প্রাথমিক আলোচনা:


মরা যারা স্মার্ট ফোন ইউজ করি,তাদের প্রায় সবারই গেইমের প্রতি আসক্তি আছে।
হোক সে কম মাত্রার অথবা মাত্রাতিরিক্ত!
শুধু স্মার্ট ফোন ই না।
অন্যান্য স্মার্ট ডিভাইসগুলোর ইউজারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
তবে অনেকেরই আবার গেইমের প্রতি বিতৃষ্ণা রয়েছে।
সে যাইহোক,
আলোচ্য বিষয়ে আসি।
আমি ২০১১ থেকেই এন্ড্রয়েড ট্যাব ইউজ করি।
আর আমি মূলত এন্ড্রয়েড ইউজ করি গেমিং এর জন্য।
কিন্তু এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি,
এই পর্যন্ত খেলা গেইমগুলোর কয়েকটা ছাড়া আর অন্যগুলো ভালো লাগেনি।
মার্কেটে টপ লিস্টে থাকা গেইমগুলোর বেশিরভাগই আমার ব্যক্তিগত অপছন্দ।
অনেকেই ক্লাশ অব ক্ল্যানস খেলে নিজেকে গেমার দাবি করেন!
(হাস্যকর মনে হয়!)
আমি কয়েকমাস খেলে ছেড়ে দিয়েছি খেলা।
একধরণের আসক্তি জন্মে গিয়েছিলো CoC এর প্রতি।
তাই……..।
বাদ দিই এসব।
এমনিতেই আজকের পোষ্ট একটু বড়সড় হবে।
এপর্যন্ত যতগুলো এন্ড্রয়েড ফুটবল/সকার গেইম মার্কেটে এসেছে,তার বেশিরভাগই বাজে গ্রাফিক্স ও গেইমপ্লের কারণে খেলতে ইচ্ছে করেনা।
কিন্তু GameLoft/EA এর মতো বড় বড় কোম্পানির গেইমগুলো বরাবরই একটু ভালোমানের হয়।
তবে এই গেইমগুলো এন্ড্রয়েডে খেলতে গেলে ভালো কনফিগারেশনের এন্ড্রয়েড ডিভাইস প্রয়োজন।
তার উপর আবার EA এর FiFa সিরিজের গেইমগুলোতে এখন আবার ডাটা কানেকশন লাগে।
যেটি অনেক ব্যয়বহুল ও বিরক্তিকর।
এইদিক দিয়ে আমার মতে GameLoft এর Real Football সিরিজের গেইমগুলো অনেক ভালো।
তবে গেইমের সাইজ,গ্রাফিক্স,গেইমপ্লে,কন্ট্রোল সবকিছুর বিচারে বর্তমানে FirstTouch এর Dream League Soccer ই বেস্ট।
Dream League Soccer এর আবার তিনটি Edition এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়।
Dream League Soccer,Drem League Soccer 2016 ও Dream League Soccer 2017.
এই তিনটি এডিশনের মাঝে আবার Device Compatibility এর হিসেবে Dream League Soccer এর প্রথম এডিশনটিই সেরা।

Dream League Soccer সম্পর্কে একটু আলোচনা করা যাক:–


স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স এর জন্য এরচেয়ে ভালো ফুটবল গেইম আর হয়না।
গ্রাফিক্স ও গেইমপ্লে ও খারাপ না।
তবে গ্রাফিক্স অন্য দুটি এডিশনের তুলনায় একটু নিচুস্তরের হলেও গেইমপ্লের দিক দিয়ে এটিই সেরা!
আর এই এডিশনের সবচেয়ে বড় সুবিধা হলো,
এই গেইমে সেই পেলে-ম্যারাডোনার আমলের প্লেয়ার থেকে শুরু করে কাকা,মেসি,রোনালদো,নেইমার….. সহ সব প্লেয়ার এভেইলেবল।
ডিভাইস যদি ভালো কনফিগারেশনের না হয়,
তাহলে এই গেইম আপনার জন্য পারফেক্ট।
৫১২ এমবি র‍্যাম ও ডুয়াল কোর ১.২ গিগাহার্জ ক্লক স্পিডের প্রসেসর এর ডিভাইসে একদম স্মুথলি খেলা যাবে।
কম হলেও অসুবিধে নেই।
চেষ্টা করে তো দেখতে পারেন!
তবে অনেক ডিভাইসে এই গেইম খেললে এন্ড্রয়েড ডিভাইস গরম হয়ে যায়।
ফলে ডিভাইস হ্যাং এর মত সমস্যা দেখা দেয়।
এরকম অবস্থা দেখা দিলে গেইমটি আর খেলার চেষ্টা না করাই উত্তম।

এবার আসি Dream League Soccer 2016 প্রসঙ্গে:–


Dream League Soccer এর দ্বিতীয় এডিশন Dream League Soccer 2016।
Dream League Soccer 2017 রিলিজের আগ পর্যন্ত গ্রাফিক্স এর বিচারে এটিই FirstTouch এর সেরা গেইম ছিলো।
সর্বপ্রথম 250 এমবির চেয়ে কম ডাটার গেইমে Real Player দেখতে পেয়েছি এই গেইমটিতে।
তাছাড়া,
এই এডিশনে অনলাইন প্লেয়িং ফিচারও এড করা হয়েছিলো।
তাই মোটামুটি পারফেক্ট ই বলা চলে।
তবে কিছুটা সীমাবদ্ধতা অবশ্য এই গেইমের ও ছিলো।
যেমন:
এই এডিশনে Reply দেখার সময় পর্যাপ্ত পরিমানে Zoom করা যেতো না।
ফলে ছোট স্ক্রিনের এন্ড্রয়েড ডিভাইসগুলোতে প্লেয়ারদের চেহারা তেমন একটা বুঝা যেতো না।
আর এই এডিশনে গেইমের Brightness এবং Contrast একটু কমই ছিলো।
ফলে গেইম খেলার সময় আলো আঁধারের খেলা চলতো।
কিন্তু আবার কিছু দিক দিয়ে Dream League Soccer 2017 এর চেয়ে এটি সুবিধাজনক ছিলো।
যেমন:
Dream League Soccer 2016 এ প্লেয়ারদের চেহারায় একটা বাস্তবিকতার ছোঁয়া ছিলো।
যেটি Dream League Soccer 2017 তে নেই।
এই গেইম আপনি Quad Core প্রসেসর যুক্ত 512 Ram এর ফোনগুলোতে পারফেক্টলি খেলতে পারবেন।
যেমন:
Symphony W69Q
তবে Samsung এর অনেক ডিভাইসে 1GB Ram নাহলে Smoothly খেলতে পারবেন না।
যেমন:
J100H.
কারণ:
স্যামসাং এর ডিভাইসগুলোতে বেশিরভাগ সময় Dual core প্রসেসর ইউজ করা হয়।
যা এই গেইম লোড করার জন্য পর্যাপ্ত পারফর্মেন্স দিতে পারেনা।
ফলে গেইম খেলার সময় মাঝখান থেকেই হঠাৎ করে বের হয়ে যায়।

