হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
প্রতিটা মানুষই চায় নিজেকে অন্যের কাছে আলাদা ভাবে উপস্থাপন করতে। প্রতিটা মানুষ নিজেকে সবার কাছে স্পেশাল ভাবে প্রকাশ করতে চায়। আর এই সুযোগটা মানুষ পায় বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট। যেমনঃ Facebook, Instagram ইত্যাদিতে। সবাই বিভিন্ন ভাবে নিজের সম্পর্কে বর্ণনা লিখে, কেওবা এডিট করে স্টাইলিশ ছবি আপলোড করে ইত্যাদি নিজেকে প্রকাশ করার একটা উপায়, যা আমরা সবাই করে থাকি কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে আমরা নিজেকে স্পেশাল ভাবে প্রকাশ করতে চাচ্ছি।
তো বন্ধুরা আজকে আমি নিকেকে অন্যের কাছে স্পেশাল প্রমাণ করার ঐকটা উপায় নিয়ে এলাম, তাহলো নিজের একটা অনলাইন বায়োডাটা তৈরি করা। এটা মূলত একটা প্রোফাইল অনেকটা ফেসবুক প্রোফাইল এর মত যেখানে লেখা থাকবে আপনার সম্পর্কে, আপনি কি করতে ভালোবাসেন, কোনটা আপনার পছন্দ, ঠিকানা, আপনার ওয়েবসাইট এর লিংক ইত্যাদি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক।
প্রথমে about.me এই সাইটে চলে যান। এরপর Get your own page লেখায় ক্লিক করুন।
ক্লিক করার পর একটা পেইজ আসবে এখানে আপনার Email Address দিয়ে Next এ ক্লিক করুন।
এরপরের পেইজে আপনার ফাস্ট এবং লাস্ট নেইম দিয়ে Next ক্লিক করুন নিচের ছবির মত।
এরপর নিচের ছবির দেখানো স্থানে ক্লিক করে একটা প্রোফাইল ফটো আপলোড করুন।
এবার যে পেইজটা আসবে এখানে আপনি কি কাজ করেন তা সিলেক্ট করতে হবে। আপনি মোট তিনটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে Next ক্লিক করুন।
তারপরের পেইজে, মানুষ যখন আপনার বায়োডাটা পেইজ ভিজিট করবে তখন কি করবে তা দিতে হবে। যেমন দিতে পারেন Visit my Website..
এবার যে পেইজটা আসবে এখানে আপনি আপনার পেইজ এর ডিজাইন ও কালার সিলেক্ট করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে Next ক্লিক করুন।
এবারের পেইজে আপনার পেইজের জন্য একটা ডোমেইন সেট করতে বলবে। আপনি ইচ্ছা করলে কাস্টম ডোমেইন এড করতে পারবেন। আর ফ্রিতেও ওরা আপনাকে একটা লিংক দিবে ঐটা সেট করার জন্য Help me to choose a Domain এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর নিজের পছন্দ মত একটা username দিন যা আপনার পেইজের লিংক হিসেবে কাজ করবে। বুঝতে না পারলে নিচের ছবিটা দেখুন।
এরপর Next ক্লিক করুন। এবার দেখুন আপনার পেইজ তৈরি হয়ে গিয়েছে।
এখন এই লিংকটা আপনি ইচ্ছা করলে আপনার Facebook Profile এর About এ দিয়ে দিতে পারেন।
বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। পোস্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
6 thoughts on "নিজের সম্পর্কে একটা অনলাইন বায়োডাটা পেইজ তৈরি করুন খুব সহজে"