অনেকে জানতে চান ফেসবুক পেজ ভেরিফাই
করা সম্পর্কে !! আজকে আমরা এই নিয়ে বিস্তারিত
জানবো ।
প্রথমত প্রশ্ন হচ্ছে ভেরিফাই টা কি ?
এটা দ্বারা আসলে বুঝা যায় এই ফেসবুক পেজটি ঐ
ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নিজস্ব ফেসবুক পেজ ।
কারণ জনপ্রিয় ব্যক্তি বা ব্র্যান্ডের ফেসবুকে একাধিক
পেজ থাকায়, কোনটা আসল
এটা আসলে বোঝা কঠিন, এজন্য ফেসবুক এই ফিচার চালু
করে। পেজটি ভেরিফাই কিনা বোঝার জন্য
পেজটির নামের পরেই সাদা-নীল টিক চিহ্ন
দেওয়া থাকে ।
নিচের চিত্রে দেখুন জাফর ইকবাল স্যারের ফেসবুক
পেজটি ভেরিফাইড।
ভেরিফাই করার পদ্ধতিঃ
ফেসবুক পেজে অফিসিয়াল ওয়েব এড্রেস যোগ
করা এবং সেই ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের
লিঙ্ক রাখা ।
প্রোফাইলে অফিসিয়াল ওয়েবের ডোমেইনের ই-
মেইল ঠিকানা যোগ করা এবং ঐ ই-মেইল ভেরিফাই
করা ।
“About The Page” অংশটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ পূরণ
করা ।
সর্বোপরি পেজের ভিজিটর, ফলোয়ার, লাইকার
অনেক বেশি থাকতে হবে ।
এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার পেজ ভেরিফাই
হবে এমন নিচ্চয়তা নয়, তবে ফেসবুক কে জানালে তারা
পর্যবেক্ষণ করে জানাবে ।
(কারণ এটি বিশেষ বিশেষ পার্সনদের অফিসিয়াল
তবে ধীরে ধীরে তারা পরিধি বাড়াবে জানায়)
ধন্যবাদ সবাইকে ।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com
ফটোভেরিফাই ঠিক
করে দেই তাই আর
দেরি না করে কল
করুন ০১৭০৪২২৯১৩৫
.
নাম্বারটা সেভ রাখেন
পরে হয়তো কাজে
লাগবে,,,, তা না হলে
পরে পস্তাবেন?????