আসসালামু আলাইকুম।কেমন আছেন?আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি।আজকে শেয়ার করব গণিত নিয়ে একটি মজাদার ট্রিক!

আপনি গণিতে দূর্বল হলেও ভয় পাওয়ার দরকার নেই।এটা খুবই সোজা শুধু একটা ট্রিক! আমরা জানি ১ কখনো ২ এর সমান হতে পারে না এমনকি কোন সং্খ্যাই অন্য আরেকটি সং্খ্যার সমান হতে পারে না।কিন্তু এই ট্রিকটির মাধ্যমে আজকে প্রমাণ করে দিব যে ১=২!

১=২ এর প্রমাণ:
ধরি,
a=b
বা,a²=ab
[উভয়পক্ষকে ‘a’ দ্বারা গুণ করে]
বা,a²-b²=ab-b² [উভয়পক্ষ থেকে ‘b²’ বিয়োগ]
বা,(a+b)(a-b) =b(a-b) [বামপক্ষে সূত্র প্রয়োগ্ এবং ডানপক্ষে ‘b’ কমন নিয়ে]

বা,a+b=b [উভয়পক্ষকে ‘(a-b)’ দ্বারা ভাগ]

বা,b+b=b [আগেই ধরে নেওয়া হয়েছে a=b ]
বা,2b=b
সুতরাং,2=1
[উভয়পক্ষকে ‘b’ দ্বারা ভাগ করে]
(প্রমাণিত)

ট্রিকটি কোথায়?→ আমরা শুরুতে ধরে নিয়েছিলাম a=b অর্থাৎ, a-b=0। ৪নং লাইনে দেখুন আমরা (a-b) কে (a-b) দিয়ে ভাগ করেছি অর্থাৎ ০ দিয়ে ০ কে ভাগ করেছি।কিন্তু ০দিয়ে ০ কে ভাগ করলে ভাগফল আসে অসংগায়িত অথবা ক্যালকুলেটর চেপে দেখুন “Math Error” দেখাবে…আমরা এই জায়গাটায় এই ট্রিকটা খাটিয়েছি এবং কাউকে বুঝতে না দিয়ে ১=২ প্রমাণ করে দেখিয়েছি!

তো এইছিল আজকের পোষ্ট।আগামীকাল থেকে ট্রিকবিডিতে রেগুলার হব।আশা করি পোষ্টটি ভালো লেগেছে।কেউ খারাপ মন্তব্য করবেন না! আল্লাহ হাফেয!

10 thoughts on "[Math Trick] 1=2 প্রমাণ করে চমকে দিন বন্ধুদেরকে | না দেখলে মিস করবেন"

  1. SOHAN ALI Author says:
    ভাই এইডা কি হল আমাদের কি আপনি গণত শিখাচ্ছেন
    1. Boss Sadman Author Post Creator says:
      [b]না,ভাই,আপনারা তো অনেক ভালো গণিত পারেন, আমি তো শুধু ট্রিকবিডিতে ট্রিক শেখাচ্ছি…[/b]
    1. Boss Sadman Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ,পোষ্টটি পড়ার জন্য
    2. SK SHARIF Author says:
      হুম তবে একটা সুত্রের প্রমানে হয় (a+b)” = I Love You এটা পারেন
  2. ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    ভাল পোস্ট/আশা করি আরোও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন
    1. Boss Sadman Author Post Creator says:
      ধন্যবাদ, ইনশাআল্লাহ চেষ্টা করব
  3. Mithu Author says:
    এমন গণিত তোরে কোন ___ শিখাইছেরে…
  4. rockertaher Contributor says:
    এত কাহিনীর কি দরকার??? ধরি ১=২ তাহলেই তো হয়
  5. os olid Author says:
    তুই একখান বুদাই ছাড়া কিছুই না

Leave a Reply