এবার আসি Dream League Soccer 2017 প্রসঙ্গে:–


Dream League Soccer 2017 যেহেতু Dream League Soccer এর সর্বশেষ সংস্করণ।
সেহেতু নিশ্চয় এটিই হবে এই সিরিজের সবচেয়ে ভালো গেইম।
হ্যাঁ।
এখনো পর্যন্ত Dream League Soccer 2017 ই FirstTouch এর সেরা গেইম।
এমনকি ইন্টারনেটে এ পর্যন্ত যতগুলো এন্ড্রয়েড ফুটবল গেইম রয়েছে,
সামগ্রিক হিসেবে সেসব গেইমের চেয়ে এটিই শতগুনে ভাল একটি গেইম।
এই গেইমের গ্রাফিক্স সম্পর্কে বলার কিছুই নেই।
না খেললে জীবনেও বুঝতে পারবেন না এই গেইমের মজা!
এ গেইমের কন্ট্রোল ঠিক আগের মতই।
কন্ট্রোলে কোনো পরিবর্তন আনা হয়নি।
তবে প্লেয়ারদের চেহারা একটু সুন্দর করা হয়েছে।
কিন্তু সুন্দর করতে গিয়ে বেশি উজ্জ্বলতা দেয়ায় চেহারা কেমন যেনো একটা রোবট রোবট ভাব চলে এসেছে।
লিকুইড ফ্লো গ্রাফিক্স এর মজা এই গেইমে আর পেলাম না।
তবে মাত্র 328.2 এমবির গেইমে এরচেয়ে বেশি কিছু আশা করলে আঙুল চোষা ছাড়া আর কিই বা করার আছে?
Dream League Soccer 2017 এ রিপ্লে দেখার সময় অনেক বেশি জুম করা যায়।
যা প্রয়োজনের অতিরিক্ত বলেই আমি মনে করি।
তবে জুম করে প্রিয় খেলোয়াড়গুলোর চেহারা দেখাতেও একটা আনন্দ কাজ করে।
যেটি আপনি না খেললে বুঝবেন না।



সে যাইহোক,
এবার সংক্ষেপে গেইমের কিছুটা রিভিউ দেয়ার চেষ্টা করছি।

Dream League Soccer 2017 রিভিউ:–


ড্রিম লিগ সকার ২০১৭ এর ইউজার ইন্টারফেস অত্যন্ত ভালো।
একেবারে স্মার্ট ডিভাইসের জন্য স্মার্ট গেইম বলতে যা বুঝায় আর কি!
গেইমে রয়েছে কয়েকটি ইংলিশ ট্র‍্যাক (গান)।
গানগুলো শুনতে খারাপ না।
তবে কিছুদিন শোনার পর একঘেয়েমি এসে যায়।
তাই এখন Music Volume একদম কমিয়ে রেখেছি।
আপনার ভালো লাগলে গেইম সেটিং থেকে বাড়িয়ে নিতে পারেন।
গেইমের মেইন পেইজের স্ক্রিনশট:-

মেন পেইজ থেকেই তো আপনি এপস/গেইমস এর যাবতীয় সব ফাংশনে প্রবেশ করতে পারবেন।
তো চলুন,
Dream League Soccer 2017 এর মেইন পেইজ থেকেই আজকের টিউটোরিয়াল শুরু করি।
প্রথমেই দেখা যাচ্ছে,
New Fixture লিখা একটি ঘরে দুটি লোগো দেয়া।
এখান থেকে আপনি পরবর্তী ম্যাচ চালু করতে পারবেন।
অর্থাৎ,
গেইমের শুরু এখান থেকেই!
এখানে ক্লিক করলে আপনাকে ম্যাচ এ অংশ নেয়া দুই দলের একাদশ দেখাবে।

আপনি চাইলে আপনার টিমের একাদশের উপর ক্লিক করে আপনার একাদশ ইচ্ছেমত সাজিয়ে নিতে পারেন।

তারপর ডানপাশ থেকে প্লে বাটনে ক্লিক করে ম্যাচ স্টার্ট করে খেলতে থাকুন।
মেইন পেইজ এ New Fixture এর নিচে দেখবেন Transfer লিখা আরেকটি বাক্স আছে।
ওটাতে ক্লিক করে আপনি চাইলে মার্কেটে Available সব প্লেয়ার কিনতে পারবেন।
তবে ইচ্ছেমত কিনতে পারবেন না।
শুধুমাত্র গেইমের মার্কেটে যেসব প্লেয়ারদের নিলামে তোলা হয়েছে তাদেরই কিনতে পারবেন।
তবে Show Unavailable অপশন চালু করে আপনি চাইলে সব প্লেয়ারদের প্রোফাইল দেখতে পারবেন।
আর আপনার যদি নির্দিষ্ট ক্যাটাগরির প্লেয়ার দরকার হয়,
তাহলে শুধুমাত্র উপরে থাকা GK,DEF,MID,ATT তে ক্লিক করে যথাক্রমে গোলকিপার,ডিফেন্ডার,মিডফিল্ডার ও অ্যাটাকার/স্ট্রাইকার/ফরওয়ার্ড কিনতে পারবেন।

আবার এই পেইজের একদম নিচে ডান কর্নারে Sell Player লিখা একটি বাটন দেখতে পাবেন।
ঐ বাটনে ক্লিক করে আপনি আপনার টিমে থাকা প্লেয়ারদের বিক্রি করে দিতে পারবেন।
তবে সবসময় ভালো দামে বিক্রির চেষ্টা করবেন।
প্রতি গেমিং সপ্তাহে (প্রতি ম্যাচের পর) দাম কম-বেশি হয়।
তখন বিক্রি করলে লাভবান হবেন।

এখন আবার মেইন পেইজে ফিরে আসি।
মেইন পেইজের ডানদিকে দেখবেন Dream League Online নামে আরো একটি বক্স আছে।
ওখান থেকে আপনি অনলাইনে/ওয়াইফাই/ব্লুটুথ দিয়ে অন্যদের সাথে ম্যাচ খেলতে পারবেন।
সুতরাং,
বুঝতেই পারছেন,এটি একটি মাল্টিপ্লেয়ার গেইম!

