কিভাবে NU অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম 2019?
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান।
আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল দেখবেন ?
➥ত চলুন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বলব।
➥আপনারা সবাই জানেন যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ১৫ সেপ্টেম্বর অনলাইনে শেষ হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা অনেক জানেন যে অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকা এর ভর্তির ফলাফল হয়েছিল ২৩ সেপ্টেম্বর।
➥এখন আপনারা অনেক এ চিন্তা করছেন যে আমাদের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল কবে দেবে?
✿২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল কবে?
➥এই প্রশ্নের জবাব হল আগামী ০১ অক্টোবর NU এর ওয়েবসাইট থেকে একটি খবর পাওয়া গেছে। তা হল যে আগামী ০৩ অক্টোবর অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে। ঔদিন বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। একই দিন রাত ৯ টায় অনলাইনে ফলাফল পাওয়া যাবে।
➥নিচে পিকচার দেওয়া আছে।
➥আর PDF ডাউনলোড করতে ক্লিক এখানে
✿ NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়মঃ
আপনারা যারা NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এ আবেদন করেছেন , এবং ১ম মেধা তালিকায় আছেনি তারা ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল এই ফলাফল দুইভাবে দেখতে পারবে। নিচে নিয়ম দেওয়া হলঃ-
➥ কাজের ধাপঃ
- মোবাইলে SMS এর মাধ্যমে ।
- NU এর ওয়েবসাইট এর মাধ্যমেঅনলাইনে ফলাফল ।
✿মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম?
➥উদাহরণঃ NU ATHN 5345144
বিঃদ্রঃ মোবাইলে অনেক সময় ফলাফল ভুল আসে। তাই অবশ্যই অনলাইনে ফলাফল চেক করার পরামর্শ দেয়া হল।
✿NU এর ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম?
- প্রথমে আপনি আপনার পিসি বা মোবাইল এ একটি ব্রাউজার ওপেন করুন।
- তারপর আমাদের দেওয়া এই লিঙ্কে বা এই লিঙ্কে ক্লিক করুন।
- তারপর নিচের ছবির মত দেখা যাবে
- সেখানে আপনার ভর্তি রোল এবং পিন নম্বর দিবেন সঠিকভাবে ।
- Login অপশনে ক্লিক করবেন ।
- শেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
✿পিন বা রুল কিভাবে রিকভার করব?
- প্রথমে আপনে লগিন এ ক্লিক করে Applicant’s Account Login (Honours) এই পেজ এ আসলেন। তারপর নিচে দেখেবেন লিখা আছে Forgot Your Admission Roll or Pin? ক্লিক এখানে ।
- তারপর আপনাকে অন্য একটি পেজ এ নিয়ে যাবে।
- ঐখানে দেখবেন একটি ফর্ম আছে ঐটা আপনাকে পূরণ করতে হবে। নিচে ছবি দেওয়া আছে।
- ফর্ম এ ১ম বক্স এ আপনাকে HSC Roll , ২য় HSC Board , ৩য়
- তারপর Search এ ক্লিক করুন।
- এরপর নিচে আপনের রোল এবং পিন দেখাবে।
➥নিচে ছবি দেওয়া হলঃ
ফর হেল্পঃ
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
➥আমার অনন্য পোস্টঃ
>[?হট] RimChat এ অ্যাকাউন্ট করলেই পাবেন $1 ফ্রী অফার থাকছে ০১-১০ অক্টোবর পর্যন্ত ।
>[?HOT POST] Facebook কে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম।
>[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?
>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?
> [জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?
> [দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !
> [?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !
> [Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!
>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !
>[NEW] Zorex-Movie Blogger Premium Template !
>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !
>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !
>[NEW] ওটিজি বা OTG কি কিভাবে OTG ব্যবহার করবেন !!!
>[HOT] Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল !!!
ধন্যবাদ সবাইকে…
ছবি দেখেন দেওয়া আছে।