প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন।অনেক বড় একটা স্পেস এ আজকে পোস্ট করতে বসলাম প্রায় ৭ মাস পর,একটা সময় আমরা নিজেদের লাইফ নিয়া ব্যাস্ত হয়ে যায়,যার কারনে আপনাদের মাঝে আর নতুন কিছু নিয়ে আসা হয় না।ইচ্ছে হলেও আসতে পারি না তবে ট্রিকবিডির প্রতি ভালবাসাটা অটুট থাকবে সবসময়।
বিষয়ঃ
Google assistant কি আমরা প্রায় সবাই জানি,এর সম্পর্কে আর নতুন করে কিছুই বলার নাই,আর যারা Google assistant সম্পর্কে জানেন না তারা একটু গুগল এ সার্চ করেন এর সব তথ্য পেয়ে যাবেন।আমরা অনেকেই আছি যারা ইংলিশ এ অনেক টা দুর্ভল তাই Google assistant টা কে আমরা সম্পর্ন ব্যবহার করতে পারি না।আজকে আমি দেখাবো কিভাবে Google assistant বাংলাই ব্যবহার করবেন,,বাংলাই এর সাথে কথা বলবেন যে কোন প্রকার সাহায্যের জন্য Google assistant কে জিজ্ঞাস করতে পারবেন সম্পর্ন বাংলায়।
চলুন শুরু করা যাক!প্রথমে হোম বাটন প্রেস করে Google assistant অন করুন, তারপর উপরে কর্নার এ প্রোফাইল পিকচার এ ক্লিক করেন।
তারপর Settings এ যান
Assistant>Language এ যান
Language বাংলা(ভারত)সিলেক্ট করে দিন
এইখানে ও বাংলা(ভারত)সিলেক্ট করে দিন
বেস হয়ে গেল এবার হোম বাটন চেপে ধরে দেখুন Google Assistant এখন বাংলায়।
আজকের পোস্ট এইখানেই শেষ করলাম, কারো কোন সমস্যা হলে কমেন্ট করবেন।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ।
?
Ami kivabe eta use korbo
Plz help me
অসাধারণ পোস্ট।
যদিও আগে থেকেই ইউজ করি।
তবে অনেকেই নতুন।
System Requirements ki?????
Amar phone english kaj kore
Anyone ki bang late kaj kore