হ্যালো বন্ধুরা কি খবর সবার?
বন্ধুরা বর্তমান সময়ে কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না।
তাই আপনি চাইলেই গরু কিংবা খাসীর মাংস দিয়ে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন নানা রকমের কাবাব।
তো বন্ধুরা এজন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে এর রেসিপি। তো আজকে আমি শুধুমাত্র কাবাবের রেসিপি জানার একটি অসাধারন অ্যাপ শেয়ার করছি যেটি হল ‘গ্রিল রেসিপিস’।

তো এখন আসুন দেখি অ্যাপটির ফিচার সমুহ।


১. অ্যাপটি ইংরেজিসহ দশটি ভাষায় ব্যবহার করা যাবে। তবে দুঃখজনক এতে বাংলা ভাষার ব্যবহার নেই।
২. তো আপনারা চাইলে এই অ্যাপটিতে থাকা যে কোন রেসিপি সামাজিক যোগাযোগের মাধ্যমে যেখানে খুশি শেয়ার করতে পারেন।
৩. এই অ্যাপটিতে প্রতিটি কাবাব বানানোর সম্পূর্ণ উপকরণের পরিমাণ জানা যাবে।
৪. কিভাবে বিভিন্ন রকম কাবাব তৈরি করবেন তার ছবি সহ বিস্তারিত আছে এই অ্যাপ টির মধ্যে।
৫. আপনার যদি কোনো রেসিপি খুব পছন্দ হয় তা চাইলে আপনি প্রিয় তালিকায় যুক্ত করতে পারবেন যা কিনা পরবর্তীতে খুব সহজেই দেখে নিতে পারবেন।
৬. আপনার চাইলে এই অ্যাপটি অফলাইনেও ব্যবহার করতে পারেন ইন্টারনেট ছাড়াও অফলাইনে ব্যবহার করার সুবিধা রয়েছে এই অ্যাপে।
৭. অ্যাপটিতে থাকা সার্চ অপশনের মাধ্যমে আপনার পছন্দের রেসিপিটি খুঁজে নিতে পারবেন খুব সহজে।
৮. বন্ধুরা একটি আরো রয়েছে স্মার্ট রেসিপি ফাইন্ডার সুবিধা। যেখান থেকে কিনা আপনার পছন্দমত খাবারের উপকরণ দিয়ে কি কি রেসিপি তৈরি করা যায় তা জানতে পারবেন।
অ্যাপটির ইন্টারফেস খুবই সুন্দর যা আপনার খুবই ভালো লাগবে আশা করি।
তো বন্ধুরা এখন আসে অ্যাপ টি কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোর চলে যাবেন।
এবং সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন Barbecue Grill Recipes তাহলে পেয়ে যাবেন আশা করি।
সাইজ মাত্র 13 মেগাবাইট।
অ্যাপটিতে ডাউনলোড করতে সমস্যা হলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।


তো বন্ধুরা পোস্টটি কতটুকু ভালো লেগেছে আপনার কাছে তা আমি জানি না তবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন।
আর আপনি যদি এমন ই আনকমন এবং ইন্টারেস্ট পোস্ট পেতে পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে আগামী কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
যেকোনো ধরনের ডলার কিনতে কিংবা সেল করতে চাইলে এখানে ক্লিক করুন।

3 thoughts on "ঘরে বসেই বিভিন্ন রকমের কাবাব এর রেসিপি বলে দিবে যে এই অ্যাপটি?"

  1. Shadin Contributor says:
    অনলাইন নাকি অফলাইন অ্যাপ এটা?
    1. Imran Khan Contributor Post Creator says:
      অনলাইন এবং অফলাইন দুইটাতেই কাজ করে এই অ্যাপটি তবে আপনাকে অফলাইন করে নিতে হবে।

Leave a Reply