আবার সেই মেইন মেনুতেই আসুন।
মেইন মেনুর একেবারে ডান কোণায় আছে My Club নামের বক্স।
এই বক্স থেকেই আপনি আপনার গেইমের সবকিছু কাস্টমাইজ করতে পারবেন।
চাইলে আপনার টিমকে বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,চেলসি,পিএসজি ইত্যাদি টিমে রূপান্তরিত করতে পারবেন।
খুব মজার!
তাই না?

এখানে আপনি পাবেন,
Dream FC Stadium,Development,Statistics,Objectives,Customise Team ও Training অপশন।
এখানে আপনি Dream FC Stadium থেকে আপনি গেইমের স্টেডিয়ামকে কাস্টমাইজ করে আপনার মনোমতো করে তৈরি করতে পারবেন।
সাথে আবার দর্শক ধারণক্ষমতা ও নির্ধারিত করে দিতে পারবেন!
Development অপশন থেকে আপনার টিমের প্লেয়ারদের Skills বাড়াতে পারবেন।
অর্থাৎ,
তাদের খেলার ক্ষমতা বাড়াতে পারবেন।
স্কিল সর্বোচ্চ ১০০ পর্যন্ত বাড়াতে পারবেন।
ফলে এখন আর আপনার টিমকে কেউই হারাতে পারবেনা।
স্বাভাবিক অবস্থায় এই গেইম খেলা খুব কঠিন।
কিন্তু প্লেয়ারদের ডেভেলপ করলে তুলনামূলকভাবে সহজ ও সুন্দর স্কিলে এই গেইম খেলা যায়।
তবে প্রতি Game Week (এক ম্যাচ পরপর) এ মাত্র তিনবার করে প্লেয়ার ডেভেলপ করা যায়।
তাও আবার অনেক বেশি কয়েন খরচ করে!
এ যে এক কঠিন প্যারা,তা গেইম খেললেই বুঝবেন।
তবে সমস্যা নাই।
নিচে হ্যাকিং ট্রিক দেয়া আছে।
“গেইমের সবকিছু এখন আপনার হাতের মুঠোয়!”
যাইহোক,
আবারো My Club এ ফিরে আসি।
এখানে আরো যেসব অপশনগুলো পাবেন,সেগুলো দিয়ে যথাক্রমে করতে পারবেন……….
Statistics এ আপনি পাবেন চলতি সিজনে আপনার টিম ও প্লেয়ারদের পারফরমেন্স সহ লিগে খেলা সকল প্লেয়ারদের বেস্ট পারফরমেন্স।
Goal ও Assist এর ভিত্তিতে আলাদাভাবে Top 12*2=24 জন প্লেয়ার থাকবে এই লিস্টে।
এই পরিসংখ্যান আপনাকে গেইমে ভালো খেলতে উৎসাহিত করবে।
যাতে অন্য টিমের প্লেয়ারদের টপকে যেতে পারেন।
এখান থেকে আপনি সাম্প্রতিক খেলা ম্যাচগুলোর Results সহ আগামীতে যে ম্যাচগুলো হবে,
সেগুলোর Schedules ও দেখতে পারবেন।





Statistics তো গেলো,
এবার আসি Customise Team এর বিষয়ে।

গেম পাগলাদের জন্য এটি খুব ভালো একটি ফিচার।
বিশেষ করে বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,ম্যানইউ ইত্যাদি ক্লাব যারা সাপোর্ট করেন,
তাদের জন্য উপযুক্ত একটি ফিচারই বলা যায়।
কারণ,
এখান থেকে আপনি আপনার টিম ও প্লেয়ারদের কাস্টমাইজ করে বিভিন্ন দলে পরিণত করতে পারবেন।
যেমন:
ধরুন,আপনি আপনার বর্তমান টিমকে রিয়াল মাদ্রিদে পরিণত করতে চান।
তাহলে আপনার কি কি করা লাগবে?
প্রথমে আপনাকে বর্তমান ক্লাবের লোগো পরিবর্তন করতে হবে।
যেটি Customise Team এ ঢুকলে Edit Logo অপশন থেকে লোগো তৈরি/পরিবর্তন করে খুব সহজেই করতে পারবেন।


দ্বিতীয়ত আপনাকে টিমের জার্সির ডিজাইন পরিবর্তন করতে হবে।
এটিও আপনি Edit Kit থেকে করতে পারবেন।
আপনার পছন্দমত রঙ ও বাহারি ডিজাইনের সাহায্যে অবিকল প্রায় যেকোনো টিমের জার্সি ই তৈরি করে নিতে পারবেন।
গোলকিপারের জন্য আলাদা জার্সি নির্বাচনের সুযোগ তো আছেই।
তাছাড়া,
টিমের জন্য ও তিনটি জার্সি (Home,Away ও Third……) নির্ধারণ করে রাখার সুবিধা আছে।

একটি নির্দিষ্ট টিম তৈরি করতে এবার আপনাকে আরো তিনটি কাজ করতে হবে।
সেগুলো হলো,
টিমের নাম পরিবর্তন,প্লেয়ারদের জার্সি নম্বর নির্ধারণ ও নির্দিষ্ট প্লেয়ার বাছাইকরণ।
আপনি Edit Team Name থেকে খুব সহজেই নাম পরিবর্তন করে নিতে পারবেন।
Edit Player থেকে পারবেন জার্সি নাম্বার ও বুটের কালার পরিবর্তন করতে।
সর্বশেষ প্লেয়ার বাচাই/কিনতে পারবেন মেইন মেনুতে থাকা Transfer মেনু থেকে।
যদি এসব কাজ সফলভাবে করতে পারেন,
তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত দল তৈরিতে শতভাগ সফল হবেন বলেই আশা করা যায়।

