Self Destructive Messages আজকের আর্টিকেল টি সাজানো হয়েছে ধ্বংসাত্মক বার্তা নিয়ে। তাই এই বিষয় যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তবে দেখে নিন বিস্তারিত।
Self Destructive Messages তাদের জন্য যারা ভয় পান, তাদের তথ্য Third Party কারো কাছে পড়লে সমস্যা হতে পারে।
আজকাল, আমরা গোপনীয়তা সম্পর্কে অনেক কিছু জানি এবং আমরা আমাদের পরিচয় এবং ব্যক্তিগত ডেটা সমগ্র বিশ্বের সাথে ভাগ করতে চাই না
বর্তমান অনলাইনে অনেক প্রমান পাবেন তথ্য ফাস হওয়ার। তা ছোট থেকে বড় অনেক সংস্থার কিংবা গোপনীয় বিষয় গুলোর।
আর এর মূল কারন হলো আমরা অনলাইনে তথ্য প্রেরন করার জন্য Third Party মাধ্যম বেছে নেই।
উদাহরন হিসাবে ধরে নিন Gmail, Facebook ইত্যাদি।
ধরুন আপনি মেইল পাঠালেন তা কোথায় গিয়ে জমা থাকবে অবশ্যই Gmail কিংবা অন্যান্য মেইল সার্ভিস গুলো যা আপনি ব্যবহার করেন।
তাহলে আপনি যা করবেন তার তথ্য জমা থাকবে Third Party কোন সংস্থার কাছে। এখন তারা যদি সবার তথ্য অনলাইনে ফাস করে দেয় তাহলে কি ঘটবে যদি তা হয় অতীব গোপনীয়।
এবার ভাবুন আপনি Secret কোন তথ্য কাউকে পাঠাতে চান আর তা যদি অন্য কারো নিকট পৌছে যায় তবে ঘটতে পারে অনেক বড় কোন সমস্যা।
উদাহরন হিসাবে ধরে নিন আপনি গার্ল ফ্রেন্ড কে ম্যাসেজ পাঠাবেন কিন্তু সেই বার্তা অন্য কারে হাতে পড়লে এখানেই ইতি ঘটার সম্ভাবনা রয়েছে।
বাই দা ওয়ে এটা সেনাবাহিনীর সিক্রেট মিশন ও হতে পারে।
Self Destructive Messages কাকে বলে?
এটা হলো এমন একটা ধ্বংসাত্মক বার্তা যা কিনা নির্দিষ্ট সময় পরে নিজের নাম নিশানা নিজে থেকেই মিটিয়ে দিতে পারে।
Self Destructive Messages এর কাজ কি ?
আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতর বার্তা টি দেখতে সক্ষম না থাকেন তবে গায়েব হয়ে যাবে একদম মিনা রাজুর দৈত্যের মত।
এর ফলে ম্যাসেজে কি ছিলো তার কোন প্রমান থাকবেনা। তাই তথ্য কোথাও ফাস হয়ে যাওয়ার ভয় থাকবেনা।
Self Destructive Messages কিভাবে পাঠায়?
PrivNote
Destructing Message
TMWSD
DUE.IM
DUE.IM একটি জনপ্রিয় সাইট যা আপনাকে বার্তা পাঠানোর অনুমতি দিবে। আবার সেই বার্তা পড়ার পরে মুছে ফেলার জন্য সার্ভিস দিয়ে থাকবে। এতে কিছু আলাদা ফিচার রয়েছে যেমন আপনি এখানে আপনার URL টি সংক্ষিপ্ত করতে পারেন, ওয়েবসাইটটির সার্ভার Up কিংবা Down পরীক্ষা করতে পারবেন। আপনি Random পাসওয়ার্ডও তৈরি করতে পারবেন।
উপরোক্ত তালিকাভুক্ত তিনটি সাইট আপনাকে এনক্রিপ্ট করা বার্তা এবং ফাইলগুলি পড়ার অনুমতি দিবে। আবার সে বার্তা পড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মুছবে।
Telegram
StealthChat
Confide
লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )
4 thoughts on "Self Destructive Messages এর কাজ কি ? কিভাবে Send করবেন ?"