আজ সারা দেশে ঘূর্ণিঝড় “বুলবুল” আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে ৯ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তাই এই ঘূর্ণিঝড়ের প্রকপের কারণে গতকাল রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, আজকের অর্থাৎ, ৯ তারিখ, শনিবারের JSC এবং JDC পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা যথাক্রমে ১২ ও ১৪ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ঘূর্ণিঝড় পরিস্থিতির অবনতি লক্ষ্য করে তিনি কিছুক্ষণ আগে আবার আগামী ১১ তারিখের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছেন।
সুতরাং, JSC পরীক্ষার্থীদের সংশোধিত রুটিন নিম্নরূপ-
[সকল পরীক্ষা সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।]
১২/১১/২০১৯ (মঙ্গলবার) – গণিত – বিষয় কোড: ১০৯
১৩/১১/২০১৯ (বুধবার) – বিজ্ঞান- বিষয় কোড: ১২৭
JDC পরীক্ষার্থীদের পরিবর্তিত রুটিন-
[সকল পরীক্ষা সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।]
১৪/১১/২০১৯ (বৃহস্পতিবার) – গণিত – বিষয় কোড: ১০৮
১৬/১১/২০১৯ (শনিবার) – ইংরেজি- বিষয় কোড: ১০৭
তথ্যসূত্রঃ ঢাকা শিক্ষা বোর্ডের Website
4 thoughts on "[Breaking News] স্থগিত JSC এবং JDC পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় আবার পরিবর্তন"