ডাউনলোড ও ইন্সটল:–


ডাউনলোডের জন্য এই পোষ্ট এ আলাদাভাবে প্যারা (প্যারাগ্রাফ/অনুচ্ছেদ) তৈরি করলাম।
কারণ,
লেখার ভেতর দিলে অনেকেই ডাউনলোড লিংক খেয়াল না করে পরে আবার কমেন্ট করে ডাউনলোড লিংক চান।
তাদের জন্যই এই পোষ্ট-এ এই ব্যবস্থা।
তাছাড়া,
PlayStore এর লিংক না দিয়ে ApkPure এর লিংক দিলাম বলে ইন্সটলেশন প্রক্রিয়া ও তূলনামূলকভাবে কঠিন ও ভিন্ন!
তাই আলাদাভাবে ডাউনলোড ও ইন্সটল এর জন্য প্যারা তৈরি করলাম।
যাইহোক,
প্রথমেই ApkPure এপসটি ডাউনলোড করে স্বাভাবিকভাবেই ইন্সটল করুন।
(আশা করি এটাও আবার দেখিয়ে দিতে হবেনা!!)
তারপর নিচের দেয়া লিংক থেকে আপনার পছন্দমত যেকোনো একটি এডিশন ডাউনলোড করুন।
(ডাউনলোড করতে UC Mini ব্যবহার করুন।স্পিড ভালো পাবেন।)
Dream League Soccer
Dream League Soccer 2016
Dream League Soccer 2017
এবার ডাউনলোডকৃত গেইমের ফাইলটি ওপেন করুন।
আপনাকে সরাসরি ApkPure এ নিয়ে যাবে।
বাকিটুকু আপনি নিজেই করতে পারবেন।
তারপরও যদি না বুঝেন,
তাহলে কমেন্ট করে জানান।
পোষ্ট আপডেট দিয়ে তা ও এড করে দিবো।
(নিজে নিজে কিছু শিখুন।তা ও আবার এমন সহজ কাজ!)
তবে হ্যাঁ,
আগে থেকে অবশ্যই ApkPure ইন্সটল করে রাখতে হবে আর ApkPure চালু করে মিনিমাইজ করে রাখবেন।
আর যদি ডাউনলোড করা ফাইলে ক্লিক করলে লোডিং হয়,
তাহলে লোডিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।

এবার আসি এই গেইমগুলো হ্যাক সম্পর্কে:–


গেইমগুলো খেলার সময় সবাই প্রধানত যে সমস্যায় ভোগেন তাহলো,
মানি প্রবলেম।
ধরুন,
আপনি কোনো কিছু কিনতে গেলেন/আপগ্রেড করতে গেলেন,তখন আপনাকে অনেকগুলো কয়েন গুনতে হবে।
কিন্তু অনেক ম্যাচ খেলেও সে পরিমান কয়েন জমা করা সম্ভব হয়ে উঠেনা।
এমতাবস্থায় আপনার একমাত্র পথ হলো গেইমটি হ্যাক করা।
আপনি বিভিন্ন পদ্ধতিতে গেইম হ্যাক করতে পারেন।
তবে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো Lucky Patcher ব্যবহার করেই Inapp Purchase হ্যাক করা।
এ সম্পর্কে আমি ইতোমধ্যেই একটি পোষ্ট করেছি।
ওটি দেখে নিয়ে কাজে নেমে পড়তে পারেন।
তারপর আছে Game Hacker এপস দিয়ে হ্যাকিং।
যেমন:
SB Game Hacker,Game Guardian,Cheater Droid,Game Killer,GameCih,Cheat Engine ইত্যাদি।
তবে এক্ষেত্রে আমি SB Game Hacker ইউজ করার পরামর্শ দেবো।
কারণ,
এটি দিয়েই সবচেয়ে সহজে গেইম হ্যাক করা যায়।
আর ইউজার ইন্টারফেস ও খুব ভালো।
যাইহোক,
আপনি চাইলে আমার প্রোফাইল ডাউনলোড করে নিয়ে খেলতে পারেন।
সবকিছু আপডেট করা আছে।
তবে বেশিরভাগ Young প্লেয়ার নিয়েই আমি খেলি।
আমার গেমিং পরিসংখ্যান ও তেমন খারাপ না!
চাইলে দেখতে পারেন।
রিস্টোর করার পর উপরের My Profile থেকে থেকে রেকর্ড এ ক্লিক করে আপনার গেমিং পরিসংখ্যান দেখতে পারবেন।





আমার দেয়া একাউন্ট এ সর্বমোট কয়েন আছে ২০ লক্ষ ৮১ হাজার ৫ শত ২৭ টি।

আপন চাইলে লাকি প্যাচার/গেইম হ্যাকার দিয়ে ইচ্ছেমত বাড়িয়ে নিতে পারেন।
তবে এতগুলো কয়েন আপনি জীবনেও শেষ করতে পারবেন না।
নিচের লিংক থেকে মাত্র ৫.৫ এমবি দিয়ে সেভ করা একাউন্ট টি ডাউনলোড করে নিন।
Dream League Soccer 2017 Save File

ডাউনলোড করার পর X-Plore (Donated) দিয়ে Zip File টি SD Card/Android/Data ডাইরেক্টরিতে Extract করুন।
আপনি চাইলে এক্ষেত্রে অন্যকোনো ফাইল ম্যানেজার ও ইউজ করতে পারেন।
আমার দেয়া প্রোফাইলে তো আপনি সবকিছু আপডেটেড পেলেন।
প্লেয়ারদের স্কিল ও সর্বোচ্চ আপগ্রেড আছে।
কিন্তু আপনার সমস্যা তখনই হবে,
যখন আপনি আপনার পছন্দমত টিম বানাতে যাবেন।
মার্কেট থেকে নতুন প্লেয়ার কিনলে সেগুলোর স্কিল কম পাবেন।
(Sanchez,Vidal সহ কিছু প্লেয়ারদের আমি বিক্রি করে দিয়েছিলাম।তাই তাদেরকে সর্বোচ্চ স্কিলেই পাবেন।)
ফলে গেইম খেলতে আপনার সমস্যা হবে।
দেখবেন যে,
আপনার প্লেয়ারগুলো ভালো খেলছেনা।
অথবা,
ভালো টিমের বিপক্ষে ম্যাচ হলে আপনি ভূরি ভূরি গোল খাচ্ছেন!
প্লেয়ারদের স্কিল তখনই বৃদ্ধি করার প্রয়োজন হবে।
আগেই বলেছি,
সাধারণত প্রতিম্যাচ পরপর তিনবার করেই প্লেয়ারদের আপডেট দেয়া যায়।
কিন্তু আপনি চাইলে আনলিমিটেড আপডেট নিতে পারবেন।
শুধুমাত্র নিচের স্টেপগুলো ফলো করুন।
প্রথমে উপরে দেয়া লিংক থেকে SB Game Hacker এপসটি ডাউনলোড করে Open করুন।
Root Access চাইলে অনুমতি প্রদান করুন।
এবার SB Game Hacker মিনিমাইজ করুন।

