সবাইকে সালাম জানিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম
ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়াপকা খুবই ভালো এবং এর কাজ অনেক সহজ। তাই বেশিরভাগই আমরা ওয়াপকা ব্যবহার করি,তাছাড়া ওয়াপকা ১০০% ফ্রি তাই আরো সুবিধা।কিন্তু সম্প্রতি ওয়াপকাতে কিছু সমস্যা দেখা দিচ্ছে।এর মধ্যে ডোমেইন সমস্যা সবার ওপরে। কারন প্রায় ৫-৭ মাস হবে এই সমস্যা। অনেকেই এটা ঠিক করতে পেরেছে আমার আগের পোস্ট দেখে। কিন্তু এই নিয়মটা এখন আর কাজ করে না। তাই আজ আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন।
প্রথমে Cloudflare.Com এ যান (ক্রোম অথবা ডিফল্ট ব্রাউজার দিয়ে)। তারপর সাইনআপ করুন
সাইন আপ করার পর দেখতে পাবেন Add New Site ওখানে আপনার ডোমেইন টা দিয়ে (www, http:// ছাড়া) Scan DNS এ ক্লিক করুন
তারপর দেখবেন স্ক্যান হচ্ছে। কিছুক্ষন অপক্ষা করুন।স্ক্যান শেষ হলে Continue ক্লিক করুন
তারপর আপনাকে দইটি রেকর্ড তৈরি করতে হবে
রেকর্ড গুলো হলো A এবং CNAME
Record A – Value: @ – IP: 70.39.184.113
Record CNAME – Value: www – IP: আপনার ডোমেইন
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখুন
রেকর্ডস তৈরি করার পর Continue ক্লিক করুন
তারপর Free Website Select করে আবার Continue ক্লিক করুন
এবার ওরা আপনাকে দুইটা DNS দিবে এগুলো আপনার ডোমেইন এর ওয়াপকা DNS এর যায়গায় বসাতে হবে।
এগুলো বসালেই ডোমেইন ঠিক হয়ে যাবে।আমি এখানে Freenom এ কিভাবে DNS Change করবেন এটা দেখাবো।কারন আমরা বেশির ভাগই ফ্রি ডোমেইন ব্যবহার করি।অন্যরা শুধু আপনাদের Domain এর Cpanel এ গিয়ে DNS গুলো বদলে দিন তাহলেই হবে।
Freenom এ যেভাবে করবেনঃ
প্রথমে Freenom এ যান,আপনার আইডি লগইন করুন এবার নিচের ছবি গুলো দেখুন
…
…
…
আমাদের কাজ শেষ ডিএনএস সেট করার ১-২৪ ঘন্টার মধ্যে ডোমেইন ঠিক হয়ে যাবে।অনেক কষ্ট করে টিউটোরিয়ালটা তৈরি করেছি, তাই কপি করলে আমার সাইটকে ক্রেডিট দিবেন।আশা করি সবার ডোমেইন ঠিক হবে তাই সবার কাছে অনুরোধ আমার ফেইসুক পেজে প্লিজ একটা লাইক দিবেন। লাইক দিতে এখানে ক্লিক করুন সবার কমেন্ট আশা করি।
হয়েছে ।
এখন screen lock খোলা যায়না ।কি করা যায়
কেও পারলে একটু বলেন।please….
thanks a lot
তবুও ধন্যবাদ