কিভাবে NU অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম 2019?

আস্সালামুআলাইুম…

হ্যালো বন্ধুরা !

আমি ছাদিকুর রহমান।

আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা  কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল দেখবেন ?

ত চলুন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বলব।

➥আপনারা সবাই জানেন যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ১৫ সেপ্টেম্বর অনলাইনে শেষ হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা অনেক জানেন যে অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকা এর ভর্তির ফলাফল হয়েছিল ২৩ সেপ্টেম্বর।

➥এখন আপনারা অনেক এ চিন্তা করছেন যে আমাদের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন  ফলাফল কবে দেবে?

 

২য় লিস্ট ও মাইগ্রেশন ফলাফল কবে?

এই প্রশ্নের জবাব হল আগামী ০১ অক্টোবর NU এর ওয়েবসাইট থেকে একটি খবর পাওয়া গেছে। তা হল যে আগামী ০৩ অক্টোবর অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে। ঔদিন বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। একই দিন রাত ৯ টায় অনলাইনে ফলাফল পাওয়া যাবে।

➥নিচে পিকচার দেওয়া আছে।

 

➥আর PDF ডাউনলোড করতে ক্লিক এখানে

 

✿ NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর  ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন  ফলাফল দেখার নিয়মঃ

আপনারা যারা NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এ আবেদন করেছেন , এবং ১ম  মেধা তালিকায় আছেনি তারা  ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল এই ফলাফল দুইভাবে দেখতে পারবে। নিচে নিয়ম দেওয়া হলঃ-

 

➥ কাজের ধাপঃ

  • মোবাইলে SMS এর মাধ্যমে ।
  • NU এর ওয়েবসাইট এর মাধ্যমেঅনলাইনে ফলাফল ।

 

মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম?

যেকোন মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন। তারপর নিচের নিয়ম অনুসারে ম্যাসেজ লিখে সেন্ড করবেন।
টেলিটক মোবাইল থেকে ফলাফল দ্রুত পাবেন।
NU<space>ATHN<space>AdmissionRoll

উদাহরণঃ NU ATHN 5345144

এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
5345144= আবেদন ফরমে উল্লেখিত ভর্তির রোল নম্বর
এবং পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বরে।

বিঃদ্রঃ মোবাইলে অনেক সময় ফলাফল ভুল আসে। তাই অবশ্যই অনলাইনে ফলাফল চেক করার পরামর্শ দেয়া হল।

 

NU এর ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম?

  • প্রথমে আপনি আপনার পিসি বা মোবাইল এ একটি ব্রাউজার ওপেন করুন।
  • তারপর আমাদের দেওয়া এই লিঙ্কে বা এই লিঙ্কে ক্লিক করুন।
  • তারপর নিচের ছবির মত দেখা যাবে
  • সেখানে আপনার ভর্তি রোল এবং পিন নম্বর দিবেন সঠিকভাবে ।
  • Login অপশনে ক্লিক করবেন ।
  • শেষে আপনার ফলাফল প্রদর্শিত হবে।

✿পিন বা রুল কিভাবে রিকভার করব?

  • প্রথমে আপনে লগিন এ ক্লিক করে Applicant’s Account Login (Honours) এই পেজ এ আসলেন। তারপর নিচে দেখেবেন লিখা আছে  Forgot Your Admission Roll or Pin?  ক্লিক এখানে ।
  • তারপর আপনাকে অন্য একটি পেজ এ নিয়ে যাবে।
  • ঐখানে দেখবেন একটি ফর্ম আছে ঐটা আপনাকে পূরণ করতে হবে। নিচে ছবি দেওয়া আছে।
  • ফর্ম এ ১ম বক্স এ আপনাকে HSC Roll , ২য় HSC Board , ৩য় 
  • তারপর Search এ ক্লিক করুন।
  • এরপর নিচে আপনের রোল এবং পিন দেখাবে।

➥নিচে ছবি দেওয়া হলঃ

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

➥আমার অনন্য পোস্টঃ 

>[?হট] RimChat এ অ্যাকাউন্ট করলেই পাবেন $1 ফ্রী অফার থাকছে ০১-১০ অক্টোবর পর্যন্ত ।

>[?HOT POST] Facebook কে Continue Reading এর ভিতরে লিঙ্ক দেবার নিয়ম।

>[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন করবেন ?

>[জেনে নিন] NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ?

[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির ফলাফল দেখবেন ?

[দেখে নিন] কিভাবে ফেসবুক নাম্বার বা ইমেইল ছাড়া ফেসবুক লগিন করবেন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে !

[?HOT POST] Newspaper9 Blogger Style Update Latest Version Template 2019 !

[Nulled] NewsPilot – Autopilot News Script 2019 Download Free!

>[Nulled] OVOO – Live TV & Movie Portal CMS with Unlimited TV-Series Download For Free !

>[NEW] Zorex-Movie Blogger Premium Template !

>[HOT] কিভাবে ৬০ দিন আগেই Facebook এর নাম পরিবর্তন করবেন !

>[NEW] Download Techtune Blogger Theme Premium Version !

>[NEW] ওটিজি বা OTG কি কিভাবে OTG ব্যবহার করবেন !!!

>[HOT] Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল‬ !!!

 

আশা করি আপনাদের ভাল লেগেছে…।
ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।

সাইট লিঙ্কঃ

SolutionsBangla.com

ScienceNews21

8 thoughts on "[জেনে নিন] কিভাবে NU অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম 2019"

  1. Nirob Mon Contributor says:
    Honours a vorti hobar 2nd abedon kobe janen
    1. Sadikur Rahman Author Post Creator says:
      এই রেজাল্ট দেয়ার পর ১৩ তারিখ পর্যন্ত।
      ছবি দেখেন দেওয়া আছে।
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Thanks for Comment
  2. mohiuddin24 Contributor says:
    ২য় মেধাতালিক প্রকাশের পর কত তারিখ পর্যুন্ত ভর্তি চলবে।
    1. Sadikur Rahman Author Post Creator says:
      ১৩ তারিখ পর্যন্ত।
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Welcome

Leave a Reply