এবার একটি ম্যাচ খেলে ফেলুন।
তারপর Player Development এ গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্লেয়ারকে একবার আপডেট দিন।


এবার SB Game Hacker ম্যাক্সিমাইজ করুন।
ভার্চুয়াল উইন্ডোতে দেয়া কিবোর্ড এ টাইপ করুন 1 এবং ডানপাশের কোনায় থাকা সার্চ বাটনে ক্লিক করুন।
এবার নিচের স্ক্রিনশট এর দিকে একটু খেয়াল করুন।

এরকম লিখা আসলে ডানপাশের Arrow চিহ্নতে ক্লিক করুন।
তারপর আবার SB Game Hacker মিনিমাইজ করুন এবং আরো দুইবার প্লেয়ারকে Develop করান।
তারপর আবার SB Game Hacker ম্যাক্সিমাইজ করে টাইপ করুন 3 এবং আবার সার্চ বাটনে ক্লিক করুন।

এবার নিচের স্ক্রিনশটে দেয়া উইন্ডোর মতো নতুন একটি উইন্ডো আসবে।
সেখানে লিখুন -999 এবং Modify বাটনে ক্লিক করে Success আসে কিনা লক্ষ্য করুন।

যদি Successful হয়,
তাহলে আবার Player ডেভেলপ করতে পারেন কিনা দেখুন।
যদি পারেন,
তাহলে এবার আনলিমিটেড (999 বার) ডেভেলপ করাতে পারবেন।
তবে ভুলেও 999 বারের বেশি দিবেন না।
সমস্যা হতে পারে।
আর 999 এর আগে অবশ্যই – (মাইনাস) দিবেন অর্থাৎ, -999 লিখবেন।
তা নাহলে আপনার এ পর্যন্ত খেলা সব ডাটা নষ্ট হয়ে যাবে।
তাছাড়া,আমার দেয়া ফাইলটি ডাউনলোড করে রাখবেন।
Extract করার পর ডিলিট না করে মেমোরিতে রেখে দিবেন।
দেখবেন পরে কাজে লাগবে।
Dream League Soccer কে যতরকমভাবে মোড/হ্যাক করা যায় সব বর্ণনা করা শেষ।
এবার নিজে চেষ্টা করুন আর কোনো সমস্যা হলে কমেন্ট করুন।

পরিশেষ:–


Dream League Soccer সম্পর্কে আমার যতরকম ধারণা ছিলো,সব আমি এই পোষ্ট এ তুলে ধরতে চেষ্টা করেছি।
তারপরেও যদি কোনোকিছু বাদ পড়ে,
তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
সমাধান দেয়ার চেষ্টা করবো।
তাছাড়া,
যেকোনো সমস্যায় আমাকে ফেইসবুকে মেসেজ দিয়ে সাহায্য চাইতে পারেন।
ফ্রি থাকলে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।
আর,
ট্রিকবিডিতে আমার পোষ্ট খুব কমই ভিউ হয়।
আমি বুঝতে পারিনা,
কেনো আমার পোষ্টের প্রতি ভিজিটরদের এতো অনীহা।
হয়তো পোষ্টের মান অন্যদের তুলনায় ভালো হয়না বলেই!
তবে অন্যদের তুলনায় আমার পোষ্টগুলোতে কিন্তু কমেন্ট এর পরিমাণ একটু বেশিই হয়।
তাও আবার সব পজিটিভ কমেন্ট।
কমেন্ট করলে উৎসাহ বৃদ্ধি পায়।
আশা করি পড়ার পর একটু কষ্ট করে ছোট্ট একটা কমেন্ট করবেন।
(এমনিতেই আমি কাউকে কমেন্ট করার জন্য বলিনা!)
ভালো ও তুলনামূলকভাবে বেশি কমেন্ট আছে বলেই এখনো TrickBD তে পোষ্ট করছি।
তা নাহলে কবেই যে আমার অধ্যায় শেষ হয়ে যেতো……………!
আর আমার পোষ্ট চেনার জন্য অন্যদের মত নির্দিষ্ট কোনো উপায় (by,posted by ইত্যাদি) না থাকলে ও পোষ্টের টাইটেলের শুরুতেই [] বন্ধনী থাকবে।
(যদিও আরো অনেকেই এটি ইউজ করে)
যাইহোক,
সবাই একটু দোয়া করবেন এবং পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করবেন।
আর হ্যাঁ,
আমার পোষ্টগুলো কিন্তু কোথাও পাবেন না।
সুতরাং আশা করি কপি করে কোথাও শেয়ার করার চেষ্টা করবেন না।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”

132 thoughts on "[Don’t Miss]এন্ড্রয়েডের জন্য সেরা ফুটবল গেইমগুলো ডাউনলোড করে নিন!সাথে রয়েছে এই গেইমগুলো মোড,ক্র‍্যাক,হ্যাক সহ সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা!"

  1. Ripon n Contributor says:
    hmmmmmmmmmm………
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      হুম না লিখে ভালো/খারাপ কিছু একটা লিখলে আপনার মনের ভাবটা বুঝতে সুবিধে হতো।
    2. Ripon n Contributor says:
      good
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Ebrahim Contributor says:
    hitips.ga/gpblairtelrobi-তে-ফ্রি-নেট-চালান-droidvpn-দিয়ে/
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আমার পোষ্টের কমেন্ট এ স্প্যাম করবেন না।
  3. Shiplu Contributor says:
    nice bro
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  4. WapmasterArif Contributor says:
    Good post + nice post
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকেও।
  5. Mahedi Hasan Khoka Contributor says:
    Something mistake. Saved game data ta android/obb te rakhle hobena. Android/data te rakhte hobe.
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ ভাইয়া,আমি দুঃখিত!
      তবে আমি ঠিকই লিখেছিলাম।
      পরে TrickBd Author Group এ মেসেজ দেয়ার সময় মনে হয় আবার ভুলে উল্টাপাল্টা লিখে ফেলেছি।
      ব্যস্ত ছিলাম তো,তাই।যাইহোক,আপডেট দিচ্ছি।
    2. Mahedi Hasan Khoka Contributor says:
      Bujte parsi. No matter
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  6. WapmasterArif Contributor says:
    Your all post is working, good,nice and amazing bro.

