আমরা এখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে
বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রকাশ করছি, অনেকেই
ফটোগ্রাফি সাইট করছি। কিন্তু প্রধান সমস্যা হল
মুহূর্তের মধ্যে তা অন্য কেউ কপি করে আবার নিজের মত
করে ফেসবুকে বা নিজের সাইটে প্রকাশ করছে। এটা
ঠেকানর উপায় কি? আমি একটি ওয়ার্ডপ্রেস প্লাগিনের
সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা ওয়েবসাইট কপি হওয়া
থেকে রক্ষা করবে। “CopyProof Website” নামের এই
WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। এটা
মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং
স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।
ওয়ার্ডপ্রেস প্লাগিনের বিশেষত্ব
@ মাউস ড্রাগ করে লেখা সিলেক্ট করে কপি করা
যাবে না।
না।
@ Ctrl+a, Ctrl+c, Ctrl+x, এবং Ctrl+v এর কার্যকারিতা বন্ধ
হবে।
@ মাউসের রাইট ক্লিক দিয়ে ছবি Download এর জন্য যে
Save Image অপশন আসে, তা বন্ধ হবে।
@ Ctrl+u অথবা F12 কী ব্যবহার করে সোর্সকোড দেখা
যাবে না। (তবে বাংলা লেখার সফটওয়্যার অভ্র চালু
থাকলে তা অন/অফ করতে সমস্যা হবে না)
ছবিভিত্তিক ওয়েবসাইট বা লেখাভিত্তিক
ওয়েবসাইটের জন্য এই প্লাগিন কাজে লাগবে। SEO
র্যাঙ্কিং নিয়ে সমস্যা হবে না, কারন সার্চ ইঞ্জিন
আপনার ওয়েবসাইটের লেখা পড়তে পারবে।
তবে হ্যাঁ, অত্যন্ত দক্ষ কেউ (হ্যাকার?) অবশ্যই এটা
বাইপাস করে ওয়েবসাইটে লেখা কপি করতে পারবে –
যদিও সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব না, ৯৯.৯৯%
মানুষ তা পারবে না। সাধারণ কেউ ছবির স্ক্রিনশট
নিলেও তা 72 DPI হবে, 300 DPI নয়। অর্থাৎ ইমেজ
কোয়ালিটি অরিজিনাল হবে না।
সম্পূর্ণ ক্রেডিটঃRatul (SomaiBD.Com)
ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।
নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।
7 thoughts on "এখন আপনিও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লেখা ও ছবি Copy Proof করুন BY Ratul Dx"