আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।
আমিও আছি ভাল।
আজ আপনাদের যে ট্রিকটা দেখাব ওটা খুব সহজ এবং মজার একটি ট্রিক।

আমরা সাধারণত জানি ফোনে শুধু এক জায়গায় টাচ করা যায়।কিন্তু এই ট্রিকের মাধ্যমে আপনার ফোনে একসাথে দুইজায়গায় টাচ করতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজে আসি।

যা যা লাগবে

♦রুটেড এন্ড্রয়েড
♦Root Explorer এপ্স

♦আপনার Rom এর ব্যাকাপ রাখলে ভাল হয়।
তো চলুন শুরু করা যাক।

→প্রথমে Root Explorer এপ্সটি ওপেন করুন।
→রুট পারমিশন চাইলে পারমিট দিয়ে দিন।
→এবার Sdcard থেকে System/folder এ যান।

→এবার ওখান থেকে Build.prop ফাইল খুজে বের করুন।

→এবার Build.prop ফাইলের উপর Long press করুন।

→যে পর্দা আসবে,ওখান থেকে Text Editor এ ক্লিক করুন।

দেখবেন কোড ইডিটরের মত একটি পর্দা আসবে।

ওখানে সবার নিচে নিচের কোড গুলো পেস্ট করুন।

ro.product.multi_touch_enabled=true<br /><br />
ro.product.max_num_touch=2

এবার Save করে বেরিয়ে আসুন।
ফোন রিস্টার্ট দিন।দেখুন তো কাজ হল কিনা। ☺☺

♠♠কোন সমস্যা হলে কমেন্ট করুন।

11 thoughts on "দেখে নিন কিভাবে আপনার Android এ মাল্টি টাচ এক্টিভ করবেন। এখন দুই আঙ্গুল দিয়ে একসাথে ফোন ইউজ করতে পারবেন। (With SShot)"

    1. Mj hridoy Subscriber says:
      যে সকল Contributor রা, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → Tipshurry.cf
      রেজিস্ট্রেশন করলেই author
    2. ★ jubaer hasan raj ★ Subscriber says:
      oi bada tor kono kam nai?
  1. shihab Subscriber says:
    ভাই মাল্টিটাচ দিয়ে কি হয়।
  2. shohag hussain Subscriber says:
    যে সকল Contributor রা আমার মতো, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → Tipsall30.ml রেজিস্ট্রেশন করলেই Author
    1. ★ jubaer hasan raj ★ Subscriber says:
      tor kono kam nai
    2. shohag hussain Subscriber says:
      দুর বাল
  3. oanchingpong Contributor says:
    ভাই phoner tu যে খানে মনচায় সেখানেই click। করা যায়….
  4. TARIIKUL Contributor says:
    Baje post ami try kore dakhlam hoyna poroi faul
  5. Shunno.Nj Contributor says:
    Rom Backup Kivabe Rakhbo Adnan Shuvo ভাই??

Leave a Reply