    Thank you for giving us these good post.

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      দোয়া করবেন যাতে এই ধারা অব্যাহত রাখতে পারি।
    2. WapmasterArif Contributor says:
      : জ্বী ভাইয়া।
      আমি আপনি পোস্ট কখন করবেন অপেক্ষা করি, মনে হয় TricBD তে এই প্রথম কোনো Author এত বড় বড় পোস্ট
      লিখছেন।
      প্রশংসা করতে হয় আপনার।
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
      আমাকে উৎসাহ দেয়ার জন্য।
  7. Aasif Contributor says:
    Wonderful post bro.

    1ta Bosoy janar cilo… Unroot a lucky patcher baad diye r ki kono app ase game hack korar jonno? The amazing spiderman 2 hack korar onk din try kreci bt pari ni..

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      হ্যাঁ।
      লাকি প্যাচার ছাড়াও আরো কিছু এপস আছে।
      যেমন:CreeHack.
      তবে এসব তেমন কাজের না।
      লাকি প্যাচার দিয়ে কাজ না হলে আমার মতে মোড ডাউনলোড করা ছাড়া আর কোনো উপায় নেই।
    2. Aasif Contributor says:
      Bro.. spiderman 2 er all suit hack korar way thakle 1tu share koiren..
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এখন তো আমার সিমে এমবি নাই।
      কাল সকালে দেখি।
      আপনার জন্য কি করতে পারি।
  8. AhShifat99 Contributor says:
    Gd post.carry 0n
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  9. Muhiuddin Author says:
    Wow Bro..
    You are the Grate
    your fb id??
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      পোষ্টের শেষাংশে ফেসবুক আইডি দেয়া আছে।
      দেখুন।
  10. Fahad Contributor says:
    Bluetooth diye kemne?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ব্লুথুট টেথরিং এর সিস্টেমটা কাজে লাগিয়েই খেলা যায়।
      না বুঝলে ওয়াইফাই হটস্পট দিয়েই চালান।
      ভালোই চলবে!!
  11. Little Boy Contributor says:
    Only CoC in real…!
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      তাই নাকি ভাইয়া?
      তাহলে আপনি কোক খান!
    2. Little Boy Contributor says:
      সব ঠিক আছে, তবে কক খাই না হেটার্সদের খাওয়াই…LoL
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      হা,হা,হা
  12. Ahad Author says:
    জানতাম ভাই,তোমার ই পোস্ট.
    অসাধারণ!! ???
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      কিন্তু জানলেন কিভাবে যে এটি আমার ই পোষ্ট?
      (টাইটেল দেখে)
    2. Ahad Author says:
      No,পোস্টের ভিতরে ঢুকে একটু স্ক্রল করেই বুঝলাম।
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      লিখার স্টাইল দেখেই কি?
      নাকি বড়সড় পোষ্ট দেখে?
    4. Ahad Author says:
      লেখার স্টাইল এ বুঝলাম।
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ!
      আচ্ছা।
  13. legend Contributor says:
    I was looking for PD Mod, thanks for sharing. Hope it’ll work in my device.
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ট্রাই করে দেখুন।
      কাজ হলে জানাবেন কিন্তু!
    2. legend Contributor says:
      It worked, thanks ?
  14. Mahfuj Contributor says:
    এতো বড় পোস্ট কেম্নে লিখলা!!!
    1. Muhiuddin Author says:
      porikka kemon??
      Kun School
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      আমাকে জিজ্ঞেস করেছেন?
    3. Muhiuddin Author says:
      No…
      আপনিত I তে
      না??
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      হুম।
      আমি ইন্টারে।
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো ভাইয়া?
      আমি কি আগেও এরকম বড় বড় পোষ্ট করিনি?
      এরকম আরো কয়েকটা ড্রাফট এ আছে।
      ওগুলো ফেলে রেখেই এটি লিখেছি।
  15. Muhiuddin Author says:
    bro aponio unCoC pagol
    oh..
    amito kichu kelei badh deye deye ci…
    valo lage na shudhu ak jaygay kaj attack??
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      হ্যাঁ ভাইয়া,
      CoC খেললে শুধু শুধু ডাটা আর সময় নষ্ট হয়।
      একই কাজ বারবার,তবুও নেশা হয়ে যায়।
      তাই সময় থাকতেই বাদ দিয়েছি।
      টাউনহল ৭ ও ৮ এর দুটি আইডি ছিলো!
    2. Muhiuddin Author says:
      yah pora lekhar o kothi hoy
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      তা তো অবশ্য হয় ই।
    4. legend Contributor says:
      I failed in grade 9’s half yearly exam because of this shit ? My mom took my phone away for rest of the year ?
    5. Muhiuddin Author says:
      plz actpect my recuest
      Labib Ahmad
      and post on fb too
    6. ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা।
      কিন্তু কি পোষ্ট করবো?
    7. Muhiuddin Author says:
      mane Ai rokom
      mane je vabe trickbd te koren
      fb te korle aponar 5000+ friend hobe, I think that.
  16. Tanveer Nayeem Contributor says:
    1gb /1gb +
    football games gula share koren,, bro
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      এতো বড় বড় গেইমস দিয়ে কি করবেন ভাইয়া?
      ওগুলোর গ্রাফিক্স কিন্তু এটার চেয়ে ততটা বেশি উন্নত নয়।
      আর বেশিরভাগ অনলাইনেই খেলতে হয়।
      তবে আপনি Fifa,Pes,Real Football এগুলো ট্রাই করতে পারেন।
  17. Md.Rakibul hasan Contributor says:
    vai apner data ta amer data set karce but kag hay na kano?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      কাজ হবেনা কেনো?
      আপনার গেইমটা কি আপডেট দেয়া আছে?
      আপডেট দেয়া হলে UnZip করে SD Card/Android/Data তে রাখুন।
      Symphony হলে মেমোরি কার্ড আর Samsung হলে ফোন মেমোরিতে।
    2. Md.Rakibul hasan Contributor says:
      thnx vai… update dayer por kaj hayca…।
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      Welcome
  18. koushik Contributor says:
    ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য
    ফেসবুকে মেসেজ দিয়েছি দেখেন একটু
    1. koushik Contributor says:
      Sry request dyasi accept kren
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      আপাতত একটু ঝুলে থাক।
      আনফ্রেন্ড মিশন চলতেছে তো।
      তাই……
      তা নাহলে আবার আনফ্রেন্ড হয়ে যাবে।
      এখন ৫০০+ ফ্রেন্ড রিকুয়েস্ট পেন্ডিং এ আছে!
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ
    4. koushik Contributor says:
      আচ্ছা
  19. Aslam83 Contributor says:
    ভাল একটা গেমস। আমিও খেলি।
    (আমার কাছে মোড ভার্সন আছে unlimited money and All star player -Messi, RonalDo,Neymar….._ skill 100,! size 32-36kb) লাগলে বলবেন,
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      মোড করার সিস্টেম তো দেয়াই আছে।
      আর সেভ ফাইল ও দেয়া আছে।
      সুতরাং প্লেয়ার নিয়ে চিন্তার কিছুই নেই।
  20. sabbir junaid Author says:
    অসাধারণ লিখেছেন ভাই।এরকম গেম অনেকদিন ধরে খুজতেচি।

