এডসেন্স !! মাত্র ৩ দিনে কীভাবে এপ্রুভ হবে ?? ( ব্যক্তিগত অভিজ্ঞতা )
আমাদের অনেকের পার্সোনাল ব্লগ বা অন্য কোন ওয়েব সাইট আছে। আর আমাদের দেশের প্রেক্ষিতে এডসেন্স হচ্ছে সর্বোত্তম পদ্ধতি ওয়েব সাইট থেকে আর্নিং এর।
যদিও বেশি রেভিনিউ পেতে সবথেকে ভালো উপায় হচ্ছে এফিলিয়েট তবুও আমাদের দেশে এখনো এফিলিয়েট জনপ্রিয় নয়। কারণ, আমরা এখনো কোনো পন্যের জন্য গুগলে সার্চ করে কোন ওয়েব সাইট এ খুঁজে দেখি না।
সে যায় হোক, আমরা অনেকেই ভাবি গুগলের এডসেন্স হচ্ছে সোনার হড়িন। আমারও কিছুদিন আগে একই ধারণা ছিল যখন একটা ওয়েব সাইটের জন্য ১৮/২০ বার রিকুয়েস্ট দিয়েও কোন সাজেশন ছাড়াই এপ্রুভ করছিল না। কিন্তু, সামান্য কিছু ট্রিক্স খাটিয়ে আমি মাত্র ৩ দিনের মাথায় একবার রিকুয়েস্ট দিয়েই এই সাইটের জন্য এডসেন্স পেয়েছি। ( সাহায্য করেছেন MD Biplop Hossain )
আর সেই ট্রিক্স এবং এডসেন্স সম্বন্ধে সবকিছু নিয়ে এই লেখাটি। আপনার সাইটের এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য এবং বিস্তারিত জানতে পড়ে ফেলুন এখনই এই লেখাটি।
Image Credit www.apkfeast.com |
এডসেন্স কী ??
এডসেন্স হচ্ছে গুগল কর্তৃক পরিচালিত “এড সার্ভিস”। অর্থাৎ, একটা কোম্পানী তার নিজস্ব প্রোডাক্টের জন্য গুগল এর কাছে অর্থের বিনিময়ে এড দিবে।
এবং গুগল সেই এড এডসেন্স এপ্রুভ আছে এমন সাইটে পাবলিশ করবে। আর ওই কোম্পানীর দেয়া অর্থের কিছু অংশ পাবেন আপনি এবং বাকি অংশ গুগল। এই সার্ভিস টার নামই হচ্ছে এডসেন্স।
এডসেন্স বুঝলাম না
আচ্ছা, সহজ করে বলি। আপনি নিশ্চয় টিভিতে অনুষ্ঠান দেখার সময় খেয়াল করেছেন বিজ্ঞাপন বিরতির সময়ে বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ, কোন কোম্পানির প্রচার মুলক বিজ্ঞাপন দেখায়। এবং এই সার্ভিস টা হয় কোম্পানী এবং চ্যানেল এর মধ্যে সরাসরি।
কিন্তু, এডসেন্স এ একই কাজ হলেও ওয়েব সাইট মালিক এবং কোম্পানির মধ্যে সরাসরি সম্পর্ক থাকে না।এখান মাঝখানে থাকে গুগল। নিচের ইমেজ এর মতো সম্পর্ক
এবারে নিশ্চয় বুঝতে পেরেছেন !!
এডসেন্স এর জন্য ওয়েব সাইট কেমন হওয়া লাগবে ??
