প্রথমে আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্য রকম একটি টিউটোরিয়াল। আপনি কোথাও এই টিউটোরিয়াল টি পাবেন না।
অনেক কস্ট করে পোস্ট লিখতে হয় তাই যদি কেউ উপকৃত হন তাহলে ধন্যবাদ জানাবেন।
আপনারা যারা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য এই পোস্ট টি। আশা করি ভালো লাগবে।
তাহলে আর দেরি না করে শুরু করি-
ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
= প্রথমে নিচের থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
= এরপরে ফাইলটি আনজিপ করলে চারটি ফাইল পাবেন।
(2) notice-page.php
(3) function.txt
(4) code.txt
[১] notice.php ফাইলটি আপনাদের থিম ফোল্ডারের উপরে আপলোড করবেন।
[২] notice-page.php ফাইলটি আপনাদের থিম এর template-file/func ফোল্ডারের ভিতরে আপলোড করবেন।
[৩] function.txt এর ভিতরের কোড গুলো copy করে আপনার থিম এর function.php ফাইলটির নিচে past করবেন।
[৪] এরপর code.txt এর কোডগুলো আপনি আপনার হোমপেজ এর যেখানে নোটিশ দেখাতে চান সেইখানে past করবেন।
[৫] এখন Notice Board নামের একটা পেজ তৈরি করে সেখানে Page Tamplate হিসেবে notice-page দেখতে পাবেন। এইটা সিলেক্ট করে পেজ Publish করবেন।
[৫] এরপরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাটের ড্যাশবোর্ড এ গেলে এর বাম পাশে Notice নামের একটি অপশন দেখতে পারবেন। আর সেইখানে যা লিখবেন তাই আপনার নোটিশ এ দেখতে পারবেন।
যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।
আমাদের সাইটে নতুন ফিচার এড করা হয়েছে এখন থেকে আমাদের সাইটে পোস্ট করে আয় করুন অন্য পোস্টে কমেন্ট করলে আপনার ইনকাম হবে।তাই এখনি পোস্ট করা শুরু করুন।আপনার Balance ৳৩০ টাকা হলে পেমেন্ট নিন।
Full Credit: Feroj
আমার সাইটঃ-TipsNow24.Com
20 thoughts on "আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কাস্টমভাবে নোটিশ বোর্ড ব্যাবহার করুন কোন প্লাগিন ছাড়া।"