    tnx ভাই।

    আচ্চা ভাই এটা দিয়ে কি coin share করা যায়?

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      হ্যাঁ,শেয়ার করা যায়।
      তবে অনলাইনে না।
      ডাটা ফাইল শেয়ার করেই কয়েন শেয়ার করা যায়।
      সেক্ষেত্রে অবশ্যই তাকে আপনার একাউন্ট ইউজ করতে হবে।
      তবে লাকি প্যাচার দিয়ে নন রুটেড ফোনেও কয়েন হ্যাক করা যায়।এ নিয়ে আমার পোষ্ট আছে।দেখুন।
  21. koushik Contributor says:
    ভাই আমি zombie catchers নামে একটা গেম খেলি সেটায় sb game hacker দিয়ে কয়েন হ্যাক করেছি কিন্তু জেমস হ্যাক করা যাচ্ছে না লাকি পেচার দিয়ে প্যাচ হয় না কিভাবে হ্যাক করব প্লিজ বলেন
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      কয়েন হ্যাক করা গেলে তো জেম ও হ্যাক করা যাবে।
      আপনি ফেইসবুকে আমাকে স্ক্রিনশট দেন।
      এই গেইম আগে খেলিনি তো,
      তাই আমি না দেখে বলতে পারছিনা।
    2. koushik Contributor says:
      রিকুয়েস্ট এক্সেপ্ট করেন তাহলে
      আর জেমস হ্যাক করতে নিলে লেখা আসে there are more than ***** results of number ** please change the number bt jemes gula collect kra onk
    3. koushik Contributor says:
      Onk tough
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      কালেক্ট করা কঠিন হলেও খরচ করা তো একদমই সহজ!
      খরচ করে ফেলুন।
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      প্রথমে Current Value টা লিখে তারপর দুয়েকটা খরচ করে আবার Changed Value টা দিন।
      আশা করি কাজ হবে।
  22. Jonh123 Contributor says:
    ai game net connection dia khalte hobe please keu bollun?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      পোষ্ট ভালোভাবে পড়লে আপনাকে আর এই প্রশ্ন করতে হতো না।
      এই গেইম খেলতে কোনো কানেকশন লাগেনা।
      তবে আপনি চাইলে কানেকশন দিয়েও বন্ধুদের সাথে খেলতে পারেন।
      আপনার যেরকম ইচ্ছে…….!
  23. vip Author says:
    vai.. er che FTS best.. First touch soccer.. jodio grapich DLS er motk nah.. but asol moja kintu fts e ase jeta DLS e nai. jemon DLS e champions league e khela jai nah… and league eo khela jai nah.. premier league. bundesliga. la liga ase jeta DLS e nai.. even onek player DLS e naj. jemon muller. lewandowski. neuer.. FTS e barca.. bayern.. real jenkono club niye khela jai.. ar dls e ekta team e just dream player niye khela.. er che faltu game ar nai.. -_-
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আমিতো রিভিউ দিয়েছি মূলত DLS 17 এর।
      গ্রাফিক্স ভালো বলেই এই গেইমের সাথে FiFa/Real Football এর তুলনা করেছি।
      আর আপনার উল্লেখিত সব প্লেয়ারই আছে DLS 17 এ!
      দয়া করে আপডেট দিয়ে দেখুন একটু।
    2. vip Author says:
      Lol .. update disilam re vai.. kono labh hoy nai.. german ee kono player nai..
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      তাই নাকি ভাইয়া?
      মেসুত ওজিল কোন দেশি?
      আমার টিমে খেলে কিভাবে?
      আপনি গেমের মার্কেটে না পেলে সার্চ করে দেখুন।
      Show Unavailable অন করে।
  24. Jonh123 Contributor says:
    ইমরুজ ৩টা গেমসছে মধ্য কোন টা সবচেয়ে ভালো বেশি?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      আপনার যেটি ইচ্ছে।
      তবে ফোন/ট্যাব ভালো হলে Dream League Soccer 2017 খেলতে পারেন।
      গ্রাফিক্স ভালো।
  25. koushik Contributor says:
    ইমরুজ ভাই এক্সপোসড এর পোস্টের জন্য বসে আছি যদি ব্যাস্ত না থাকেন জলদি দেওয়ার চেষ্টা করেন!✌
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ট্রিকবিডির অবস্থা ভালো না।
      তাই আপাতত পোষ্ট করবো না।
      সবাই একে অপরকে গালিগালাজ করছে।
  26. vip Author says:
    dekhsi.. ozil to ase.. but muller .. neuer.. ra nai..
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      মুলার এর কথা বলতে পারবো না।
      তবে,নয়্যার কে দেখেছিলাম।
      আমি টিমে নিইনি।
      কাকা ও নেই!
      আপডেট দেয়ার পর ডিফেন্ডার কাকা একটা এসেছে!!
  27. sabbir junaid Author says:
    ইমরুজ ভাইয়া পোষ্ট এর অপেক্ষায় আছি
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপাতত ট্রিকবিডিতে পোষ্ট করবো না।
      এডমিনদের অবস্থা ভালো না!
      যে পরিমানে গালিগালাজ হচ্ছে,সে পরিমানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা!
  28. koushik Contributor says:
    [h2]ভাই প্লিজ পোস্ট করেন বিশেষ করে এক্সপোসড নিয়ে[/h2]
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,পোষ্ট কিভাবে করবো বলুন?
      আমাকে মেসেজ দিয়ে ফেসবুকে গালিগালাজ করা হচ্ছে!
      আমার পোষ্টের কারণে নাকি একজনের অনেক বড় ক্ষতি হয়েছে!
      কিন্তু আমার কোনো পোষ্টেই তো ক্ষতিকর কিছু নেই!
      এমতাবস্থায় আমি কিভাবে পোষ্ট করি বলুন?
      ইচ্ছে কি আর থাকে?
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,পোষ্ট কিভাবে করবো বলুন?
      আমাকে মেসেজ দিয়ে ফেসবুকে গালিগালাজ করা হচ্ছে!
      আমার পোষ্টের কারণে নাকি একজনের অনেক বড় ক্ষতি হয়েছে!
      কিন্তু আমার কোনো পোষ্টেই তো ক্ষতিকর কিছু নেই!
      এমতাবস্থায় আমি কিভাবে পোষ্ট করি বলুন?ইচ্ছে কি আর থাকে?
    3. koushik Contributor says:
      tai bole 2-1 joner jnna apni theme thakben?
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      এরকম পোষ্ট করেও যদি অপবাদ সইতে হয়!
      তাহলে পোষ্ট না করা ই ভালো না?
    5. sabbir Author says:
      ভাইয়া wcc2 নিয়ে কথা বলা post টি delete করেছে তাই কিছু দেখতে পাইনি!

