আজকের পোস্ট,এন্ড্রয়েড দিয়ে অ্যাপ ডেভেলপ করার জন্য দারুন কয়েকটি অ্যাপ।কোনো একদিন আপনার হয়তো মনে হয়েছে, অ্যাপ কিভাবে বানানো হয়। কে অ্যাপ ডেভেলপ করে। আসলে কম্পিউটার দিয়েই অ্যাপলিকেশন বানানো হয়। অ্যাপ বানানো হয় অ্যাপ দিয়েই। মোবাইল ফোন দিয়েও অ্যাপ ডেভেলপ করা যায়। চলুন কিছু অ্যাপলিকেশন নিয়ে আলোচনা করে নেয়া যাক।
AIDE
জনপ্রিয় একটি অ্যাপ AIDE. গুগল প্লে স্টোর এ ১মিলিয়ন এর বেশি ডাওনলোড করা হয়েছে। যারা ভালো প্রোগ্রামিং জানে তাদের জন্য এই অ্যাপটি। অ্যাপটি ফ্লিতে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপন মুক্ত অ্যাপটি ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে কিনে ব্যবহার করতে পারেন।Install AIDE
Sketchware
Sketchware অ্যাপটি খবই জনপ্রিয়। এই অ্যাপটি নিয়ে ট্রিকবিডিতে প্রচুর পোষ্ট হচ্ছে। এই অ্যাপটির মহাগুন হলো,যারা প্রোগ্রামিং কম জানে তারা এই অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করতে পারে। অ্যাপটি প্লে ষ্টোর এ ১ মিলিয়ন এর বেশি ডাওনলোড করা হয়েছে।Install Sketchware
এই রকম আরো ট্রিক পেতে আমাদের চ্যানেলটি Subscribe করুন।
#samim