আসসালামুআলাইকুম,
Trickbd তে আপনাদেরকে স্বাগতম,

সমস্ত প্রসংশা মহান আল্লাহ তা’য়ালার যিনি আমাদেরকে মানুষ হিসেবে শ্রেষ্ট জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য রেখেছেন
জান্নাত এবং জাহান্নাম! আমাদের মধ্যে কি কেও জাহান্নামে যেতে চাই? না -এটা কারো চাওয়া নয়!
আপনি যাকে ভালবাসেন তার জন্য জীবন দিতেও পারেন! আর যিনি আপনাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন তাকে কেন ভুলে যান?
সবচেয়ে বড় কথা হল আপনার ওপর মহান আল্লাহ প্রথমেই অনুগ্রহ করেছেন তিনি আপনাকে মুসলিম বানিয়েছেন! আলহামদুলিল্লাহ,

নিজেকে পাল্টানোর সময় এসেছে! জীবনের উদ্দেশ্যটা কি? আপনাদের সবারিই জানা!!
আপনি অমর হতে চান? সম্ভব এখন না তবে মৃত্যূর পরের জীবনে ‘ যদি জান্নাত পান তাহলে চির সুখি আপনিই
আর যদি অসফল হন তাহলে তার শাস্তি সহ্য করা অসম্ভব।

আজ একটা মারাত্মক ব্যাধি নিয়ে আলোচনা করব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব ইন শা আল্লাহ,

ব্যাধিটির সাথে ছোট বড় অনকেই পরিচিত এবং এটি হলো pornography। গোপনে অথবা কখনো বন্ধুদের সাথে প্রকাশ্যে অনেকেই এই
ভয়াবহ অবস্থাতে জড়িত হয়ে পড়ে আর মি, ইবলিস এইটাই চাই নোংরামী, নগ্নতা ছড়াতে
যার পরিণতি ভাল হবে এমনটা আশা করা যায় না। অনেক ধরনের অনেক চিন্তার মানুষ পাওয়া যাবে এখানে
কেউ আছে যারা এটা থেকে মুক্তি পেতে চাই কিন্তু পারে না কারণ, আসক্তি মারাত্মক আকার ধারণ করেছে-তবে
তাদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত যারা এগুলো ছেড়ে আত্তশুদ্ধির পথকে বেছে নিতে চাই

আবার এমনও আছে যারা এতে Addicted কিন্তু তারা কিছু মনেই করে না যা কখনো উচিত না,

চলুন আমরা সুরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াত টি দেখি,

وَ لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ سَبِیۡلًا ﴿۳۲﴾
ওয়ালা-তাকরাবুঝ ঝিনাইন্নাহূকা-না ফা-হিশাতাওঁ ওয়া ছাআ ছাবীলা-।
আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।
And come not near to the unlawful sexual intercourse. Verily, it is a Fahishah [i.e. anything that transgresses its limits (a great sin)], and an evil way (that leads one to Hell unless Allah forgives him).

খেয়াল করুন এখানে বলা হয়নি, তোমরা ব্যাভিচার করো না, এখানে বলা হয়েছে তোমরা ব্যাভিচারের ধারে কাছেও
যেও না। এর থেকে বোঝা যায় ব্যাভিচার একটি পথ। এই পথ থেকে বিনয়ের সাথে তওবা করে ফিরে আসা উচিত।

আল্লাহ তওবা কবুলকারী, মহা ক্ষমাশীল।

শয়তান তো হাজার হাজার চেস্টা করবেই আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তান পথভ্রষ্ট করতে অনেক
ধৈর্যশীল, শয়তান তো প্রকাশ্য শত্রু তাকে কিভাবে অনুসরণ করতে পারি?

আমাদের কি উচিত নয় শয়তানের এই চেস্টা কে অসফল করে দেওয়ার জন্য আপ্রান চেস্টা করি। অবশ্যই উচিত।

আমি মনে করিনা যে, শয়তানরা বহু দলে বিভক্ত! আচ্ছা যদি তা হয়ও তারা সবাই এক তাদের Target হলো
কিভাবে পথভ্রষ্টতা বাড়ানো যায়।

