যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়!!

হ্যা অপ্রিয় সেই সত্যিটি ঠিক যেন বিভীষিকার মত বার বার ফিরে আসে আমাদের জীবনে।
ঠিক তেমনি করে বিদায় ঘন্টা বাজছে Wapka.com এর।
সেই ২০১০ সালের দিকে প্রথম Wapka তে একাউন্ট করি ।
এক এক করে এখানে কত ফোরাম, ডাউনলোড আর কত ফিশিং সাইট বানিয়েছি তার কোন ইয়ত্তা নেই।
কত শত শত ঘন্টা কাঠিয়েছি ভালবাসার এই প্লাটফর্মটিতে।
কিন্তু Wapka আজ মৃতুর দিকে ধাবিত।

হ্যা বন্ধ হয়ে যাচ্ছে Wapka Server,

Android আসার পর থেকে Wapka ব্যাবহার এতটাই কমে গেছে যে কতৃপক্ষ এর সার্ভার ব্যয় ই বহন করতে
পারছে না।

www.wapka.com/updates

এই লিংকে গেলে Wapka কতৃপক্ষের Last Update টি পাওয়া যায়। যাতে লিখা আছে,,,,

17-08-18 08:41
Dear wapmasters,
Because unable to afford expensive server costs, we are really sad to inform you that we are planning to shut down WAPKA service. We will reserve some days to let you back up and export your data.
The date is arranged like this, FM/CM/VM uploading service will be shut down on 15th Sept, the entire service will be shut down on 15th Nov.
Please note that the data will be deleted permanently after the service shut down, you will be unable to sign in Passport as well. So please sure to handle the data properly before the end time coming.
We are appreciated all the effort you paid in WAPKA. Thanks for your brilliant creations. Thanks for your whole supports. Because of you along the way, we can be so wonderful. Lasting bless you.
If any questions and problems, please feel free to contact us via email [email protected].

এর মানে হচ্ছে ব্যায়বহুল Server Maintain খরচ বহন করতে না পেরে কতৃপক্ষ Wapka, Shut Down করে দিচ্ছে।
কিন্তু ব্যাবহারকারীর ডাটা সংরক্ষণ করে রাখার জন্য তারা কিছু সময় দিচ্ছে।
১৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে তাদের সকল আপলোড পদ্ধতি বন্ধ থাকবে! এবং ১৫ নভেম্বর ২০১৮ তে তাদের
সম্পূর্ণ সাইট হারিয়ে যাবে কালের অতল গহীনে।

ভাবতেই বুকটা হো হো করে উঠছে বাধ না মানা কষ্টে।
এই কষ্ট শুধু Wapmaster রা ই বুঝবে!

Wapka Shut Down নিয়ে কিছু হৃদয়স্পর্শী মন্তব্য!

Iftykhar Uddin Abir

২০০৮ প্রথম ওয়াপকা সাইট খুলছিলাম, সে ওয়েব সাইট থেকে অনেক টাকা ইনকাম ও করছিলাম, ওয়াপকা সাইটের কোডিং এর কাজ করতে করতে আজ অনেক freamwork এর কাজ পারি, ডেভিলপমেন্ট জগতে আশা, ওয়াপকার কারনে হইত এত দূর । we are miss u wapka & mr. martin

Noor Un Nabi

Starting of everything…
Pray e mone pore…Kotokisui na shikhsilam tokhon…sitegula block hoiia ase..activate korar monei thake na .

Tamim Chowdhury

ভালবাসা থেকে যাবে আজীবন…
জীবন এর প্রথম ওয়েবসাইট বানায় ছিলাম Wapka দিয়েই।

এখন আর চাইলেও পারা যাবে না।

Morshed Sarkar

প্রথমবার যখন নিজের সাইট খুলেছিলাম wapka থেকে নিজেকে খুব ব্রিলিয়ান্ট মনে হচ্ছিল । সারাদিন বসে থাকতাম এটা নিয়ে।

Golam Kibria

যখন ক্লাস এইটে পড়তাম তখন wapka থেকে ফিশিং সাইট বানিয়ে ফ্রেন্ড দের আইডি হ্যাক করতাম। খুব মনে পড়ছে আজ সেই দিন গুলো। এই দিন গুলো আর কখনোই ফিরে আসবেনা। 

