Welcome Back, Guests!
আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহ্’র রহমতে ভালো আছি ।
তো অনেক দিন(প্রায় ১ বছর) পর আবার ট্রিকবিডিতে পোস্ট করছি।
জানিনা এটা আপনাদের কোনো উপকারে আসবে কিনা।
আজকে যেই টপিক নিয়ে আলোচনা করবো,
তা হলো- কিভাবে আমরা কোনো App Clonner ছাড়াই একই ডিভাইজে দুটো একাউন্ট (এখানে Facebook, Messenger, Whatsapp ইত্যাদি বোঝানো হয়েছে) পরিচালনা করবো।
বি: দ্র: সব Android Mobile এ এটি সম্ভব নয়। কিছু কিছু মোবাইলে এই ফিচারটি পাওয়া যায়।
আমি Galaxy M10 ব্যবহার করি এটিতে আমি ফিচারটির সুবিধা পাচ্ছি।
Galaxy M20 ব্যবহারকারীও এই ফিচারটির সুবিধা পাবেন।
এবার চলুন স্ক্রিনশটগুলো অনুসরণ করি।
》Settings
》Advanced Features
》Dual Messenger
》Choose & Select An App
》Install
》Confirm
》Tap On The Toggle Switch
উপরের স্ক্রিনশটে দেখানো সুইচটিতে চাপলে আপনার Contact List দেখবে। এখানে কিছু না করে Back করুন।
এবার দেখুন আপনার নির্বাচিত App টি Clone হয়ে গেছে।
কষ্ট করে পুরো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
আর পোস্টটি কারো উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন।
পরিশেষে: ভূলত্রুটি মার্জণীয়।
Tobe vai screenshort gula edit korcen kon app diye?
common option..
tobe eta sudhu communication app (fb, imo, whatsapp, etc) eigula hobe,,, onno kono app hobe na..