আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি। আবারও অনেকদিন পর নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশাকরি আপনাদের ভালই লাগবে।
Video Player হিসাবে Mx Player এর জুড়ি নেই। কিন্তু এর মূল সমস্যা হলো এতে AC3 অডিও ফরম্যাট প্লে হয়না। এখন চলুন দেখি কীভাবে এই সমস্যা টি দূর করা যায়।
১/প্রথমে নিচের থেকে file টি ডাউনলোড করে নিন।
★ aio 1.7.32 Codec [file Size=38.3 MB]
২/এখন Mx Player এ যান এবং অপশন বাটন এ চাপুন। তারপর মেনু থেকে setting সিলেক্ট করুন।
৩/এখন Decoder অপশনটি সিলেক্ট করে, একদম নিচে গিয়ে Custom Codec নামক অপশনটিতে ক্লিক করুন এবং ডাউনলোড করা ফাইলটি যে Folder রেখে ছিলেন ঐখান থেকে ফাইলটি সিলেক্ট করুন। না বুঝলে নিচের Screenshot ফলো করুন
৪/নিচের মত লেখা আসলে ok ক্লিক করুন।তারপর Mx player রিস্টার্ট হবে।
এখন যেকোন AC3 ফরম্যাট এর ভিডিও প্লে করুন এবং ভিডিও মোড s/w তে রাখুন।আশা করি কাজ করবে।পোস্টটি কেমন লাগল বা আপনার সমস্যা কমেন্ট এ জানাবেন।
আজ এ পর্যন্ত আবার ইনশাআল্লাহ্ নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। খোদ হাফেজ
4 thoughts on "★আপনার Mx Player এ কি AC3 ফরম্যাট এর অডিও প্লে হচ্ছেনা। তাহলে এখন-ই নিয়ে নিন ১০০% কার্যকরী সমাধান★"