Noor Un Nabi

তোমার সাইট থাইকাই টিউটোরিয়াল দেইখা দেইখা শিখছিলাম । অনেক কিছুই শিখছিলাম । নিজেই ৬-৭ টা ফোরাম আর ডাউনলোড সাইট পুরোপুরি রেডি করছিলাম । কয়দিন পর আর কিছুই থাকবে না । তবে ওয়াপকা কে কখনও ভুলব না ।এইগুলায় ঘাটাঘাটি করেই তোমাদের সাথে পরিচয় । এর অবদান সবসময় মনে থাকবে । 

Mushfiqul Islam Anik

এখনো মনে আছে, ক্লাস সেভেনে থাকতে ওয়াপকা থেকেই প্রথম ওয়েবসাইট বানানো আর এখান থেকেই কোডিং এর ব্যাপারে জানা শুরু ।

Kayes

Oy somoyer kiso popular website 

Waptrick . Musicbd . Polapian 
Ownskin agolo ses.. 
Waptrick ta ase ajo bt update ase month abar kono mase ase o na .

Dhakawap ar chat room ta silo onno lavel a

Md Abdul Kadir

যখন ছোটবেলায় জাভা ফোনে ব্রাউজিং আর ডাউনলোড করতে শিখি তখন শুধু এই সাইগুলো বেশী পেতাম,
আর ডাউনলোড ও করতাম প্রয়োজনী বিভিন্ন ফাইল
সেদিন ও কিছু হারিয়ে যাওয়া ফাইল যা ইউটিউবে অনেক খুজ পাইনি তা পেয়েছিলাম পুরাতন একটা wapka সাইটে
মিস করব সার্ভিসটাকে
যেমনভাবে মিস করি নকিয়া ফোনটাকে

Abdullah al mamun

একটা সময় Wapka নিয়ে সারাদিন পড়ে থাকতাম
তখন জাভা মোবাইল দিয়েই সারাদিন খুটিনাটি করতাম
কত সাইট বানাইছি হিসাব নাই
খুব মিস করব ওয়াপকা ??

Abdullah al mamun.

একটা সময় Wapka নিয়ে সারাদিন পড়ে থাকতাম
কত সাইট বানাইছি হিসাব নাই
খুব মিস করব ।

S M Habibyr Rahman

আমার ওয়েবগুরু। শুরু করেছিলাম তাকে দিয়ে। অনেক কিছুই শিখেছিলাম। প্রথম যখন সাইট খুলেছিলাম তখন আমার মোবাইল ছিল নোকিয়া c1 classic. অইটা দিয়া খুইলা খুব ভাল লেগেছিল। প্রায় সারা দিন আর রাতের অর্ধেক সময়টাই সে খেয়ে দিত।

মিস করব খুব। লাভ ইউ ওয়াপকা।

Diluar Husain Rubo

জিবনের প্রতম সাইট তেরি করে ছিলাম খুব মিসস করব।অনেক স্রিতি অনেক মানুষ এর মায়া সব কিছু মিসস করব।

Rehan Sahriar

Wapka diye amar website development ar career shuru.onek website baniyechilam wapka diye.khali tutorial dekhtam and onno site ar moto site banatam.first income korechilam wapka diye site baniye.miss you wapka.never forget you.

Khayer Ahmed

wapka নিয়েই প্রথম শুরু করেছিলাম আমি সেই ২০১৪ তে। সারাদিন এটা নিয়েই পড়ে থাকতাম

shakib

কত কত ওয়াপ সাইট, এখন ও হিসাব মিলাইতাম পারতাম না ।

Opu khan

সেদিন গুলোর কথা মনে পরলে চোখের কোনে জল এসে যায় কিন্তু তার পরও জল পড়তে দেই না। যারা Wapka দেখেনি বা দেখতে পাবে না তারা আমার মতে কিছুই দেখেনি। Wapka তে যেমন ভাল ভাবে টিউটোরিয়াল শেয়ার হত তা এখন কোথাও শেয়ার হতে দেখিনি। কোনো একটা File Search দিলেই Wapka এর কোনো না কোনো সাইট আগে পাওয়া যেত। দিনগুলি Miss করি! দিনের ১২/১৪ ঘন্টাই Wapka তে থাকতাম!

