আজকে আমি যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি অফার, তবে এই অফারটি সবাই নাও পেতে পারেন। আজকে আমার মোবাইলে একটা মেসেজে আসে তারপর আমি মেসেজের কোড ডায়াল করার পর পেয়ে যাই ১জিবি ফেসবুক ডাটা প্যাক একদম ফ্রিতে।
Banglalink Sim এ এক জিবি ফেসবুক প্যাক নিয়ে নিন একদম ফ্রি তাও আবার সাত দিনের জন্য।
তো আপনারাও যদি বাংলালিংক সিমে ১জিবি ফেসবুক প্যাক ফ্রিতে নিতে চান তাহলে নিচের কোডটা ডায়াল করুন।
*121*200#
কোড ডায়াল করার পর যে মেনুটা আসবে সেখানে ২ নম্বরে ফ্রি ফেসবুক প্যাকটা দেখতে পাবেন, তো আপনি ২ ডায়াল করে ফ্রিতে ১জিবি Facebook প্যাক নিয়ে নিন ৭দিনের জন্য।
আশা করি পোস্ট টি ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি।
11 thoughts on "Banglalink এ নিয়ে নিন ১জিবি Facebook প্যাক ৭দিন একদম ফ্রি..! [বন্ধ সিম Only]"