আজকের পোস্ট,এন্ড্রয়েড দিয়ে অ্যাপ ডেভেলপ করার জন্য দারুন কয়েকটি অ্যাপ।কোনো একদিন আপনার হয়তো মনে হয়েছে, অ্যাপ কিভাবে বানানো হয়। কে অ্যাপ ডেভেলপ করে। আসলে কম্পিউটার দিয়েই অ্যাপলিকেশন বানানো হয়। অ্যাপ বানানো হয় অ্যাপ দিয়েই। মোবাইল ফোন দিয়েও অ্যাপ ডেভেলপ করা যায়। চলুন কিছু অ্যাপলিকেশন নিয়ে আলোচনা করে নেয়া যাক।

AIDE

জনপ্রিয় একটি অ্যাপ AIDE. গুগল প্লে স্টোর এ ১মিলিয়ন এর বেশি ডাওনলোড করা হয়েছে। যারা ভালো প্রোগ্রামিং জানে তাদের জন্য এই অ্যাপটি। অ্যাপটি ফ্লিতে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপন মুক্ত অ্যাপটি ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে কিনে ব্যবহার করতে পারেন।Install AIDE

Sketchware

Sketchware অ্যাপটি খবই জনপ্রিয়। এই অ্যাপটি নিয়ে ট্রিকবিডিতে প্রচুর পোষ্ট হচ্ছে। এই অ্যাপটির মহাগুন হলো,যারা প্রোগ্রামিং কম জানে তারা এই অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করতে পারে। অ্যাপটি প্লে ষ্টোর এ ১ মিলিয়ন এর বেশি ডাওনলোড করা হয়েছে।Install Sketchware

এই রকম আরো ট্রিক পেতে আমাদের চ্যানেলটি Subscribe করুন।

18 thoughts on "এন্ড্রয়েড দিয়ে অ্যাপ ডেভেলপ করার জন্য দারুন কয়েকটি অ্যাপ।"

  1. কাব্য Author says:
    vai ai niye to post kora ache apnar abar kasto korar ki dorkar chilo
  2. Physisist Mashrafi Author says:
    ডাউনলোড লুংক কই।কি পোস্ট করেন এগুলো।
  3. Physisist Mashrafi Author says:
    ডাউনলোড লিংক কই।কি পোস্ট করেন এগুলো।
  4. SajibDas Author says:
    এই কি পোষ্ট ছিল??!!
  5. samim ahshan Author Post Creator says:
    Thanks all
  6. Sanjit Author says:
    কয়েকটি নয় বলেন ২টি
  7. Md.Abid Perves Author says:
    এ কি পোস্ট!!!! ?????
  8. এটা কোন পোস্ট হলো।মাত্র দুইটি এপ তাও আবার সবার জানা এপ নিয়ে পোস্ট করেছেন।
    1. samim ahshan Author Post Creator says:
      ভাই আপনি তো সাইটের লেখক। আপনি তো জানবেনই। আমি পোষ্ট টা আপনার জন্য বানাই নাই বরং পাবলিকদের জন্য বানাইছি। ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
    2. Mehedi Hasan Ariyan Subscriber says:
      কোন অ্যাপ কতো এমবি?
    3. samim ahshan Author Post Creator says:
      একটা ৩০ আরেকটা ৩৫
    4. Ashraf uddin Author says:
      টিউনার হলাম বলে কি আমরা সবকিছু জানি?
      #samim
    5. মাত্র দুইটা এপ নিয়া কি পোস্ট হয় নাকি।তাও আবার বিস্তারিত কিছু বলেন নি।আর আমি সব জানি এরকম কে বলছে।কিছু কিছু জিনিস আছে যা সবাই যানে।যারা ট্রিকবিডিতে ভিজিট করা তারা এই দুইটা এপ নিয়ে অনেক পোস্ট দেখেছে।আর আপনি নতুন করে আবার দেখাতে চিচ্ছেন নাকি?
  9. Ashraf uddin Author says:
    আর বললেন অনেকগুলো আর দিলেন ২টা???
  10. BSS SUMON ISLAM Contributor says:
    এটা কি নেট কানেক্ট ছাড়া হয়
    1. samim ahshan Author Post Creator says:
      কোনো নেট কানেকশন লাগব না।

Leave a Reply