বিঃদ্রঃ- আপনিও একসময়ের Wapmaster হয়ে থাকলে, কিংবা Wapka কে মন থেকে ভালবেসে থাকলে তার স্মরনে একটা বাক্য লিখে যান

অনেকদিন ধরেই ট্রিকবিডি ভিজিট করি, কিন্তু ট্রেইনার হয়েছি মাত্র কয়েকদিন হল।
সবাই আশির্বাদ করবেন যেন সারাজীবন
ট্রিকবিডির সাথে থাকতে পারি।
আর ভুল ক্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

যদিও আমি তেমন একটা অভিজ্ঞ না কিন্তু
তবু আপনাদের জন্য একটা
Youtube Channel
খুলেছি।
দয়া করে Channel টা ঘুরে আসবেন।

ফেইসবুকে আমিঃ-Connect me on Facebook

আমার ব্লগঃ-Bapon’s World Blog

আমার চ্যানেলঃ-Bapon’s World Youtube Channel

ভালবাসা অবিরাম…… ?

49 thoughts on "[Must See] বন্ধ হয়ে যাচ্ছে Wapka, কত আবেগ আর কত স্মৃতি বিজড়িত সেই প্লাটফর্ম!!"

  1. shahidul Contributor says:
    miss wapka
  2. পোস্ট টার শুরু টা ভালো ছিলো। কিন্তু শেষে কিসব নিজের ক্রেডিট আর লিংক দিয়ে রাখছেন। পোস্ট টার সৌন্দর্য টাই নষ্ট করে দিছেন।
  3. Shadin Contributor says:
    A humanity lover of wapka.
    সেই কবে থেকে ওয়াপকার সাথে ছিলাম। প্রথম ওয়াপকা থেকেই সাইট তৈরি করা শিখি। আর কত ডেভলপিং করলাম। সেখান থেকেই আজ এতদূর এগিয়ে ওয়ার্ডপ্রেস এ আসতে পারলাম।
    খবরটা যখন শুনলাম, বুকটা কাপতে লাগল। মনে খুবই দুঃখ হচ্ছে। কাঁদছে ইচ্ছা করছে। কিভাবে বোঝাব। চোখেরর কোণায় পানি এসে পড়েছে। ছাড়তে….???
    কিভাবে মন থেকে ভুলব আমার ওয়াপকাকে!?
    1. Bapon Author Post Creator says:
      হ্যা ভাই অনেক মিস করব।
    2. Shadin Contributor says:
      ?
  4. Boss Sadman Author says:
    Wapka তেই web designing এ আমার হাতেখরি ?
  5. Faisal Hossain Adil Author says:
    nijeke wapka guru vabtam. vabsi guru hoisi to wapka diye ki hbe. wordpress ea chole ashlam. ekhn eshb jogot chere disi. bt jokhon shunte prlm wapka is going to shutdown asholei bujhte prlm. ami wapka guru na borong wapka amr guru chilo jini amy rekhe chile jacchen
  6. Mir Mohit Champ Author says:
    সত্যিই ওয়াপকা ছিল বলে আজ এতকিছু শিখেছি।লাভ ফর ওয়াপক..????।জানিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কতটা খারাপ হবে!
    1. Bapon Author Post Creator says:
      অনেক কষ্ট লাগতেছে ভাই।
  7. M.Rubel Author says:
    ভাই wapka কার নতুন নোটিশ এইটা কি
    Wapka changes for you everyday!
    1. Bapon Author Post Creator says:
      বুঝিনি।
  8. Shihab hossen Author says:
    wapka ai amr 1st site create kora
    1. Bapon Author Post Creator says:
      আমারো!
  9. Ãstâr Sâyêêd Author says:
    wrong news…new update asce
    1. Bapon Author Post Creator says:
      আমি রেফারেন্স লিনক + SS দিয়া দিলাম তো।
  10. SHUKUR Contributor says:
    amr web design shekhar prathomik biddaloy cilo wapka
  11. Fazley Sabbir Contributor says:
    ছোটবেলায় জাভা ফোনের মাধ্যমে যখন ব্রাউজিং করেছি তখন ওয়াপকার সাথে পরিচয় হয়েছিল।ওয়াপকার মাধ্যমেই আমার প্রোগ্রামিং জগতের শুরু।ওয়াপকাতেই শিখেছি Html,css,js ইত্যাদি।ওয়াপকা সাইটে নতুন কোনো কিছু অ্যাড করার জন্য সারাদিন ওয়াপকাতে পড়ে থাকতাম।মাথার মধ্যে শুধু ঘুরত Html,css ইত্যাদির লাইনগুলি।যদিও আমি এখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তবুও যখন Wp ড্যাসবোর্ডে ঢুকি তখন চোখের পর্দায় ভেসে ওঠে ওয়াপকা এর চিরচেনা এডমিন প্যানেল।ওয়াপকাকে প্রচণ্ড মিস করব।কারণ আমাদের প্রিয় এই ট্রিকবিডিও এক সময়ে ওয়াপকা প্লাটফর্মে ছিল।।।।
  12. Tipsbd.net Subscriber says:
    wapkar karonei bd te onek wapmaster jonmo niyesilo. Hayre wapka avabe kadate parli mante parsina.
  13. HashTrick Contributor says:
    Amad ekta famous site silo….seta onek kosto kore banaslam….kintu seta sell deyar somoy…..bas khaisi….ajibon mone thakbe
  14. Arfat360 Contributor says:
    miss you wapka?
  15. Sujonislam Subscriber says:
    কি আর বলবো ২–৩ দিন বসে Wapka এর একটি Site বানিয়েছিলাম – তারপরো এতো ভালো লাগছিল জা বলার মতো না – Wapkar আর থাকবেনা ভাবতেই কেমন জানি লাগে
  16. Sujonislam Subscriber says:
    কি আর বলবো ২–৩ দিন বসে Wapka এর একটি Site বানিয়েছিলাম – তারপরো এতো ভালো লাগছিল জা বলার মতো না – Wapkar আর থাকবেনা ভাবতেই কেমন জানি লাগে
  17. Masud Contributor says:
    প্রিয় সাইট Trickbd যখন Wapka তে ছিল, ঠিক তখন থেকেই Wapka কে চেনা। আসলেই তখন যদি Wapka না থাকতো তাহলে Trickbd কে চিনতাম না।