আজ আমাদের অবস্থা কল্পনা করে দেখেন, মুসলিম হয়েও কত দলে বিভক্ত
আর কেউ একজন কোনো একদলে প্রবেশ করলে অন্যের সাথে তার মত না মিললে তাকে মুল্যায়ন টাই করেনা!
এমন অবস্থা হয়ে যায় তাকে মুসলমানই মনে করে না?
এ কেমন বিচার?
আমার মনে হয় না যে এমন কোনো মুসলমান নেই যারা এক হতে চাই না। দেরি করে লাভ কি? সব ভুলে যান
ছোট খাটো বিষয় ( We wanna say that we are united)
সময় এসেছে এক হতে হবে! একতাই শক্তি! একতাই বল! নিজেকে পাল্টাতে হবে।

যারা এই নেশা (pornographic drug) ছাড়তে চান কিন্তু পারেন না তাদের জন্য কিছু নিয়ম কানুন তুলে ধরব
ইন শা আল্লাহ এগুলো অনুসরণ করলে, আপনি এগুলোর সাথে লড়াই করার শক্তি পাবেন

১: প্রথমত খাটি তওবা করতে হবে আর কোনদিন এগুলো দেখব না।
২:আর কখনো এগুলো দেখা যাবে না।
৩:সামর্থ থাকলে বিয়ে করে ফেলতে হবে। এটাই ভাল থাকলে বিয়ে করে ফেলতে হবে। এটাই ভাল একটি পথ। এর মাধ্যমে ব্যাভিচার থেকে বেচে থাকা যায়, লজ্জাস্থান হেফাজত সহজ হয়।
কি করবেন যদি সামর্থ না থাকে
৪: মনোযোগের সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন এর মাধ্যমে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে
সাহায্য চাইবেন।
৫:রুকু সিজদাকে অবশ্যই দীর্ঘ করবেন।
৬:সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করবেন★★★★★।।।। আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী
,যদি জটিল হয়ে যায় তাহলে ১ দিন করে সিয়াম পালন করবেন।এর মাধ্যমে আপনার পাপ থেকে বেচে থাকার
শক্তি বাড়বে ইন শা আল্লাহ।
৭।তাহাজ্জুদ নামাজের অভ্যাস বানিয়ে নিন, এখানে বেশি বেশি দোয়া করুন। এর মাধ্যমেও পাপ থেকে
বেচে থাকার শক্তি বাড়বে ইন শা আল্লাহ।

৮: গান বাজনা ছাড়ুন, সব গান বাজটা ডিলিট করে দিন।
৯: বেশি বেশি কুর আন তিলাওয়াত করুন।
১০: গানের পরিবর্তে ফোনে অডিও কুর আন রাখুন এবং এগুলো শুনুন আপনার পছন্দ মত ক্বারীর।
১১: অসৎ বন্ধু বান্ধবী ত্যাগ করুন।
১২: আগে নিজেকে বাচান তারপর অন্যকে বাচানোর চেস্টা করুন।
১৩: গার্লফ্রেন্ড থেকে দূরে থাকুন।
১৪: সোসাল মিডিয়াকে নিজের লাইফের মুল্যবান সব সময়টুকুই দিয়েন না। আপনার হায়াৎ এর ফিক্সড সময়ের
মুল্যবান সময়টাকে সোসাল মিডিয়াকে দিয়ে দিয়েন না।
১৫: আল্লাহর যিকির করুন।
১৬: ভাল কাজ করুন।
১৭:★★★একা একা থাকবেন না ( একটু ঘুরে বেড়াবেন, মানুষের সাথে মেশার চেস্টা করবেন)
১৮: মাঝে মাঝে হাসপাতাল এবং কবরস্থানে যাবেন ।
১৯: যখন pornography দেখার চিন্তা মাথায় আসবে তখন ভাববেন “যদি এটা দেখার সময় মরণ চলে আসে? ” কে বন্ধ করবে এই নোংরামী ভিডিও
কার চোখে পড়বে? বাকি চিন্তাটুকু নিজেরাই করে নিন।

এগুলো মেনে চলুন। এটাই ভাল হবে, সুন্দর একটা ভবিষৎ এর জন্য।

একা একা বেশি থাকবেন না, মানুষের সাথে মেশার চেষ্টা করুন।

6 thoughts on "Pornography থেকে মুক্তি চান?"

  1. Rimon814 Contributor says:
    thanks vai
    19 no point ta mone thakbe aajibon, insha’Allah
  2. Azim Contributor says:
    Khub sundor post.
    1. Sfsultan Author Post Creator says:
      dhonnobad
  3. Shunno+As+If Author says:
    অসাধারণ ভাই…

Leave a Reply