আসসালামু আলাইকুম ভিউয়ার্স

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর নাম অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকের অফিশিয়াল মেসেঞ্জার অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করবেন মাত্র কিছু উপায় অবলম্বন করে। 


অনেক সময় দেখা যায় কোন বন্ধুরা ফেসবুকে মেসেঞ্জারে কোন ভিডিও পাঠালে সেই ভিডিও শুধু মেসেঞ্জারে প্লে করা যায় কিন্তু ভিডিওটি ভালো লাগলে যদি মেমরি কার্ডে সেভ করতে চাই তাহলে সেটা করা সম্ভব হয় না। তো যারা বন্ধুদের পাঠানো মেসেঞ্জারে পছন্দনীয় ভিডিওগুলো মেসেঞ্জার থেকে ডাউনলোড করতে চান কয়েকটি উপায় অবলম্বন করে বা ফলো করে তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল।

যদি সত্যি কথা বলে তাহলে এটা অনেক সহজ একটা বিষয়। অনেক সময় দেখা যায় না পরীক্ষার হলে আমরা সহজ এর থেকেও সহজ বিষয় পারি কিন্তু ভুলে যাই।

এই ট্রিকটাও সেম একই। এখানে খুবই সাধারণ একটা ট্রিক ব্যবহার করা হয়েছে যদিও ট্রিকটা একটু দীর্ঘ কিন্তু যারা সত্যিকার অর্থেই মেসেঞ্জারে ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এই টিউনটি করা হচ্ছে। 

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপ এ চলে যেতে হবে যেখানে আপনার বন্ধু আপনার কাঙ্খিত ভিডিওটি পাঠিয়েছে যেটা আপনি ডাউনলোড করতে চান। 

ডাউনলোড করার জন্য যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে রাখার কিছু সেকেন্ড পরে দেখবেন বাম পাশে Save Video নামের একটা অপশন আছে সেটাতে ক্লিক করুন।


এটাতে ক্লিক করার মানেই যে আপনার ভিডিও মেমোরিতে সেভ হয়ে গেছে তা কিন্তু নয়। আমি আগেই বলেছি এটা খুবই সহজ ট্রিকস কিন্তু বড়।
তো এখন আপনাকে ফেসবুকের লাইট ভার্সন বা অফিশিয়াল ফেসবুক যেটা ইচ্ছা সেটা তে চলে যেতে হবে।
যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন সেভ নামের একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করুন।

এখন আপনি মেসেঞ্জারে যে ভিডিওটি সেভ করেছিলেন যখন সেই ভিডিওটি শো করছে।
এখন এখান থেকে ধারাবাহিকভাবে নিচের স্ক্রীনশট গুলো ফলো করতে থাকুন স্ক্রিনশটে আমি চিহ্ন সহ সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে উপস্থাপন করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন।





তাছাড়া যদি স্ক্রিনশট বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন সমস্যার সমাধান দিয়ে দেবো।

তো উপরের স্ক্রীনশটএর মত ভিডিও লিংক কপি করার পর আপনাকে গুগল এ যাওয়ার পর আবার নিচের স্ক্রীনশটএর মত ধাপগুলো ফলো করুন তাহলেই আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।



যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এটা হতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টে একটা লাইক এবং কমেন্ট করবেন । কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।

ধন্যবাদ আপনার মূল্যবান সময় অপচয় করে পোস্টটি পড়ার জন্য।


10 thoughts on "মেসেঞ্জারে পাঠানো যেকোন ভিডিও ডাউনলোড করে মেমোরিতে সেভ করে নিন মাত্র কয়েকটা স্টেপ ফলো করে।"

  1. Azim Author says:
    এটা আর এমন কী?
    https://en.savefromnet.com থেকেও করা যায়।
  2. Azim Author says:
    এটা আর এমন কী?
    https://en.savefrom.net থেকেও করা যায়।
  3. Tuhin Raj Author says:
    I Know! Thanks To Sharing….
  4. A M Contributor says:
    not gd 🙁
  5. SM SIHAD Contributor says:
    প্লিজ হেল্প মি কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানান।
    আমার জানাটা খুবই প্রয়োজন বোধ মনে করছি।
    কেউ যদি আমার ফেসবুকের প্রোফাইলে আসে আমি তাকে কিভাবে দেখতে পাবো।
    এটা যদি কেউ জেনে থাকেন অনুগ্রহ করে আমাকে একটু জানান ইম্পর্ট্যান্ট আমার জন্য।
  6. Limon Sarkar Contributor says:
    সব ভিডিও ডাইরেক্ট ডাউনলোড হয় না ভাই। তবে লিংক কপি করার ট্রিক্সটা মাঝে মাঝে কাজ করে

Leave a Reply