আসসালামু আলাইকুম

সবাইকে পবিত্র রমজানুল মোবারক।
ফেসবুক মেসেঞ্জারের Ignore Messages অপশনটা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো জানেন এই অপশনটার কাজ কি, আবার বেশি ভাগ মানুষেই এই অপশনটার কাজ জানেন না। তো যারা জানেন না ১মিনিটে এই পোস্টটি পড়লেই আশা করি যেনে যাবেন..

ফেসবুক মেসেঞ্জারের বিরক্তিকর বন্ধুদের কাছ থেকে বার্তা গ্রহন করা থেকে নিজেকে রক্ষা করতেই ফেসবুক মেসেঞ্জারের Ignore Message অপশনটি।

ধরুন আপনি আপনার একজন ফেসবুক বন্ধুর ম্যাসেজ গ্রহন করতে চাচ্ছেন না, সেহেতু আপনাকে সাধারন ভাবে তাকে ব্লক করা লাগবে যাতে সে ম্যাসেজ করতে না পারে..

কিন্তু আপনি চাইলে ব্লক না করে যাস্ট Ignore Message এই অপশনটি তার জন্য চালু করে দিলেও তার ম্যাসেজ আপনার কাছে সরাসরি আসবে না ..

ব্লক করে দেওয়ার ক্ষেত্রে, সে আপনাকে ম্যাসেজ করতে পারতো না সাথে দুজন দুজনের থেকে আনফ্রেন্ড হয়ে যেতেন দুজন দুজনের প্রফাইল দেখতে পারতেন না..

বিপরীতে Ignore Message অপশনটি চালু করে দেওয়ার ক্ষেত্রে,

আপনি শুধু তার ম্যাসেজ গুলোই এভওইট করলেন আর সেও বুঝতে পারবে না যে আপনি তার ম্যাসেজ গুলো Ignore Message নামের একধরেন block লিস্টে ফেলে এভওইট করছেন।
তাছাড়া আপনে চাইলে Unigonre না করেও তার পাঠানো ম্যাসেজ গুলোও দেখতে পারবেন। আর আপনিও যে তার ম্যাসেজ Seen করেছেন সেটাও সে বুঝতে পারবে না।

কিভাবে Ignore Messages অপশন চালু করবেন
যেই কনভেনসশন Ignore Messages করবেন তার উপর ক্লিক করে বামে সাল্ডাইড করুন স্কিনসট দেখুন-

তো Ignore করার পর কিভাবে পঠানো ম্যাসেজ দেখবেন এর স্কিনসটগুলো দেখুন..



ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন

8 thoughts on "মেসেঞ্জারের Ignore Messages অপশনের কাজ কি? সবার জেনে রাখা দরকার"

  1. Jemes Faruk khan Contributor says:
    অমাইক পোষ্ট
  2. Rk khan Contributor says:
    ফেইসলক ডিজেবলব্যাক করার কোনো উপায় থাকলে বলবেন প্লিজ
  3. PRINCE Contributor says:
    Jantam na thanks
  4. Md Himul Contributor says:
    onek age thekei jana ace bro, tao tnx
  5. anis anik Contributor says:
    ভাল‌ো
  6. saimun islam sohag Contributor says:
    ভাই,,,,ফেসবুকের নাম চেন্জ,করতে পারছি না,,,,যদি একটু হেল্প,করতেন

Leave a Reply