সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যোগ হচ্ছে নতুন অপশন ডিসলাইক বা অপছন্দের বাটন। সামাজিক নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এ কথা জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুকের সদর দপ্তরে এক অধিবেশনে জুকারবার্গ বলেন সমানুভূতি প্রকাশের মাধ্যম হিসেবেই ডিসলাইক বাটনটি যোগ করা হবে। তিনি আরো বলেন কয়েক বছর ধরেই ফেইসবুক ব্যবহারকারীরা অপছন্দের বাটনটি যোগ করার অনুরোধ জানিয়ে আসছে।
তবে কারো পোস্টে লাইকের পরিবর্তে ডিসলাইক দিয়ে হেয় করা নয় কেবল দুঃখ ভারাক্রান্ত বিষয়গুলোতে অনুভূতি প্রকাশে লাইকের পরিবর্তে এ বাটন যোগ করা হবে। ২০০৪ সালে যাত্রা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক যার ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

One thought on "ফেইসবুকে যোগ হচ্ছে নতুন অপশন ‘ডিসলাইক"

Leave a Reply