সবাইকে সালাম দিয়ে শুরু করছি আমার আজকের পোষ্ট ৷ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ৷ আর ট্রিকবিডির সাথে যারা থাকে তারা তো ভালোই থাকে ৷ আমি ও আপনাদের দো‘আয় ভালো আছি ৷

আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই সবাই বুঝতে পেরেছেন ৷তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ৷

প্রথমে এই লিঙ্কে গিয়ে Apps টি ডাউনলোড করে নিন ৷
Download Apps

তারপর Apps টি Install দিয়ে Open করুন ৷ তারপর নিচের Screenshoot এর মতো করে নিন ৷ Unable Screen lock কানেক্ট করে দিন ৷

এখানে যেকোন পাসওয়ার্ড দিয়ে
তারপর আপনার ফোনকে লক করে,,লক খুলতে গিয়ে দেখুন নিচের মতো আসবে ৷ তো আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ঔইটা দিয় লক খুলুন ৷

এবার Apps টাতে প্রবেশ করে নিচের Screenshoot এর দাগানো জায়গায় গিয়ে Password চেন্জ করতে পারবেন ৷

এবের নিচের Screenshoot টি লক্ষ্য করে দেখুন,,,দাগানো জায়গায় গিয়ে

নিচের মতো নিজের ছবি দিয়ে লক করুন ৷

আজকে এ পযন্ত ৷ সবাই ভালো থাকবেন ৷ সবসময় ট্রিকবিডির সাথেই থাকুন ৷ Apps বয়স বেশিদিন হয়নি ৷ না বুঝতে পারলে কমেন্ট করুন ৷

4 thoughts on "সুন্দর একটি নতুন Apps দিয়ে ফোনের নিজের ছবি দিয়ে Screen Lock করুন সহজভাবে ৷"

    1. Md Shafiqul Islam Author Post Creator says:
      Thanks…
  1. Md.ArifurRahman Subscriber says:
    এটা কি কাজ করে
    1. Md Shafiqul Islam Author Post Creator says:
      Of course…

Leave a Reply