আসসালামু আলাইকুম
আজ আমি আপনাদের সাথে অ্যাম্বুলেন্স নিয়ে কিছু কথা বলবো, তো চলুন শুরু করা যাক।
অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজনে ব্যবহৃত একটি বাহন । মানুষের অসুস্থতায় জরুরি চিকিৎসা সেবা দিতে বাহনটি খুবই গুরুত্বপূর্ণ ।
কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে, অ্যাম্বুলেন্সের সামনের অংশে “অ্যাম্বুলেন্স” শব্দের ইংরেজি বর্ণগুলো উল্টো করে লেখা থাকে? ( ƎƆИA⅃UꓭMA )
কেনো এমন করা হয়ে থাকে? এটা কি কোনো ভুল নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে?
আপনারা নিশ্চয়ই জানেন যে, আমরা আয়নায় যখন কোনো জিনিসের প্রতিবিম্ব দেখি; তখন তা আনুভূমিকভাবে উল্টো দেখি । যেমন আয়নায় আমাদের ডান হাতকে বাম হাত দেখায় । ঠিক তেমনি আয়নায় কোনো শব্দ দেখলে তা উল্টো দেখা যায় । যা বাস্তবে ডান থেকে শুরু হয়, তা আয়নায় বাম থেকে ।
এখন বলি অ্যাম্বুলেন্স (ƎƆИA⅃UꓭMA) লেখাটি কেনো উল্টো করে লেখা হয়
গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে তাতে ড্রাইভার পেছনে থাকা গাড়ির অবস্থান দেখতে পারেন। অ্যাম্বুলেন্সের সামনে কোনো গাড়ি থাকলে সে গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে উল্টো অ্যাম্বুলেন্সের সঠিক প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সহজে অ্যাম্বুলেন্সের জন্য পথ ছেড়ে দিতে পারবেন ।
মূলত এ ভাবনা থেকেই অ্যাম্বুলেন্সের সামনে শব্দটি উল্টো করে লেখা থাকে ।
বি: দ্র: আপনি কখনো ড্রাইভারের আসনে থাকলে পেছনে থাকা অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিন । হয়তো তাতে কোন গুরুতর অসুস্থ বা আহত রোগীর জীবন বাঁচাতে আপনার ভূমিকা ফলপ্রসু হবে ।
আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর কমেন্ট বক্সে জানান
Date: (Aug 22, 2019)
Thank You Very Much
আরেকটা প্রশ্ন পুলিশের গাড়িতে সাইরেন দেয়া থাকে কেনো?
এতে তো অপরাধী পালানোর/লুকানোর সুযোগ পায়
but..
amar ekta question ——- apni kivabe ei ulta “ƎƆИA⅃UꓭMA” likhlen, ami na hoy pari tai likhlam. 😀