    কত ধরনের সাইট বানাতাম,জাভা মোবাইল দিয়ে।
    মিস করব Wapka কে।

  18. Naim.Snigdho Contributor says:
    একটা বড় খারাব খবর।
    কত ফিশিং সাইট বানিয়ে বন্ধুদের সাথে মজা করেছিলাম! আর এখন Wapka থাকবে না!
  19. Khairul Islam✅ Author says:
    Wapka আপডেট বন্ধ করার পর থেকে ওয়েবসাইটের কাজও আর ভালো লাগেনা,,প্রায় কাজ ছেড়েই দিয়েছি
  20. Mohabbatali Contributor says:
    Bikolpo kono site ase ki.. wapka to more galo …Tai bikolbo to asbe
  21. Asik Contributor says:
    খুব কষ্ট হচ্ছে ?
  22. Sharif Contributor says:
    আসলেই খুব খারাপ লাগছে। কি করে ভুলা যায় ওয়াপকা কে। ক্লাস সেভেন থেকেই এর সাথে পরিচয়। ওয়েব সাইটের হাতেখড়ি সেখান থেকেই যুগিয়েছি। মিস ইউ ওয়্যাপকা
  23. Ajidur Rahman Subscriber says:
    তাহলে কি HTML শিখা বৃৃৃৃথা হয়ে যাবে!!!
  24. Tarek Hossai Contributor says:
    bai wapka r moto onno kono website thakle link ta den
  25. Mdzakariya Contributor says:
    Bro tar maneki trickbd Moto site are thank be na .
    Naki thakbe kinto amra are code change kor te parbo na?

    Please give me reply. please

  26. Mdzakariya Contributor says:
    Bro tar maneki trickbd Moto site are thank be na .

    Naki thakbe kinto amra are code change kor te parbo na?

    Please give me reply. please

  27. Deep shadow Contributor says:
    নিজে আনদাজে উল্টা পাল্টা কিছু হয় কিনা ট্রাই করে সাইট বানওয়েছিলাম। আহা…সব হয়ে যাবে মলিন হয়ে?ভালবাসা তবুও অবিরাম থাকবে✌
  28. rahatul_tbf Contributor says:
    Onk kosto lagtece amio koto coc account hack korlam ar parbo na :'(
  29. akbar Contributor says:
    ওয়াপকার চলে যাবে ভাবতেই অনেক কষ্ট লাগে, ওয়াপকা দিয়ে কত সাইট ডেভোলাপ করেছি miss u wapka
  30. Razufiz Contributor says:
    miss u wapka
  31. Razufiz Contributor says:
    miss u wapka
  32. Razufiz Contributor says:
    miss u wapka
  33. Razufiz Contributor says:
    miss u wapka
  34. Razufiz Contributor says:
    miss u wapka
  35. Hossain_ahmed_numan Author says:
    সত্যিই আজ wapka সাইট কে অনেক miss করছি ২০১২ সাল তেকে wapka এর সাতে ছিলাম ভাবিনি এভাবে কালের গহিনে হারিয়ে যাবে I Miss You

Leave a Reply