Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Assalamualikum আজকে আমি আপনাদের মাঝে মহানবী (সাঃ) এর কিছু হাদিস নিয়ে আসলাম। এই পর্বে আমরা জানতে পারবো নিয়্যত,দিন ও আল্লাহর ভর,মসজিদ ও মুয়াজ্জিন,দু’য়ার নিয়ম ও গুরুত্ব সম্পর্কে আমাদের মহানবী (সাঃ) কি বলেছেন ।

নিয়্যত

৪৬. কাজ নির্ভর করে নিয়্যতের উপর।[ সহীহ বুখারী ]

৪৭. প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।[সহীহ বুখারী ]

৪৮.আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেননা,তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ [সহীহ মুসলিম ]

৪৯.মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন। [মুআত্তায়ে মালিক ]

৫০.উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই।[ইবনে হিব্বান ]

৫১.ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা,যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম।[মিশকাত ]

৫২.তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা,যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো।[সহীহ বুখারী ]

দীন ও আল্লাহর ভয়

৫৩.মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য ।[ সহীহ বুখারী ]

৫৪.দীন খুব সহজ [সহীহ বুখারী ]ব্যাখ্যা :দীন মানে – জীবন যাপন পদ্ধতি।এখানো দীন মানে দীন ইসলাম ।

৫৫ . দীন হলো – কল্যাণ কামনা । [ সহীহ মুসলিম ]নোট : দীন ইসলামের মূল কথা হলো ,নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া।

৫৬ . আল্লাহ যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন। [ সহীহ বুখারী ]

৫৭. জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা। [ মিশকাত ]ব্যাখ্যা : অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সে – ই সবচেয়ে বড় জ্ঞানী ।

৫৮. আল্লাহকে ভয় করো , তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে।[ মিশকাত ]

৫৯. একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই। তবে আছে আল্লাহ ভীতি ভিত্তির । [ তিবরানী ]

৬০. সে ব্যক্তি দোযখে প্রবেশ করবেনা, যে আল্লাহর ভয়ে কাঁদে। [ তিরমিযী ]

মসজিদ ও মুয়াজ্জিন

৬১. পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। [ সহীহ মুসলিম ]

৬২. আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। [ সহীহ বুখারী ]

৬৩. যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় , আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। [ সহীহ বুখারী ]

৬৪. কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে। [ সহীহ মুসলিম ]

৬৫. নিজের জন্যে যা পছন্দ করো ,অন্যদের জন্যেও তাই পছন্দ করবে ,তবেই হতে পারবে মুমিন। [ সহীহ মুসলিম ]

৬৬. তোমাদের কেউ মুমিন হবেনা ,যতোক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে , তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে । [ সহীহ বুখারী ]

দু’আর নিয়ম ও গুরুত্ব

৬৭.যখন কিছু প্রার্থনা করবে ,আল্লাহর কাছে করবে । [ মিশকাত ]

৬৮.দু’আ ইবাদত । [ তিরমিযী ]

৬৯. আল্লাহর কাছে তাঁর অনগ্রহ চাও।তাঁর কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। [তিরমিযী ]

৭০. যে আল্লাহর কাছে চায়না ,আল্লাহ তার উপর রাগান্বিত হন।[ তিরমিযী ]

৭১. আমি আল্লাহর কাছে দিন একশ ’বার ক্ষমা প্রার্থনা করি। [ সহীহ মুসলিম ]

৭২. দু’আ ইবাদতের মস্তিস্ক।[ তিরমিযী ]

??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??

?পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ❤

2 thoughts on "[মহানবী (সাঃ) এর হাদিস পর্ব ৩]মহানবী (সাঃ) নিয়্যত,দিন ও আল্লাহর ভর,মসজিদ ও মুয়াজ্জিন,দু’য়ার নিয়ম ও গুরুত্ব সম্পর্কে কি বলেছেন তা জানতে পারবেন"

  1. The Matrix Contributor says:
    Great post…keep up your great job
    1. MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thank You

Leave a Reply