ওকে, আমি নিজেই অনেক জায়গায় ভুল তথ্য পেয়ে হয়রান হয়েছি। গুগল এডসেন্স সাপোর্ট পেজ এ সব বিস্তারিত আছে তবে আমি এখানে আবারো কিছু গুরত্তপুর্ন তথ্য তুলে ধরছি
- অবশ্যই ১০০% ইউনিক পোস্ট হতে হবে। অনেক জায়গায় লেখা থাকে ৬০% বা এরকম এটা সম্পুর্ন ভুল। গুগলের প্রথম রুল হচ্ছে ইউনিক কন্টেন্ট।
- ডোমেইন হাই-লেভেল এর হতে হবে। এটা ওদের অফিশিয়ালি বলা নাই, তবে আমি প্রথম সাইটে এডসেন্স যে কারনে পাইনি এটা তার প্রথম কারণ। টপ লেভেল বা হাই লেভেল ডোমেইন সব জায়গায় প্রথমে প্রাধান্য পায়। হাই লেভেল ডোমেইন ছাড়া ফেসবুকও লিংক ব্লক করে দেই। তাই, ভালো হয় হাই লেভেল ডোমেইন।
- হাই লেভেল ডোমেইন এর জন্য পড়ে ফেলুন এই লেখাটি। মাত্র ৳৯৯ টাকায় .xyz ডোমেইন নিবেন যেভাবে | যেখানে মাত্র ৯৯৳ টাকায় .xyz ডোমেইন পেয়ে যাবেন। এটা হাই লেভেল।
- সাইটে পোস্ট সংখ্যা নির্দিষ্ট নয়। অনেকে বলে থাকে ২৫ টা বা ৩০ টা এরকম। সবগুলো ভুয়া। এডসেন্স রুলস এরকম কোন নিয়ম লেখা নাই। তাই, আপনি পোস্ট করতে থাকুন। ১০ বা তার কমেও এপ্রুভ হয়। আমার মাত্র ১৩ টা পোস্ট থাকতে এপ্রুভ হয়েছে। আপনারও হতে পারে। তাই, এসব চিন্তা বাদ দিন।
- সাইটের মেনু বার অবশ্যই ক্লিয়ার হতে হবে। এটা গুগলের অফিশিয়াল রুল। আপনার সাইট অবশ্যই রেস্পন্সিভ এবং সহজে বোঝার মতো হতে হবে। আপনি যদি কন্টেন্ট এর কালার সাদার মাঝে হলুদ দেন তাহলে তো আর হবে না।তবে, যে কেউ যেন সহজে ব্যবহার করতে পারে এমন হতে হবে।
- সাইটের বয়স নিয়ে অনেকে অনেক কথা বলে। তবে, এরকম কোন নিয়মও ওদের নেই। আমার সাইটের বয়স ১ মাস হয়েছে মনে হয়।
- সাইটে About, Contact, Privacy Policy, Term & Condition পেজ থাকলে ভালো হয়। তাহলে গুগল আপনার সাইটকে বেশি প্রাধান্য দেবে।
- আপনার যেই জিমেইল দিয়ে এডসেন্স রিকুয়েস্ট দিবেন সেটার বয়স অবশ্যই ১৮+ হতে হবে।
- আপনার সাইটে কোন হ্যাকিং বা ক্রাকিং নিয়ে লেখা থাকলে হবে না।
- পর্নোগ্রাফি বিষয়ক কিছু থাকলে, কোনো শকিং কন্টেন্ট থাকলে হবে না।
- কাউকে হ্যারেজ করে থাকলে। এবং যদি কোনো সফটওয়্যার এর ক্রাক বা Unwanted Software নিয়ে কন্টেন্ট থাকলে এপ্রুভ সম্ভব না।
- ম্যালওয়ার, এডওয়ার, নিষিদ্ধ পন্য বিক্রি ইত্যাদি থাকলেও হবে না।
এরকম আরো অনেক রুল আছে যদিও উপরের গুলোই প্রধান। সব বিস্তারিত জানতে অফিশিয়াল লিংক https://support.google.com/adsense/ এই লিংকে চলে যান।
এখন যদি উপরের সব কিছু সঠিক ভাবে মেনে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ খুব দ্রুত এডসেন্স এর জন্য এপ্রুভ হবেন।
আমার সাইট উপরের সবগুলো কন্ডিশন মেনেছে তাই আল্লাহর রহমতে আমি যেদিন রিকুয়েস্ট করেছি এডসেন্স এর জন্য তার ২ দিন পরে সন্ধ্যাই ইমেইল পেয়েছি যে আমি এডসেন্স এর জন্য এপ্রুভড!!
যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে জানিয়ে দিন কমেন্টে বা যেকোন মতামত এর জন্য কমেন্ট বক্স উন্মুক্ত।
যদি মনে হয় কাউকে এই বিষয়ে জানানো দরকার তাহলে এখনই শেয়ার করে ফেলুন এই লেখাটি।
আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz
Tobe ekhon 2-1 ta abar author trickbd er man komaya felse….
” We were unable to save your theme.
Your theme could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message:
Content is not allowed in prolog.”