ওয়ার্ডপ্রেস এর লগিন প্যানেল কেন, যত ওয়েবসাইটের লগিন প্যানেল আছে সব জায়গার পাসওয়ার্ডের ফিল্ডের কন্টেন্ট হাইড থাকে। আমরা যখন পাসওয়ার্ড টাইপ করি তখন *** এরকম চিহ্ন দেখতে পাই। অনেক ওয়েবসাইট আবার আপনাকে *** এর বদলে আপনাকে পাসওয়ার্ড দেখার সুবিধা দিয়ে থাকে। তো আমরা একই সুবিধা দিবো আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে।
ধাপ ১: প্রথমেই এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস hideShowPassword প্লাগিনটি ইন্সটল করুন। তারপর সেটি একটিভেট করুন। (অন্যন্য প্লাগিনের মতই জাস্ট ইন্সটল করে চালু করুন।
ধাপ ২: এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ হতে লগআউট হবার পালা।
ধাপ ৩: লগ আউট হবার পর লগিন পেজে যান। লগআউট হতে না চাইলে অন্য ব্রাউজার দিয়ে লগইন পেজে যান।
ধাপ ৪: তারপর পাসওয়ার্ড ফিল্ডের ডানে একটি নতুন আইকন দেখতে পাবেন সেটিতে ক্লিক করে পাসওয়ার্ড টাইপ করা শুরু করুন তাহলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন। একই আইকনে আবার ক্লিক করলে পাসওয়ার্ডটি আগের মত হাইড অবস্থায় দেখতে পাবেন।
enable-show-password-option-in-wordpress ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড দেখানোর অপশন যুক্ত করুন
সাধারণত পাসওয়ার্ড ভুল টাইপ করলে আনুমানিক নব্বই শতাংশ মানুষ পুরো পাসওয়ার্ডটুকু মুছে দিয়ে নতুন করে টাইপ করে। কিন্তু এই প্লাগিন ব্যবহারের ফলে পুরো পাসওয়ার্ড মুছতে হবে না। কারন আপনি তো পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন। ফলে ভুলটা সংশোধন করতে পারবেন।
যে কোন ডিজাইনের বা ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট খুব কম টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।
4 thoughts on "আপনার WordPress সাইটের পাসওয়ার্ড দেখানোর অপশন যুক্ত করুন সহজেই"