প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়া এবংং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
আজকে আমার ২০০ তম টপিক,তিক্তভালোবাসায় ভড়া এই ট্রিকবিডি তে ২০১৬ থেকে আমাার যাত্রা শরু হয়েছিল একের পর এক নতুন নতুন টপিক আপনাদের মাঝে শেয়ার করতাম,,আপনাদের ভালোবাসা শ্রদ্ধায় বার বার আমাকে এই প্লাটফর্ম এ নিয়ে আসে।জীবন যাত্রায় অনেকটা ব্যাস্ততার কারনে হয়তো আর আগের মত লিখতে পারি না,কিন্তু দিনে একবার হলেও এই ভালোবাসার প্লাটফর্ম টা তে আসি।এখন থেকে চেস্টা করব আবারো আগের মত যাতে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারি।
টাইটেল টা হয়তো পড়েছেন,,হ্যা ঠিক শুনেছেন,আপনাদের কে আজকে দেখাবো কিভাবে অন্ধকার এ ছবি তুলবেন আলোর মত কিভাবে,আমরা সেই টপিক এই আসছি।আমাদের বাস্তব জীবনের ৮০% সাহায্য পায় ইন্টারনেট থেকে টেকনোলজি এতটাই আপগ্রেড হয়েছে অসম্ভব কে সম্ভব করতে সক্ষম হচ্ছে দিন দিন।এই আপগ্রেড এর পিছনে সব থেকে বড় হাত রয়েছে গুগল এর আপনার হাতের ফোন টা থেকে যে সুযোগ সুভিধা আপনি নিয়ে থাকেন তার ৯৫℅ ই গুগল দিয়ে থাকে।
এখন আশা যাক কাজের কথায়।গুগল তারা একের পর এক নতুন নতুন ডিবাইস বাজারজাত করে আর তাদের প্রত্যেক টা ডিবাইস ই অনেক জনপ্রিয় তা লাভ করে তাদের ফিচারস আর পারফোরমেন্স এর জন্য।
তেমনি করে গুগল এর সর্বশেষ যে ডিবাইস টা রিলেসড হয় Pixel 4/4Xl কয়েকদিনের মধ্যেই অনেক জনপ্রিয়তা লাভ করে,,তার সেই অসাধারণ ফিচারস আর পারফরম্যান্স এর জন্য।
এই ডিবাইস টি রিলেসড হয় Android 10(Q) Version দিয়ে,এই ডিবাইস টির সব থেকে বেশি গ্রাহকদের মন কেড়ে নিয়েছে এর ক্যামেরা ফিচার,,Pixel 4/4Xl Camera এর সাথে প্রতিযোগিতা করতে আসে Iphone 11/Pro/Max আর ওইদিকে আছে Samsung Galaxy Note 10।
এখন আসি ক্যামেরার কথায়।Pixel 4/4Xl এ যে ক্যামেরা এপ টি ব্যবহার করা হয়েছে,এবং এর ফিচার গুলো ই পিক্সেল ইউজারদের মন কেড়ে নিয়েছে।প্রথমত আসি এর Night slight ফিচার টা নিয়ে আপনি আবছা অন্ধকার এ ছবি তুলবেন ছবি টা অনেকটাই আলোর মধ্যে তুলা ছবির মত ৯৮%।এটা কিভাবে সম্ভব প্রথমে আমি নিজেয় থ হয়ে গেলাম,,তারপর দেখলাম সত্যিই গুগল এর সাথে কোন তুলনা হয় না।
তারপর আছে লেন্স ব্লার,যে ফিচার টার সাথে আমরা সবাই এ পরিচিত, আছে Portrait Mode,Slow motion Etc এর ফিচার এর অভাব নেয়।ক্যামেরা এপ এর মধ্যে গুগল ক্যামেরার মত এত ফিচার কোন ফোন এ দেয় নাই,,তাই বেশির ভাগ Android ইউজার রা গুগল ক্যামেরা ব্যবহার করেন।
আজকে দেখাবো কিভাবে আপনার ফোনে Google Pixel 4/4Xl Stable Camera ব্যবহার করবেন এবং উপভোগ করবেন Pixel 4/4Xl এর ক্যামেরা ফিচার।
এর জন্য আপনার ফোন টি Android 9(Pie)+Android 10(Q) ভার্সনের হতে হবে।
তারপর দেখে নিন আপনার ফোন এ Camera 2 Api Enableকিনা,
প্লে স্টোর থেকে নিচের এপ টা ডাউনলোড করেন
চেক করেন যদি নিচের মত আসে আপনার ফোনে Camera 2 Api Enable করা আছে।
আর যদি সবগুলা লাল গুন আকারে আসে তাহলে আপনাকে Manually Enable করতে হবে,তার জন্য ফোন রুটেড থাকতে হবে।
নিচের থেকে একটা এপ ডাউনলোড করেন,
Build prop Editor
এপ এ ডুকে রুট পারমিশন দিন তারপর উপরের বাটন টাই ক্লিক করে ফাইল টা এডিট করেন।
এই কোড টা বসান সবার নিচে তারপর সেইভ করে ফোন রিভুট দেন,
persist.camera.HAL3.enabled=1
এবার এখান থেকে গুগল ক্যামেরা ডাউনলোড করুন
Google Camera V7
Install করেন
Open করেন তারপর সব গুলা পারমিশন দিন
আপনি সাধারনত night slight দিয়ে তুলতে পারেন,কিন্তু Astrophotography এনাব্লে করা থাকলে রাতের আকাশে তারা গুলো ও মাউন্ট করতে পারবে।নিচের মত সিটিংস এ গিয়ে সিটিংস করে নিন।
Pixel 4 Camera Astrophotography Enable?
Stock Camera Mi A2 Lite?
দেখুন ২ টা ছবি এক মিনিট পার্থকে তুলা হয়েছে,, একই প্লেইস
Pixel 4 Camera Astrophotography Enable?
Stock Camera Mi A2 Lite?
Portrait Mode Working Front/Back??
Captured_Pixel 4
using Portrait mode
যারা পারেন নাই তারা ভিডিও টি দেখেন অবশ্যই পারবেন।
Features Pixel 4 Camera Gcam 7.0V4
Night Sight
HDR + (front and back camera)
Portrait mode (front and back camera)
Motion photo (front and back camera)
Camera (HDR+, Flash, Front Camera, Zoom, Autofocus, etc.)
Video (30fps, 60fps, Video Stabilization, Autofocus, etc.)
Time Lapse
Panorama
Photo Sphere
Lens Blur
RAW
AR Stickers?
আজকের মত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
শুভ রাত্রী?
Ar vai ei gcam ki redmi 7 e support korbe?
2 api er Last ta lal gun R sob ok
Amar phn a camera 2 Api enable Kora
But g cam ta install hochay na
Kono way asay g cam ta install korar
Kintu Amar Moto amjonota ei app use korte parbe na…hazar hazar option. Apni Jodi avarage akta setting niea post den…khub vhalo hoi…jei setting e shob time e pic Tula jabe… default camera app ER Moto…..
problem
Android 9
Samsung j6
Mobile- j7
Version 9 pie
apnar fb link ta din to
sob e ace……
Night Sight
HDR + (front and back camera)
Portrait mode (front and back camera)
Motion photo (front and back camera)
Camera (HDR+, Flash, Front Camera, Zoom, Autofocus, etc.)
Video (30fps, 60fps, Video Stabilization, Autofocus, etc.)
Time Lapse
Panorama
Photo Sphere
Lens Blur
RAW
AR Stickers