পার্সোনাল ব্লগিং এর জন্য অনেকেই প্ল্যাটফর্ম হিসেবে ব্লগার বেঁচে নেয়। পার্সোনাল ব্লগ সাইট এর জন্য এটা আসলেই অনেক ভালো। তো অনেক ব্লগার সাইটের ক্ষেত্রে দেখা যায় ব্লগ পোস্টের নিচে অথোর প্রোফাইল দেখা যায় না। এমনকি কিছুদিন আগে আমার সাইটে ও এই সমস্যা ছিল। তো আমি অনেক ঘাটাঘাটি করার পর এই প্রবলেম টা ফিক্স করেছি। তাই ভবলাম আমি যেহেতু ফিক্স করেছি তো আপনারা কেনো ফিক্স করবেন না! তো আমি যে মেথড ব্যবহার করে এই প্রবলেম ফিক্স করেছি সেই পদ্ধতি নিয়ে এই পোস্ট এ আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।

 

আরো পড়ুন:  ফেসবুক এ 3D ইমেজ পোস্ট করুন ফেসবুক অ্যাপ থেকেই

 

এই সমস্যাটি দুটি কারণে হতে পারে। তো এই প্রবলেম ফিক্স করতে হলে আপনাকে দুটি সমস্যাই সমাধান করতে হবে।

  1. সাইট লেআউট সেটিংস সমস্যা
  2. প্রোফাইল সেটিংস সমস্যা

 

সাইট লেআউট সেটিংস সমস্যা সমাধান

সাইট লেআউট সেটিংস এর সমস্যা অনেক কম সাইটের হয়ে থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য প্রথমে ব্লগার প্যানেল থেকে লেআউট এ প্রবেশ করুন।

এবার লেআউট পেজে মেইন ব্লগ উইজেট এর এডিট আইকন এ ক্লিক করে উইজেট এডিট উইন্ডোতে প্রবেশ করুন।

এবার দেখুন উইজেট সেটিংস অপশন গুলোর মধ্যে ‘Show Author Profile Below Post’ নামে একটি অপশন আছে। এই অপশন এর পাশে থাকা চেকবক্স টি চেক করা না থাকলে চেক করে দিয়ে সেভ করে দিন।

 

 

প্রোফাইল সেটিংস সমস্যা সমাধান

বেশিরভাগ সাইটের ক্ষেত্রে প্রোফাইল সেটিংস সমস্যার কারণেই অথর প্রোফাইল দেখা যায় না। অথর প্রোফাইল সেটিংস ঠিক করার জন্য প্রথমে ব্লগার প্যানেল থেকে সেটিংস এ প্রবেশ করুন।

সেটিংস এ প্রবেশ করার পর সেটিংস পেজের নিচের দিকে স্ক্রল করে সেখান থেকে ইউজার প্রোফাইল সেটিংস এ প্রবেশ করুন।

এবার ইউজার প্রোফাইল সেটিংস পেজের উপরের দিকে থাকা অপশন এর পাশে থাকা চেকবক্স টি চেক করা না থাকলে চেক করে দিন।

এবার নিচের দিকে স্ক্রল করে ‘Introduction’ অপশন এর পাশে থাকা বক্সে আপনার বায়ো ডাটা লিখুন। এখানে যা কিছু লিখবেন তাই আপনার প্রোফাইলে ডিস্ক্রীপশন হিসেবে দেখানো হবে।

এবার সব শেষে প্রোফাইল সেটিংস সেভ করে দিন। তাহলেই আপনার কাজ শেষ।

এবার আপনার সাইটে আপনার লেখা পোস্ট এর ভিতরে গিয়ে দেখুন পোস্ট এর শেষে আপনার প্রোফাইল দেখাচ্ছে।

 

তো এই ছিলো আজকের আর্টিকেল। আশা করি এই আর্টিকেল কখনো আপনার কাজে আসবে। আর্টিকেল কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এরকম টেকনোলজি বিষয়ে টিপস পেতে আমাদের সাইট  TrickJal.Xyz রেগুলার ভিজিট করুন, ধন্যবাদ।

8 thoughts on "ব্লগার সাইটে পোস্ট এর শেষে অথর প্রোফাইল দেখাচ্ছে না? ফিক্স করুন"

  1. vaiya apnr wordpress siter theme ta pete pari..
    1. Sakhawat Author Post Creator says:
      ভাই ঐটা ব্লগার সাইট
  2. Soyon Contributor says:
    Apner Bloge Google Adsense Paisen….?
    1. Sakhawat Author Post Creator says:
      আবেদন করেছিলাম দুদিন আগে। কিছু সমস্যা দেখাচ্ছে। ফিক্স করে আবার আবেদন করতে হবে
  3. Arafat Subscriber says:
    Blogger এ SEO Pack install করে 10000-15000 Real visitor নেন

    https://youtu.be/SJx-NgaJE_g

Leave a Reply