….I’ve used both…I know very well…!! Kon dik theke privacy er dik theke Revo better explain koren…!!
  8. cawen82950 Subscriber says:
    Good but ai gen pic deyar ki dorkar
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      ekto attractive lage
    2. cawen82950 Subscriber says:
      Khet lage vai
  9. SA Shuvo Sheikh Contributor says:
    কন্টেন্ট এর অভাব নাকি?
    সামান্য বিষয়েও পোষ্ট করা লাগে?

    আর এটা কি একটু বেশি বললেন না?
    ➡️ https://prnt.sc/w-GQt6WPtppi

    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      ১। আপনে জানেন মানে কী সবাই জানে, আগে প্রাইভেসি/সিকিউরিটি/এন্টি-সারবেইলেন্স বোঝেন!
      ২। ম্যাক্সিমাম প্রফেশনাল কম্পিউটার ইউসারই এই ব্যাপারে জানেনা
      ৩। বেশি না, নিজে কখনো দেখেন নাই (হয়তো আজীবন ক্র্যাক ইউস করেন) তার মানেই কি এটা মিথ্যা বা বাড়াবাড়ি/বেশি বলা??
  10. SA Shuvo Sheikh Contributor says:
    ট্রায়াল রিসেট হয়না এটা দিয়ে। এটা বেশি বললেন।
    একটু জেনে বুঝে পোষ্ট করবেন ।
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      deep scan e dekhsen…..win7 e cs6 maybe chilo dekhei bolsi (sobar ek rokom nao hote pare)…..3 year use er por post korlam
  11. Avatar photo Shahed Noor Author says:
    That’s great!
    But try to add the version number of software in the post as well.
    1. Avatar photo Mohtasin Nur Raiyan Author Post Creator says:
      Given in TG

Leave a Reply