আসসালামু আলাইকুম।

আমি যার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, একাই এক রকম আবিষ্কার করতে হলো, কি করবো কারো কাছে গেলে তারা বিজি থাকে। যাহোক  আগেই আমি পিসি থেকে ডাটা গুলো সিডিতে না ভরে অনেক কিছু হারিয়েছি। অনেক সময় ভাইরাস এ সব ফাইল নষ্ট করে দিতে পারে। আমার নিরো, বা অনেক সফটওয়ার ও আছে, কিন্তু কি দরকার! অনেক সময় কাজ করেনা তাতে,

আমি আজ দেখাবো কম্পিউটার থেকে  কিভাবে সিডি বা ডিভিডি যাই হোক তাতে ফাইল গুলো (সিভি, ফটো, ভিডীও, নাশিদ, ওয়াজ, তেলাওয়াত, ইসলামিক সুন্দর সুন্দর ফ্রেম ও আর্ট ইত্যাদি) সেভ করতে পারেন। এই প্রক্রিয়া কে বলে রাইট করা বা, “burn” করা।

তো চলুন শুরু করা যাক—- আপনার দরকার হবে একটা খালি ডিস্ক, একটা কম্পিউটার / ল্যাপটপ।

একটা কথা, এখানে আমি ২ টি ছবি এড করছি, ফুল স্ক্রিন ছবি আপলোড আমার ঝামেলা হচ্ছে, তাছাড়া কম্পিউটার/ ল্যাপটপ যার নেই , মে বি এই পোস্ট টির ছবি দেখা তাদের জন্য   জরুরী নয় আর ফুল স্ক্রিন ছাড়া বুঝাও যাবেনা । আর শেষে ভিডিও তো আছেই। তো শুরু হোক ।আজকের লেখা থেকে ভুল বানান ধরে দিলে কৃতজ্ঞ থাকবো।

১।  প্রথমে একটা খালি ডিস্ক কম্পিউটার বা ল্যাপটপে নির্দিষ্ট যায়গাতে  (রিডারে) ইন করুন।  পেনড্রাইভ লাগানোর মত ডান পাশে  নিচের কোণে একটি নোটিফিকেশন দেখা যাবে।

২।মাই কম্পিউটার/ দিস পিসি থেকে – নতুন খালি সিডির আইকনে  ক্লিক করুন, অথবা মাউসের রাইট বাটন চেপে ওপেন করুন।

৩।

দেখবেন সিডির নতুন নাম লেখার অপশন পাবেন, লিখতেও পারেন বা রাখতে পারেন। তবে রেডিও বাটনে “as cd/dvd disc”  সিলেক্ট করে নেক্সট করুন।

৪। তারপর একটা ব্লাংক (খালি) পেজ আসবে,   X চেপে কেটে দিন। আর সেই ফাইল বা ফোল্ডার রাখা ড্রাইভে যান যা আপনি সিডিতে রাইট করতে চান।

৫। সিডি হইলে ৭০০ MB, ডিভিডি হইলে ৪.৩৭ GB  সর্বোচ্চ সাইজের ফাইল + ফোল্ডার রাইট করা যাবে। কম দিলে পরে আর এডিট, ডিলেট কিছুই করা যাবেনা, নতুন করেও কিছু দেওয়া যাবেনা।

= ফাইল গুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে –  send to   তে গিয়ে ‘’সিডি ড্রাইভ’’ সিলেক্ট করুন। .

৬। ভিডিও তে দেখুন সেন্ড হচ্ছে।

 

৭। সেন্ড হওয়ার পরে অটোমেটিক একটা পেজে নিয়ে যাবে যেখানে এই সেন্ড হওয়া ফাইল এখন ডিস্কে যাওয়ার জন্য তৈরী।

৮। এখানে ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন না। করলে বার্ণ / রাইট অপশোন খুজে পাবেন না। রাইট বাটন   ক্লিক করবেন ফাইলের আশ পাশে ফাঁকা যায়গায়। তারপর রাইট সিডি  বা বার্ণ সিডি সিলেক্ট করুন।

৯। এটা বার্ণ হতে কিছু সময় নেবে……………

১০।  বার্ণ শেষ হবার পর ফিনিশ চাপুন।  এবার সিডি রিডার অটোমেটিক বেরিয়ে আসবে। 😀

 

আমি যখন এটা করছিলাম একটা ভিডিও হিসাবে রেকর্ড করি। দিক নির্দেশনা সহ ভিডিও টি দেখতে ক্লিক করুন

.
.

