♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আাজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।তো আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটি লান্সার অ্যাপ নিয়ে হাজির হলাম।লান্সারটি ব্যবহার করে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।এটা শুধু লান্সার এর কাজে নয় অ্যাপ হাইট করে রাখার কাজেও ব্যবহার করা যাবে।এই লান্সারটি দিয়ে আপনারা আপনার দরকারি ও প্রয়োজনীয় অ্যাপটি hide করে রাখতে পারবেন।আলাদা কোনে প্রকার অ্যাপ ছাড়াই তো চলুন বেশি কথা না বলে মূল কাজে আসা যাক।
?প্রথমে আপনারা playstore চলে যান তারপর সেখানে Lens Launcher লিখে সার্চ দিয়ে নিচের দেখানো অ্যাপটি ডাউনলোড করুন।
?তারপর লান্সার অ্যাপটি ওপেন করুন।ওপেন করার পর নিচের মত পেজ আসবে সেখানে OKAY,GOT IT লেখার উপর ক্লিক করুন।
?তারপর নিচের মত পেজ আসবে আপনারা সেখানে নিচে দেখানো মত SETTINGS লেখার উপর ক্লিক করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে বেশি কিছু করার দরকার নেই আপনারা শুধু Home Launcher লেখার উপর ক্লিক করুন।
?তারপর আপনার ফোনের Launcher গুলা সেখানে শো করবে আপনারা Lens Launcher লেখার উপর ক্লিক করে।আপনার ফোনে Lens Launcher করে দিন।
?এখন দেখুন আপনার ফোনের অ্যাপ গুলাকে অনেক ছোট ছোট & অনেক সুন্দর দেখাচ্ছে।এটা দেখাতে আরও সুন্দর লাগবে যখন আপনার ফোনে অনেক পরিমাণে অ্যাপ থাকবে & background change করবেন তখন।
?তো আপনি চাইলে এই লান্সার যে অ্যাপ গুলাকে ছোট ছোট দেখাচ্ছে সেগুলাকে আপনি বড় করেও দেখতে পারেন।এই জন্য চলে যান লান্সার অ্যাপে তারপর lens লেখার উপর ক্লিক করুন।তারপর দেখুন নিচের মত আসবে সেখানে প্রথম অপশন টা বাড়ায় দিলে অ্যাপ গুলা বড় দেখাবে কমায় দিলে ছোট দেখাবে।তার পরের সেটিংস গুলা আপনার নিজেরা দেখে নিয়েন বা পোস্ট শেষে ভিডিও টা দেখে এর কাজ ক্লিয়ার হয়ে নিয়েন।
?এখন আপনি চাইলে background টা change করে সেখানে অনেক রকম কালোর দিবেন তাও দিতে পারবেন।কালোর দিলে আরও সুন্দর দেখা যায়।তো কালোর সেট করতে যা করতে হবে নিচে ফলো করুন।
?লান্সার অ্যাপটিতে চলে যান তারপর SETTINGS লেখার উপর ক্লিক করুন।তারপর নিচের দেখানো মত Background লেখার উপর ক্লিক করুন।
?তারপর নিচের মত দেখাবে সেখানে Color লেখার উপর ক্লিক করুন।
?তারপর কালোর আসবে আপনি আপনার পছন্দের কালার এর উপর ক্লিক করুন।আমি হলুদ কালার এর উপর ক্লিক করলাম।
?তারপর যে কালার এর উপর ক্লিক করছেন সেই কালারের অনেক কয়টা আসবে সেখান থেকে আবার সিলেক্ট করে Done লেখার উপর ক্লিক করুন।
?তারপর গিয়ে দেখুন অ্যাপের পিছনের background এর কালার change হয়ে গেছে।নিচে কয়েকটা কালার এর screen sort দিলাম দেখে নিন।
Launcher দিয়ে যে কোন অ্যাপ hide করুনঃ
?আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা এই লান্সারটির মাধ্যমে অন্য কোন প্রকার অ্যাপ ছাড়াই যে কোন অ্যাপ hide করে রাখতে পারবেন।এই জন্য আপনাকে প্রথমে লান্সার অ্যাপ ওপেন করে মাঝখানে APP নামে ওপশনে ক্লিক করতে হবে।তারপর আপনার ফোনের যত অ্যাপ আছে সেখানে show করবে তারপাশে দেখবেন চোখ আইকন আছে আপনি অ্যাপটা হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপের পাশের চোখে আইকনে ক্লিক করে হাইড করুন।
0
♥♥♥আল্লাহ হাফেজ
.
অবশ্যই যে যেটা করে নিজে ভালো মনে করেই করে – আপনি যেটা দেখছেন সেটাই বড় হয়ে গেলো….???
এই কাজ ? আমার তো মনে হয় সব লাঞ্চারেই এসব করা যায় – যদিও সব টাতে না তবে ৭৫% করা যাবেই ।