আসসালামু আলাইকুম

স্বাগতম আপনাদের সবাইকে আজকে আমার পোস্টে।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
অসাধারণ কিছু ছন্দের টেকনিক যা আপনাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।

আজকে আমি রসায়নের পর্যায় সারণীর গ্রুপ,অর্ধপরিবাহী,ম্যাক্রো মিনারেল ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।

তো আর কথা না বলে শুরু করি।

গ্রুপ ১ এর ক্ষেত্রে:-

ছন্দ ১:-হায় লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে।

গ্রুপ IA(1) ছন্দ
H হায়
Li লি
Na না
K কে
Rb রুবি
Cs সাজাবে
Fr ফ্রান্সে

গ্রুপ ২ এর ক্ষেত্রে:-

ছন্দ ২:-বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো।

গ্রুপ IIA(2) ছন্দ
Be বিরিয়ানি
Mg মোগলাই
Ca কাবাব
Sr সরিয়ে
Ba বাইরে
Ra রাখো

গ্রুপ ১৩ এর ক্ষেত্রে:-

ছন্দ ৩:-বাবর আলী গেলো ইন্ডিয়া ট্যুরে।

গ্রুপ IIIA(13) ছন্দ
B বাবর
Al আলী
Ga গেলো
In ইন্ডিয়া
Ti ট্যুরে

গ্রুপ ১৪ এর ক্ষেত্রে:-

ছন্দ ৪:-কাদলে শার্ট গেণ্জ্ঞি পাবে।

গ্রুপ IVA(14) ছন্দ
C কাদলে
Si শার্ট
Ge গেন্জ্ঞি
Sn পাবে
Pb ফিরে

গ্রুপ ১৫ এর ক্ষেত্রে:-

ছন্দ ৪:-নায়িকা পুর্ণিমা গেলো শাবানার বাসায়।

গ্রুপ VA(15) ছন্দ
N নায়িকা
P পূর্ণিমা
As গেলো
Sb শাবানার
Bi বাসায়

গ্রুপ ১৬ এর ক্ষেত্রে:-

ছন্দ ৬:-ও এস এসসি তে পড়ে।

গ্রুপ VIA(16) ছন্দ
O
S এস
Se এসসি
Te তে
Po পড়ে

গ্রুপ ১৭ এর ক্ষেত্রে:-

ছন্দ ৬:-ফেল করলেও বাড়িতে আজ আসতাম।

গ্রুপ VIIA(17) ছন্দ
F ফেল
Cl করলেও
Br বাড়িতে
I আজ
At আসতাম

গ্রুপ ১৮ এর ক্ষেত্রে:-

ছন্দ ৮:-হেনা আর করিম যাবে রমনায়।

গ্রুপ 0 (18) ছন্দ
He হে
Ne না
Ar আর
Kr করিম
Xe যাবে
Re রমনায়

আজকে এই পর্যন্তই আগামী পর্বে রসায়নের নতুন বিষয় নিয়ে আলোচনা করবো।

ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।

সবাই নিয়মিত নামায পড়ুন।

খোদা হাফেজ |

6 thoughts on "ছন্দে ছন্দে শেখা [পার্ট:১]"

  1. Atiq Contributor says:
    ভালো
    1. Abir Ahsan Author Post Creator says:
      Thanks
  2. mdriaz.rs Contributor says:
    Agolo ar bal lage na… ak sathe onek gola mokhosto kore nichi…….

Leave a Reply