.

# For updates, Spend 1 second to Subscribe [Click]

.
.

21 thoughts on "সিডি ও ডিভিডি রাইট করুন সহজে – কোন সফটওয়্যার ছাড়া Windows PC"

  1. HABIB99 Contributor says:
    ekta kajer post pelam tnx bro
    1. Md Khalid Author Post Creator says:
      ami khushhi holam. apnar upokar holo shune. thank you vai.
  2. Physisist Mashrafi Author says:
    ✌✌✌✌✌
    Trickbd এখন এর trickbd নেই।????
    1. Arshad Prottoy Contributor says:
      কেন ভাই কি হইছে?
    2. Physisist Mashrafi Author says:
      কি আর হইব আগে তো অনেক পোস্ট হতো।ঘন্টায় ১০ টা পোস্ট আরো আনেক ভালো পোস্ট কিন্তু এখন কই কোনো পোস্টই হয় না।
    3. Md Khalid Author Post Creator says:
      tahole ki tipsbd hoye gese? o ekoi kotha 😀 -up-
    4. Physisist Mashrafi Author says:
      কি আর হইব আগে তো অনেক পোস্ট হতো।ঘন্টায় ১০ টা পোস্ট আরো আনেক ভালো পোস্ট কিন্তু এখন কই কোনো পোস্টই হয় না।
  3. Arshad Prottoy Contributor says:
    ভাল পোস্ট। ?ভাই সিডি তে যদি কিছু থাকে,?যেমন গেমের সিডি. গেমের সিডি গেম ইন্সটল হলে ওটা আর লাগে না,তখন গেমটা সিডি থেকে ডিলিট করে অন্য কিছু রাখা যাবে?
    1. Md Khalid Author Post Creator says:
      না ভাইয়া। একবার কিছু ঢুকালে পরে তা এডিট বা ডিলেট কিছুই হয়না। যায়গা খালি থাকলে ও পরে আরোও কিছু লোড করা যাবেনা।
      Read Only মেমোরি এটা .

      আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।

    2. Arshad Prottoy Contributor says:
      ওকে ভাই Thx পোস্ট এর জন্য।
  4. Admob Earn Trick Author says:
    নতুন পোষ্ট করলে কী এখন Admin Approved করার পর Published হয়?
    1. Md. Mahfuz Author says:
      না,,অথরদের পোস্ট অ্যাপ্রুভ করতে হয় না,,শুধু কন্টিবিউটরদের,,,
    2. RDRashal Contributor says:
      Author হতে কি করা লাগবে..?
    3. Md. Mahfuz Author says:
      কপিমুক্ত,, মানসম্মত ৩ টি পোস্ট করে ট্রেইনার রিকুয়েস্ট দিতে হবে।
  5. RDRashal Contributor says:
    ভাই, খালি silver Disk এর দাম কত…??
    1. Md Khalid Author Post Creator says:
      CD ar DVD ekoi daam, 4/5 taaka different. 15-22 highest . quality onujai.
  6. Sabbir Bin Abbas Contributor says:
    আমি ১টা সিডি ল্যাপটপে in করতেছি কিন্তু সিডির লাইন পায় না।অন্য সিডি দিলে আবার পায় ।তাই বলতেছি আগের সিডিটাকি ঠিক করা যাবে?
  7. Md Khalid Author Post Creator says:
    dipu ♥ thanks, kemon Achen??
  8. Farhan Subscriber says:
    আর নই RUFUS আর নই ISO FILE । এবার iso ফাইল ছাড়ায় বুট করুন pendrive.
    come here :- https://www.youtube.com/watch?v=dr4bgQbNVCo
  9. Md Khalid Author Post Creator says:
    eta ki dhoroner ad farhan vaia

Leave a Reply