রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

আপনি কখনও মাটির তৈরি মসজিদ দেখেছেন? হয়তো দেখেননি। আজ মাটির তৈরি পৃথিবীর সবচেয়ে বড় একটি মসজিদ
সম্পর্কে জেনে নিন। আমরা জানি সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের ঘর হচ্ছে
মসজিদ। আর এই মসজিদ হচ্ছে মুসলমানদের উপাসনার অন্যতম স্থান। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গিয়ে মুসলমানরা উপাসনা করে থাকে। আর তাইতো পৃথিবীজোড়া কত রকম সৌন্দর্য্যপূর্ণ মসজিদ রয়েছে। আধুনিক কারুকার্যে এসব মসজিদ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে গেলে দেখা যায় এসব সৌন্দর্য্যপূর্ণ মসজিদ। এসব মসজিদ দেখে শুধু মুসলমানরাই নয় ভিন্ন ধর্মাবলম্বিরাও অভিভূত হন। স্থাপত্যশৈল্পিক মসজিদের খ্যাতি তাই তো বিশ্বজোড়া। এই সৌন্দর্য্য শুধু এখনকার আধুনিকতার জন্য নয়, এটি আদি যুগ হতে হয়ে আসছে। শত শত বছরের পুরোনো অনেক মসজিদ রয়েছে স্থাপত্যশৈল্পিক। এগুলো
এখনও মানুষকে বিমুগ্ধ করে।

এমন অনেক মসজিদের মধ্যে আজ আমরা দেখবো পৃথিবীর বুকে মাটি দিয়ে তৈরি সবচেয়ে বড় মসজিদটি। দারুন কিছু চমকপ্রদ তথ্যও রয়েছে এর সঙ্গে। তাহলে আসুন জেনে নিই সবচেয়ে বড় মাটির তৈরি এই মসজিদের কথা।

পৃথিবীতে ইতিহাসের সবচেয়ে বড় মাটির তৈরি মসজিদটি অবস্থিত আফ্রিকার উত্তরাঞ্চলে ডিজেনি শহরে। মসজিদটির নাম ‘গ্র্যান্ড মস্ক অব ডিজেনি’। আর এটিই হল এখন পর্যন্ত পৃথিবীতে মাটির তৈরি সবচেয়ে বড় মসজিদ।

মসজিদটি প্রথম কবে নির্মাণ করা হয়েছিল সে তথ্য জানা না গেলেও ধারণা করা হয়, ১২শ’ শতাব্দি হতে ১৩শ’ শতাব্দির মাঝামাঝিতে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। শোনা যায় যে, সুলতান কুনবুরু (Kunburu) ধর্মান্তরিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রাসাদটি ভেঙ্গে সেখানে এই মাটির মসজিদটি নির্মাণ করেন।

জানা যায়, ফরাসী এক পর্যটক রেনে ১৮২৮ সালে এই এলাকা সফরের আগ পর্যন্ত এই মসজিদটি সম্পর্কে লিখিত কোন তথ্যই ছিলনা। রেনে তার সফরশেষে লিখে গিয়েছেন, ডিজেনি শহরে মাটির তৈরি একটি মসজিদ রয়েছে। এর দুইপাশে দুটি দর্শনীয় কম উচ্চতার টাওয়ার রয়েছে। এরপর থেকেই মূলত এই মাটির তৈরি এই মসজিদ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়।

মসজিদটি ২৪৫ ফুট আয়তনবিশিষ্ট, ৩ ফুট উঁচু ফ্ল্যাটফরমের উপর তৈরি করা হয়েছে। বানি নদীর তীরে এই মসজিদটি অবস্থিত। বর্ষাকালে বানি নদীর প্লাবিত পানি হতে মসজিদটিকে সুরক্ষা করে থাকে এই ফ্ল্যাটফরম। মসজিদের দেয়ালগুলোতে তাল গাছের কাঠ, যা স্থানীয়ভাবে টরল নামে পরিচিত। সেগুলো দিয়েই মূলত নকশা তৈরি করা হয়েছে। শুধু নকশাই নয়, তাল গাছের কাঠ মসজিদের দেওয়ালে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে, যাতে করে মাটির দেওয়াল সহজে ধ্বসে না যায়। প্রতি বছর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এই মসজিদটির সংস্কার কাজ করা হয়ে থাকে।

কখনও আফ্রিকা অঞ্চলে বেড়াতে গেলে আফ্রিকার উত্তরাঞ্চলে ডিজেনি শহরে গিয়ে প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক ‘গ্র্যান্ড মস্ক অব ডিজেনি’ মসজিদটি না দেখে আসবেন না।

প্রকাশিত : পূর্ব দিগন্ত

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর Trickbd সাথেই
থাকবেন।

28 thoughts on "মাটির তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ! সবাই দেখবেন (With~SceenShot)"

    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  1. মোঃ সাকিব Contributor says:
    খুব সুন্দর পোস্ট
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Ex Programmer Contributor says:
    পড়ে ভালো লাগল।
    1. M.Rubel Author Post Creator says:
      আলহামদুলিলা
  3. Shuhanur Rahman Contributor says:
    hmmm…good post.
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ
  4. ahnahim Contributor says:
    Good post
  5. trick boss Author says:
    সন্মানিত Trickbd team, আমি মানসম্মত ৩ টি পোস্ট করছি। আমি যদি trickbd এর author হওয়ার যোগ্য হই তাহলে আমাকে author বানানো হোক।
  6. open34 Contributor says:
    bai scene shot ki babe add kore
  7. Imranpabna Contributor says:
    wow nice post…
    1. Imranpabna Contributor says:
      কিরে রকি ফ্রিনেটের পোস্ট করতে না পেরে পাগল হয়ে গেলি নাকি কিছুদিন তো খুব ভাব নিলি ইজিনেট ইজিনেট করে এখন কর পাগল কি আর গায়ে লেখা থাকে…
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ
  8. TOUHID SARKER Contributor says:
    Thanks for share
  9. NICE#error→bishal(at lasht)→m.rubel
    1. M.Rubel Author Post Creator says:
      ভাই আমি আপনার কথা বুজলমনা??
    1. M.Rubel Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply