আমরা প্রায় সবাই বাড়িতে গ্যাস-সিলিন্ডার ব্যাবহার করে থাকি। 🙂
অনেক সময় শুনা যায় যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মানুষ মারা গেছে। কিন্তু সিলিন্ডার কেন বিস্ফোরণ হয় তা অনেকেই জানি না।
সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলেই বিস্ফোরণের দিকে এগোতে থাকে সিলিন্ডার।
মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডার ঘরে রাখা আর ঘরে বোমা রাখা একই কথা। :p
কিভাবে জানা যাবে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ তারিখ: ছবিতে মার্ক করা কালো রংগের লেখা দেখা যাচ্ছে।
এটাই হল এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণ তারিখ।
এখানে A,B,C,D সংকেত দিয়ে লেখা থাকে।
B= তার পরের তিন মাস এপ্রিল, মে, জুন।
C= তার পরের তিন মাস জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর।
D= বছরের শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C18 (2018 সাল)। যদি D19 থাকে তারমানে হল 2019 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন .. 😉
Can I Shear it?
Apni sshort onujayi kaj koren. Keu wrong pettern marle autometcly tar photo uthbe