আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন
trickbd তে আমার প্রথম পোস্ট, আশা করি সবার উপকারে আসবে। [এটা শুধু মাত্র যারা জানেন না, তাদের জন্য]

এবার মূল কথায় আসি,
মনে করেন, আপনি ঘুমিয়ে আছেন, কেউ একজন (আপনার ছোট ভাই/বোন) এসে আপনার আঙ্গুলের ছাপ নিয়ে আপনার ফোনে থাকা সামনে/পিছনের ফিঙ্গারপ্রিন্ট টা আনলক করে ফেলল, তখন আপনার কেমন লাগবে? ????
এমন পরিস্থিতির যাতে শিকার না হওন, তাই আপনাকে এমন একটি অ্যাপ ডাওনলোড করতে হবে, যা আপনার ফিঙ্গারপ্রিন্টকে কিছু সময়ের জন্য অকেজো করে দিবে,
অর্থাৎ আপনার আঙ্গুলের ছাপ দেওয়ার সময় আপনার প্যাটার্ন /পিন/ পাসওয়ার্ড চাইবে। এককথায় ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না।

আসুন অ্যাপটির সম্পর্কে জেনে আসি,

এখান থেকে ডাওনলোড করুন
App name: Turn off screen
Size : 18 kb [মাত্র]

অ্যাপটি ডাওনলোড করে device administrator এ activate করে দিন

এরপর অ্যাপটি আইকনে ক্লিক করেন, দেখবেন, স্ক্রিন লক হয়ে গেছে,

এবার সারাদিন ফিঙ্গার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক আনলক করার চেষ্টা করলেও সব বৃথা,
প্রতিবারই আপনার প্যাটার্ন /পিন/ পাসওয়ার্ড চাইবে। আপনার ফোনটি নিরাপদ থাকবে।
কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই

5 thoughts on "আপনি ঘুমিয়ে আছেন? কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কেউ চুরি করে আনলক করছে নাতো? দেখে নিন কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে কিছু সময়ের জন্য অকেজো করবেন"

  1. jahid71 Contributor says:
    এরকম একটা পোষ্ট খুজছিলাম।
    ধন্যবাদ আপনাকে।
    1. saif uddin Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য….?
  2. sohelrana1234554321 Contributor says:
    Thanks Ami trickbd te ajke notun..onek din age account khulecilam kintu password vule gaowar karone login korte parcilam na kintu ajke password rest kore Abar login korlam..akhon khub vlo lagce trickbd poribare join hoa
  3. Tushan Author says:
    সুন্দর পোস্ট
    1. saif uddin Author Post Creator says:
      thanks bro…

Leave a Reply