আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
পোস্টের বিষয়ঃ
?টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন পোস্টটি কি নিয়ে..এহ পোস্টে আমি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি App এর সঙ্গে পরিচয় করিয়ে দিবো…App টির নাম Tiny Scanner.. এটা দিয়ে আপনারা যে কোনো ছবি/image scan করতে পারবেন..Scan করে আপনারা pdf আকারেও save করতে পারবেন..আবার image আকারেও save করতে পারবেন..বিশেষ করে আপনারা যদি কোনো বই/লেখা Scan করতে চান তাহলে এটা আপনার সবচেয়ে বেশি কাজের..বাকিটা App ব্যবহার করলেই বুঝবেন..
এই App দিয়ে Scan করা কয়েকটি ছবিঃ
Scan করার আগেঃ
বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই app নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..
চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Size : 39.19 MB
এখানে আপনি ২ ভাবে ফটো Scan করতে পারবেন.. 1. সরাসরি ফটো তুলে এবং 2. গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে..আপনার যেভাবে ইচ্ছা Scan করবেন.. সরাসরি Photo তুলে scan করতে চাইলে ক্যামেরায় ক্লিক করলে ক্যামেরা open হবে..একটা ছবি তুলুন.. এবং গ্যালারি থেকে সিলেক্ট করতে চাইলে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করুন..
নিচের ss এর মতো আপনার সিলেক্ট করা বা তোলা ফটোটি ওপেন হবে.. এবং Automatically লেখা অংশটুকু সিলেক্ট হবে.. আপনি এতোটুকু রাখতে চাইলে রাখবেন আর ইচ্ছা হলে পুরোটাই সিলেক্ট করে দিবেন.. তারপর টিকচিহ্নে ক্লিক করবেন..
নিচের ss এর মতো দেখতে পাবেন..এখানে আপনি ৫ টি কালো কালার দেখতে পারবেন গাঢ় থেকে হালকা..আপনি লেখার কালো রং যতটা গাঢ় চান সেটা সিলেক্ট করবেন… তারপর টিকচিহ্নে ক্লিক করবেন..
এখানে এই pdf টির একটি নাম দিগে টিকচিহ্নে ক্লিক করবেন..
আপনি চাইলে pdf টিতে আরো photo Add করতে পারবেন..
দেখুন আমি ২টা photo দিয়ে একটা pdf বানিয়েছি..
কোনো ফটো scan করলে সেটা সরাসরি pdf এবং image ২ ভাবেই save হবে..আপনি Scan করা pdf এবং image গুলো মেমোরির MyTinyScanner ফোল্ডারে পাবেন..
আজ এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ
নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..
11 thoughts on "যেকোন লেখা বা বই খুব সহজে Scan করুন এবং pdf অথবা image আকারে save করে নিন.."