      কিভাবে wcc2 এর পয়েন্ট পাব?

    6. ইমরুজ Legend Author Post Creator says:
      কয়েন লাগবে?
      আইডি দিন।
      আমি কাল সকালে সেন্ড করে দিবো।
      এখন এমবি নাই।
    7. sabbir Author says:
      ok.ভাইয়া দিচ্ছি
  29. shakibjoy.blogspot.com Author says:
    vai. joss post. eitha likhte koto din lagche?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
      মাত্র কয়েকঘন্টা লেগেছে।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      অশেষ ধন্যবাদ।
  30. ARIF Contributor says:
    bro post kora bondho korchen keno.
  31. ইমরুজ Legend Author Post Creator says:
    ব্যক্তিগত সমস্যা।
    তাছাড়া,
    এক ভাইয়ের নাকি ট্রিকবিডিতে আমার করা পোষ্টের কারণে সুবিশাল ক্ষতি হয়েছে।
    তাই ভাবছি,কি দরকার এমন পোষ্ট করার?
    যে পোষ্টের দ্বারা অন্যের ক্ষতি হয়!
  32. sabbir Author says:
    ভাইয়া DLS17 এর update এসেছে নাকি?

    আমার cousin এর ট্যাবে মেসিকে দেখতেছি দাডি সহ আর আমার ট্যাবে আগের মত!

    probelm কি?

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      না ভাইয়া,
      এটা DLS এর একটা সমস্যা।
      নেট কানেকশন চালু রাখলে অনেকসময় প্লেয়ারদের ছবিগুলো আপডেট দেয়।
      কিন্তু সবসময় দেয়না।
    2. sabbir Author says:
      ভাইয়া আমার wcc2 আইডির নাম:
      sabbirboos
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা,ঠিক আছে।
      এখন এমবি নেই।
      কিনলে কয়েন দিবো।
      কত লাগবে?
  33. sabbir Author says:
    ভাইয়া আপনি whatsapp use করেন?

    আমি ভাইয়া class 7 এর ছাত্র!!

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      গুড।
      কিন্তু ভাইয়া,
      আমি তো WhatsApp আনইন্সটল করে দিয়েছি।
    2. sabbir Author says:
      ভাইয়া দিছেন?২
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      এখন এমবি নাই।
      দেখি………………।
      কত লাগবে?
    4. sabbir Author says:
      ভাইয়া যত বেশি পারেন
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা।
      দেখি কত দিতে পারি।
      সবকিছু আনলক করতে কত লাগবে?
      আমার এখন ৪ লক্ষ হ্যাক করা আছে।
      সবকিছু আনলক করে ফেলেছি,তাই আর হ্যাক করিনি।
  34. sabbir Author says:
    ok.ভাইয়া যত দিতে পারেন।

    বেশি দিতে পারলে ভাল।যত পারেন পাঠিয়ে দিন!!

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      গতকাল আপনাকে ২৫০০০ কয়েন সেন্ড করেছি।
      দিনে ২৫০০০ হাজারের লিমিট আছে বিধায়,
      এর বেশি দিতে পারিনি।
  35. ইমরুজ Legend Author Post Creator says:
    আচ্ছা ভাইয়া।
  36. Md Rasel Contributor says:
    vai amar samsung j1 next e ki colbe?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      পোষ্টে দেয়া নির্দেশনা ফলো করুন।
      আপনার ফোনের জন্য যেটি কমপোর্টেবল হয়,সেটিই ডাউনলোড করুন।
  37. Hridoy Khan Contributor says:
    vai game tai kno obb file ace naki..na shudhu apk download korlei hobe
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      OBB ফাইল আছে।
      ২০১৮ আপডেট বের হয়েছে।
      ওটার প্রবলেম ও সল্যুশন নিয়েও পোষ্ট করা হবে।
  38. muhammad shuvo Contributor says:
    512 mb ram er jono valo football games er name bolun
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে,সেগুলোই।
      Real FootBall ও দেখতে পারেন।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  39. mahmudul21 Contributor says:
    bro “final fantasy xv:a new empire” gamesta mod kore diben plz
  40. Shahed Hasan Sumon Contributor says:
    ভাই… ৩৬৬ এমবি খরচ করে নামালাম। কিন্তু কিছুই তো হইলো না। .xapk আসে
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      পোষ্টেই দেয়া আছে ভাইয়া।
      দেখে ইন্সটল করুন।
      আপনি xpak কেটে zip লিখে দিলেও ফাইলগুলো পাবেন।
  41. Abdus Sobhan Author says:
    Updated version ar post den..

Leave a Reply