ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন কারনে আমাদের তারিখ ও সময় প্রদর্শন করতে হতেই পারে। একটি প্লাগিন ব্যবহার করে খুব সহজে আমরা তা করবো। “Current Date and Time” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। মাত্র কয়েক কিলোবাইটের হাল্কা প্লাগিন – কোন বাড়তি হোস্টিং স্পেস যে খরচ হয়েছে, আপনি তা টের-ই পাবেন না।
Click here for download Plugin
ব্যাবহার:- আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Current Date and Time প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।
প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব
যেকোন ধরনের WordPress সাইট বা ট্রিকবিডির অরজিনাল টিম দিয়ে সাইট বানাতে চাইলে যোগাযোগ করুন 01785829489
রেজিস্ট্রেশন করলেই Author
রেজিস্ট্রেশন করলেই Author
রেজিস্ট্রেশন করলেই Author